নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রস্তাবিত গণমাধ্যম কর্মী আইন-২০২১ এ সাংবাদিকদের সরকারের কর্মচারীতে পরিণত করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করে এ আইনটি সংশোধনের দাবি জানিয়েছে জাস্টিস ফর জার্নালিস্ট নামের একটি সংগঠন। আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা করে এ দাবি জানান তাঁরা।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এমন আইন আশা করিনা। এই আইনে সাংবাদিকদের ৩য় শ্রেণির কর্মচারীতে পরিণত করা হয়েছে। এ রকম অসম্মানজনক আইন আমরা মেনে নিতে চাই না। তাঁরা আরও বলেন, আমরা সরকারের অধীনে কাজ করি না। কিন্তু এই আইনটি করেছে যেন আমরা সরকারি কর্মচারীর মতো কাজ করি। যদি এমনটাই হয় তাহলে সরকারি সুযোগ-সুবিধা দেন। তেমনটা তো দিচ্ছেন না।
আইনটির যে খসড়া দেওয়া হয়েছিল তা বদলে ফেলা হয়েছে অভিযোগ করে বক্তারা বলেন, এটি কালো আইনের চেয়েও খারাপ আইনে পরিণত হবে। আমরা যারা সংবাদমাধ্যমে কাজ করি তাঁদের এক ছাদের নিচে নিয়ে আসার জন্য একটা আইন প্রণয়নের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছিলাম। এখন এমন আইন দিয়েছে, না পারছি ফেলতে না পারছি গিলতে।
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সাংবাদিক নেতারা বলেন, একটা চক্রে এই আইনের মাধ্যমে সরকার আর সাংবাদিকদের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। আমরা এই আইনের সংশোধন চাই। তা যদি না হয় তাহলে আমরা এই আইন প্রত্যাখ্যান করছি।
প্রতিবাদ সভায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাংবাদিক নেতা আশারাফুল ইসলাম আশরাফ, খাইরুল আলম, সাইফ আলি, রহমান মুক্তাদির, জাহাঙ্গীর খান বাবুসহ অন্যান্য সাংবাদিক নেতারা বক্তব্য রাখেন।
প্রস্তাবিত গণমাধ্যম কর্মী আইন-২০২১ এ সাংবাদিকদের সরকারের কর্মচারীতে পরিণত করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করে এ আইনটি সংশোধনের দাবি জানিয়েছে জাস্টিস ফর জার্নালিস্ট নামের একটি সংগঠন। আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা করে এ দাবি জানান তাঁরা।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এমন আইন আশা করিনা। এই আইনে সাংবাদিকদের ৩য় শ্রেণির কর্মচারীতে পরিণত করা হয়েছে। এ রকম অসম্মানজনক আইন আমরা মেনে নিতে চাই না। তাঁরা আরও বলেন, আমরা সরকারের অধীনে কাজ করি না। কিন্তু এই আইনটি করেছে যেন আমরা সরকারি কর্মচারীর মতো কাজ করি। যদি এমনটাই হয় তাহলে সরকারি সুযোগ-সুবিধা দেন। তেমনটা তো দিচ্ছেন না।
আইনটির যে খসড়া দেওয়া হয়েছিল তা বদলে ফেলা হয়েছে অভিযোগ করে বক্তারা বলেন, এটি কালো আইনের চেয়েও খারাপ আইনে পরিণত হবে। আমরা যারা সংবাদমাধ্যমে কাজ করি তাঁদের এক ছাদের নিচে নিয়ে আসার জন্য একটা আইন প্রণয়নের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছিলাম। এখন এমন আইন দিয়েছে, না পারছি ফেলতে না পারছি গিলতে।
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সাংবাদিক নেতারা বলেন, একটা চক্রে এই আইনের মাধ্যমে সরকার আর সাংবাদিকদের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। আমরা এই আইনের সংশোধন চাই। তা যদি না হয় তাহলে আমরা এই আইন প্রত্যাখ্যান করছি।
প্রতিবাদ সভায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাংবাদিক নেতা আশারাফুল ইসলাম আশরাফ, খাইরুল আলম, সাইফ আলি, রহমান মুক্তাদির, জাহাঙ্গীর খান বাবুসহ অন্যান্য সাংবাদিক নেতারা বক্তব্য রাখেন।
আজ ২০ আগস্ট বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৫৪ তম মৃত্যুবার্ষিকী। মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাঁকে দেশের সর্বোচ্চ সামরিক খেতাব ‘বীরশ্রেষ্ঠ’ উপাধিতে ভূষিত করে।
২৮ মিনিট আগেএক সময়ে পথে পথে ছুটে চলা ‘লেইস ফিতা ফেরিওয়ালারা’ আজ হারিয়ে যেতে বসেছে। শহর ও গ্রামের রাস্তায় রাস্তায় বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে নারীদের শখের সাজসজ্জার জিনিস বিক্রি করতে এখন আর দেখা যায় না। আধুনিকতার ছোঁয়ায় আজ তা বিলুপ্তির পথে।
৩৯ মিনিট আগেচাঁদপুর শহরের একমাত্র বাইপাস সড়ক হচ্ছে ‘চাঁদপুর-ফরিদগঞ্জ বাইপাস সড়ক’। শহরের যানজট নিরসনে দেড় কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি ব্যবহার হলেও দীর্ঘ দিন সংস্কার না করায় এখন মরণ ফাঁদে ফরিণত হয়েছে। সড়কজুড়ে গর্ত সৃষ্টি হয়ে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। ফলে চরম ভোগান্তি পোহাচ্ছেন এলাকাবাসী।
১ ঘণ্টা আগেরংপুরের পীরগাছায় ঘাঘট নদীতে ডুবে গিয়ে নিখোঁজ হওয়ার প্রায় ১৩ ঘণ্টা পর ভেসে উঠেছে শিশু নাজিমের (৭) মরদেহ। আজ বুধবার (২০ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে ডুবে যাওয়ার ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে তার মরদেহ ভেসে ওঠে।
২ ঘণ্টা আগে