নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় পার্টি (জাপা) এবং ১৪ দলীয় জোটের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই উল্লেখ করে তাদের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছেন কয়েকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। আজ শুক্রবার রাজধানীর শাহবাগে নুরের ওপর হামলার বিচারসহ তিন দাবিতে গণঅধিকার পরিষদ আয়োজিত এক সংহতি সমাবেশে এই দাবি জানান তাঁরা।
সমাবেশে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আলী আশরাফ আকন্দ, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব প্রমুখ।
রাশেদ খান বলেন, ‘আমাদের স্পষ্ট দাবি, নুরের ওপর যে হামলা হয়েছে, এই হামলার সঙ্গে সেনাবাহিনী এবং পুলিশের যে সকল সদস্যরা জড়িত, তাদের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার অনুমতি ছাড়া নুরের ওপর হামলা হয় নাই। সুতরাং, একজন জনপ্রিয় জাতীয় নেতা, জুলাই আন্দোলনের অন্যতম সাহসী নেতার ওপর যে হামলা হয়েছে, এই হামলার দায় নিয়ে এই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। আমরা জাতীয় পার্টিকে বাংলাদেশে রাজনীতি করতে দেব না। আওয়ামী লীগের যেভাবে বিচার হয়েছে, আওয়ামী লীগের সাংবিধানিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, ঠিক একইভাবে জাতীয় পার্টি এবং ১৪ দলের সাংগঠনিক কার্যক্রম প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করতে হবে।’
এহসানুল মাহবুব যুবায়ের বলেন, ‘আওয়ামী লীগ বিদায় নিয়েছে, কিন্তু এই ফ্যাসিবাদকে তৈরি করেছিল যারা, সেই জাতীয় পার্টি, সেই ১৪ দল এখনো আছে। সেই নেতৃবৃন্দও যারা গত ’১৪, ’১৮ আর ’২৪-এর নির্বাচনে আওয়ামী লীগকে শক্তি জুগিয়েছে, সেই শক্তির বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ নেই। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ মুক্ত, জাতীয় পার্টি মুক্ত, ১৪ দল মুক্ত বাংলাদেশ দেখতে চায়।’
হাবিব-উন নবী খান সোহেল বলেন, ‘বিদেশের মাটিতে বসে যারা বারবার বাংলাদেশকে নিজ রাডারে আনার স্বপ্ন দেখে, তাদের উদ্দেশে বলতে চাই, বাংলাদেশ আর কখনোই পৃথিবীর অন্য কোনো দেশের পুতুল খেলার পাত্র হবে না। জাতীয় পার্টি দুধে ধোয়া তুলসিপাতা না। হাসিনার বিচার যেমন হবে বাংলাদেশে, হাসিনার দোসর জাতীয় পার্টির বিচার বাংলাদেশের মাটিতে হতে হবে। কুখ্যাত রাশেদ খান মেনন আর হাসানুল হক ইনুদের বিচার বাংলাদেশের মাটিতে হতে হবে। নুরের ওপর হামলার বিচারের ব্যবস্থা করুন। নইলে আমরা কিন্তু প্রয়োজনে এক হয়ে আবার মাঠে নামব।’
জাতীয় পার্টি (জাপা) এবং ১৪ দলীয় জোটের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই উল্লেখ করে তাদের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছেন কয়েকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। আজ শুক্রবার রাজধানীর শাহবাগে নুরের ওপর হামলার বিচারসহ তিন দাবিতে গণঅধিকার পরিষদ আয়োজিত এক সংহতি সমাবেশে এই দাবি জানান তাঁরা।
সমাবেশে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আলী আশরাফ আকন্দ, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব প্রমুখ।
রাশেদ খান বলেন, ‘আমাদের স্পষ্ট দাবি, নুরের ওপর যে হামলা হয়েছে, এই হামলার সঙ্গে সেনাবাহিনী এবং পুলিশের যে সকল সদস্যরা জড়িত, তাদের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার অনুমতি ছাড়া নুরের ওপর হামলা হয় নাই। সুতরাং, একজন জনপ্রিয় জাতীয় নেতা, জুলাই আন্দোলনের অন্যতম সাহসী নেতার ওপর যে হামলা হয়েছে, এই হামলার দায় নিয়ে এই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। আমরা জাতীয় পার্টিকে বাংলাদেশে রাজনীতি করতে দেব না। আওয়ামী লীগের যেভাবে বিচার হয়েছে, আওয়ামী লীগের সাংবিধানিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, ঠিক একইভাবে জাতীয় পার্টি এবং ১৪ দলের সাংগঠনিক কার্যক্রম প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করতে হবে।’
এহসানুল মাহবুব যুবায়ের বলেন, ‘আওয়ামী লীগ বিদায় নিয়েছে, কিন্তু এই ফ্যাসিবাদকে তৈরি করেছিল যারা, সেই জাতীয় পার্টি, সেই ১৪ দল এখনো আছে। সেই নেতৃবৃন্দও যারা গত ’১৪, ’১৮ আর ’২৪-এর নির্বাচনে আওয়ামী লীগকে শক্তি জুগিয়েছে, সেই শক্তির বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ নেই। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ মুক্ত, জাতীয় পার্টি মুক্ত, ১৪ দল মুক্ত বাংলাদেশ দেখতে চায়।’
হাবিব-উন নবী খান সোহেল বলেন, ‘বিদেশের মাটিতে বসে যারা বারবার বাংলাদেশকে নিজ রাডারে আনার স্বপ্ন দেখে, তাদের উদ্দেশে বলতে চাই, বাংলাদেশ আর কখনোই পৃথিবীর অন্য কোনো দেশের পুতুল খেলার পাত্র হবে না। জাতীয় পার্টি দুধে ধোয়া তুলসিপাতা না। হাসিনার বিচার যেমন হবে বাংলাদেশে, হাসিনার দোসর জাতীয় পার্টির বিচার বাংলাদেশের মাটিতে হতে হবে। কুখ্যাত রাশেদ খান মেনন আর হাসানুল হক ইনুদের বিচার বাংলাদেশের মাটিতে হতে হবে। নুরের ওপর হামলার বিচারের ব্যবস্থা করুন। নইলে আমরা কিন্তু প্রয়োজনে এক হয়ে আবার মাঠে নামব।’
মুন্সিগঞ্জ সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আটজন গুলিবিদ্ধ হয়েছেন। আজ শুক্রবার রাত ৮টার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি ও আনন্দপুর গ্রামের দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেরাজবাড়ীর গোয়ালন্দে ‘ইমাম মেহেদি’ দাবিকারী নুরুল হক ওরফে নুরাল পাগলার বাড়িতে হামলায় আহত মো. রাসেল মোল্লা (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি ওই উপজেলার দেবগ্রাম জতুমিস্ত্রিপাড়ার মো. আজাদ মোল্লার ছেলে।
১ ঘণ্টা আগেদীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন। এরই মধ্যে প্রর্থীদের প্রচারণায় জমে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। তবে এবারের নির্বাচনে প্যানেলের চেয়ে প্রার্থীর ভাবমূর্তিতেই বেশি গুরুত্ব দিচ্ছেন শিক্ষার্থীরা।
১ ঘণ্টা আগেমুন্সিগঞ্জ সদর উপজেলার মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু তোলায় বাধা দেওয়াকে কেন্দ্র করে গ্রামবাসী ও জলদস্যু দলের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছে। আজ শুক্রবার বিকেলে সদর উপজেলার আধারা ইউনিয়নের কালীরচর গ্রামসংলগ্ন মেঘনা নদীতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে