Ajker Patrika

জবি ছাত্রী অবন্তিকার আত্মহত্যা: প্রশাসনকে শিক্ষার্থীদের ‘লাল কার্ড’

জবি সংবাদদাতা 
আপডেট : ১৯ মার্চ ২০২৪, ১৫: ৫১
জবি ছাত্রী অবন্তিকার আত্মহত্যা: প্রশাসনকে শিক্ষার্থীদের ‘লাল কার্ড’

শিক্ষক-সহপাঠীকে অভিযোগ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকা আত্মহত্যার ঘটনায় প্রতিদিন আন্দোলনের উত্তাপ ছড়াচ্ছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। প্রতিদিনই বিভিন্ন ব্যানারে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ‘লাল কার্ড’ দেখানো কর্মসূচি পালন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। 

আজ মঙ্গলবার নিপীড়নের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নামক ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। 

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, অবন্তিকার অভিযোগপত্র অবহেলা করেছেন সদ্য সাবেক প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল। মোস্তফা কামালকে তদন্তের আওতায় আনতে হবে। উনি যদি অভিযোগটা ঠিকভাবে আমলে নিতেন, তাহলে হয়তো প্রেক্ষাপট ভিন্ন হতো।

‘লাল কার্ড’ প্রদর্শনীতে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইভান তাওসিফ বলেন, ‘এই প্রক্টর অফিসে কী না হয়েছে! আগের প্রক্টর মোস্তফা কামাল কী করেন নাই! রিকশাচালককেও অত্যাচার করা হয়েছে। যেখানে তাদের (প্রশাসন) অভিভাবকের মতো হওয়ার কথা, কিন্তু তারা উল্টো। এ কাঠামো আমরা ভেঙে দিতে চাই। আমরা প্রশাসন থেকে একটা শক্ত অঙ্গীকার চাই। সর্বোপরি অবন্তিকার আত্মহত্যার প্ররোচনায় সুষ্ঠু বিচার চাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত