ঢামেক প্রতিবেদক
যাত্রাবাড়ী কাজিরগাঁও এলাকায় সড়ক দুর্ঘটনায় মরিয়ম নামে ২৩ মাসের এক শিশু মারা গেছে। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে কাজিরগাঁও বাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
শিশুটিকে মুমূর্ষু অবস্থায় স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
মৃত মরিয়মের দাদি লাকি বেগম জানান, তাঁদের বাড়ি লালমনিরহাট সদর উপজেলার ভাঙ্গাছরি গ্রামে। লাভলু মিয়া ও রিবা আক্তারের একমাত্র সন্তান মরিয়ম। যাত্রাবাড়ী কাজিরগাঁও ময়লার রাস্তা এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন।
লাকি বেগম আরও জানান, মরিয়মের বাবা লাভলু একটি কার্টন কারখানায় কাজ করেন ও মা রিবা আক্তার গার্মেন্টসকর্মী। ঘটনার সময় মরিয়মের বাবা-মা কাজে ছিলেন। বিকেলে বাসার সামনের রাস্তায় একাই খেলছিল মরিয়ম। হঠাৎ চিৎকার শুনে বাইরে বের হয়ে মরিয়মকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাকি বেগম বলেন, ‘ওই রাস্তা দিয়ে অটোরিকশা ও ইজিবাইক ছাড়া কিছুই চলে না। কী গাড়ির ধাক্কায় মরিয়ম মারা গেছে তা বলতে পারছি না। তবে এলাকার অনেকেই বলছে, ট্রাক যেতে দেখেছেন তাঁরা।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ জানান, সন্ধ্যার দিকে স্বজনরা ওই শিশুকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনেরা জানান, সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিল ওই শিশু। মৃতদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানা-পুলিশকে জানানো হয়েছে।
যাত্রাবাড়ী কাজিরগাঁও এলাকায় সড়ক দুর্ঘটনায় মরিয়ম নামে ২৩ মাসের এক শিশু মারা গেছে। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে কাজিরগাঁও বাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
শিশুটিকে মুমূর্ষু অবস্থায় স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
মৃত মরিয়মের দাদি লাকি বেগম জানান, তাঁদের বাড়ি লালমনিরহাট সদর উপজেলার ভাঙ্গাছরি গ্রামে। লাভলু মিয়া ও রিবা আক্তারের একমাত্র সন্তান মরিয়ম। যাত্রাবাড়ী কাজিরগাঁও ময়লার রাস্তা এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন।
লাকি বেগম আরও জানান, মরিয়মের বাবা লাভলু একটি কার্টন কারখানায় কাজ করেন ও মা রিবা আক্তার গার্মেন্টসকর্মী। ঘটনার সময় মরিয়মের বাবা-মা কাজে ছিলেন। বিকেলে বাসার সামনের রাস্তায় একাই খেলছিল মরিয়ম। হঠাৎ চিৎকার শুনে বাইরে বের হয়ে মরিয়মকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাকি বেগম বলেন, ‘ওই রাস্তা দিয়ে অটোরিকশা ও ইজিবাইক ছাড়া কিছুই চলে না। কী গাড়ির ধাক্কায় মরিয়ম মারা গেছে তা বলতে পারছি না। তবে এলাকার অনেকেই বলছে, ট্রাক যেতে দেখেছেন তাঁরা।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ জানান, সন্ধ্যার দিকে স্বজনরা ওই শিশুকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনেরা জানান, সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিল ওই শিশু। মৃতদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানা-পুলিশকে জানানো হয়েছে।
খুলনা নগরীতে চাঁদা না পেয়ে এক প্রধান শিক্ষককে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। তিনি পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আড়ংঘাটা থানার তেলিগাতি সরদারপাড়া জামে মসজিদের সামনে ঘটনাটি ঘটে। আহত দিলীপ কুমার সরকার (৫৫) তেলিগাতি হাইস্কুলের প্রধান শিক্ষক।
১ মিনিট আগেময়মনসিংহের নান্দাইলে জাম্বুরা গাছে ঝুলন্ত অবস্থায় ফয়সাল মিয়া (২০) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩ মিনিট আগেরাতভর কাকরাইল মসজিদের সামনের মোড়ে অবস্থানের পর ফের অবরোধ কর্মসূচি শুরু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বাসে করে শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেয়।
১২ মিনিট আগেযশোরের কেশবপুরে প্রশাসনের নির্দেশ অমান্য করে ভূগর্ভস্থ পানি তুলে মাছের ঘেরগুলো পূর্ণ করা হচ্ছে। এতে করে আসন্ন বর্ষা মৌসুমে অতিরিক্ত পানির কারণে এলাকায় ফের বন্যাসহ ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসী বলছেন, এখন ভূগর্ভস্থ পানি তুলে ঘের ভর্তি করে রাখায় বর্ষার পানি ধারণের জায়গা
৪০ মিনিট আগে