ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসুর নামে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) যুবাইর বিন নেছারী নামের এক শিক্ষার্থী এ জিডি করেন।
এর আগে বিকেলে মেঘমল্লার বসুর ‘লাল সন্ত্রাস’ নিয়ে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র কর মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন করে অনতিবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান নেছারীসহ একদল শিক্ষার্থী।
শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, মেঘমল্লার বসু নামে ছাত্র ইউনিয়নের ঢাবি সভাপতির নামে একটা জিডি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
গত শুক্রবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে মেঘমল্লার বসু ‘দ্য অনলি অপশন ইজ রেড টেরর’ (একমাত্র পথ লাল সন্ত্রাস) শীর্ষক ইংরেজিতে একটি স্ট্যাটাস দেন। রাত সোয়া ১২টার দিকে তাঁকে গ্রেপ্তারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করে। ২৪ ঘণ্টার মধ্যে মেঘমল্লার বসুকে গ্রেপ্তারের আলটিমেটাম দেন তাঁরা।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার, বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ, এ বি জোবায়ের প্রমুখ বক্তব্য দেন।
সমাবেশ শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পাশে হাকিম চত্বর এলাকায় সিরাজ সিকদারের গ্রাফিতিতে জুতা নিক্ষেপ ও গ্রাফিতি মুছে ফেলেন।
এদিকে শনিবার দুপুরে আরেক পোস্টে মেঘমল্লার বসু উল্লেখ করেন, ‘আমি ঐকান্তিকভাবে আমার কমরেডদের কাছে ক্ষমাপ্রার্থী। আপনারা মাঠে লড়তেসেন আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির জন্য। এমতাবস্থায় আমার “অক্ষম আস্ফালন” শুধুই একটা ডাইভার্শনের সুযোগ তৈরি করল। এর বাইরে যা বলসি তা কোর্টে, পাবলিকে, আখেরাতে সর্বত্র ডিফেন্ড করতে প্রস্তুত। কিন্তু ফেসবুকে আর না। মামলা দিলে মামলা দেন, নাটক কইরেন না। পরবর্তীতে আমারে বোমা মারলেও আর ফেসবুক প্রতিক্রিয়া পাবেন না। ধন্যবাদ।’
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসুর নামে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) যুবাইর বিন নেছারী নামের এক শিক্ষার্থী এ জিডি করেন।
এর আগে বিকেলে মেঘমল্লার বসুর ‘লাল সন্ত্রাস’ নিয়ে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র কর মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন করে অনতিবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান নেছারীসহ একদল শিক্ষার্থী।
শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, মেঘমল্লার বসু নামে ছাত্র ইউনিয়নের ঢাবি সভাপতির নামে একটা জিডি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
গত শুক্রবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে মেঘমল্লার বসু ‘দ্য অনলি অপশন ইজ রেড টেরর’ (একমাত্র পথ লাল সন্ত্রাস) শীর্ষক ইংরেজিতে একটি স্ট্যাটাস দেন। রাত সোয়া ১২টার দিকে তাঁকে গ্রেপ্তারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করে। ২৪ ঘণ্টার মধ্যে মেঘমল্লার বসুকে গ্রেপ্তারের আলটিমেটাম দেন তাঁরা।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার, বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ, এ বি জোবায়ের প্রমুখ বক্তব্য দেন।
সমাবেশ শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পাশে হাকিম চত্বর এলাকায় সিরাজ সিকদারের গ্রাফিতিতে জুতা নিক্ষেপ ও গ্রাফিতি মুছে ফেলেন।
এদিকে শনিবার দুপুরে আরেক পোস্টে মেঘমল্লার বসু উল্লেখ করেন, ‘আমি ঐকান্তিকভাবে আমার কমরেডদের কাছে ক্ষমাপ্রার্থী। আপনারা মাঠে লড়তেসেন আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির জন্য। এমতাবস্থায় আমার “অক্ষম আস্ফালন” শুধুই একটা ডাইভার্শনের সুযোগ তৈরি করল। এর বাইরে যা বলসি তা কোর্টে, পাবলিকে, আখেরাতে সর্বত্র ডিফেন্ড করতে প্রস্তুত। কিন্তু ফেসবুকে আর না। মামলা দিলে মামলা দেন, নাটক কইরেন না। পরবর্তীতে আমারে বোমা মারলেও আর ফেসবুক প্রতিক্রিয়া পাবেন না। ধন্যবাদ।’
রাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
২ মিনিট আগেখুলনায় মেরিন ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন তাঁর সাবেক স্ত্রী জান্নাতী খাতুন মিতুর বিরুদ্ধে নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) খুলনা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন। এর আগে গত রোববার (২৭ এপ্রিল) জান্নাতী খাতুন মিতু তাঁর সাবেক স্বামী মামুনের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে...
১৬ মিনিট আগেরাজধানীর উত্তরায় এসএসসি পরীক্ষা শেষে বাসায় ফেরার সময় রাজধানীর উত্তরায় বিআরটিসির ট্রাকের ধাক্কায় নাঈম (১৭) নামের এক শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক্ষণিকা’ নামের একটি বাস ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন শিক্ষার্থী আহত হলেও তাদের পরিচয় জানা যায়
২ ঘণ্টা আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রারের অপসারণসহ ৪ দফা দাবি ও আন্দোলনরত ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরির প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
২ ঘণ্টা আগে