নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা পৃথক দুই মামলার একটি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী খাদিজাতুল কুবরাকে অব্যাহতি দেওয়া হয়েছে। আরেক মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য ২৯ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।
আজ রোববার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এক মামলায় খাদিজাকে অব্যাহতি দিয়ে আরেক মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন।
ট্রাইব্যুনালের বিশেষ পিপি নজরুল ইসলাম শামীম ছুটিতে থাকায় তিনি অব্যাহতির বিষয়টি জানেন না বলে জানান। তবে তিনি শুনেছেন বলে জানান।
দুই মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। খাদিজাকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন তাঁর আইনজীবী। শুনানি শেষে কলাবাগান থানায় দায়ের করা মামলা থেকে খাদিজাকে অব্যাহতি দেওয়া হয়। অন্যদিকে নিউমার্কেট থানায় দায়ের করা মামলার শুনানির নতুন তারিখ ধার্য করেন।
অনলাইনে সরকারবিরোধী বক্তব্য প্রচার এবং বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে ২০২০ সালের অক্টোবরে খাদিজাতুল কুবরা এবং অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে কলাবাগান ও নিউমার্কেট থানায় পৃথক দুটি মামলা করে পুলিশ।
একটি মামলার বাদী নিউমার্কেট থানার এসআই খাইরুল ইসলাম এবং অন্যটির কলাবাগান থানার এসআই আরিফ হোসেন। দুই বাদীই দায়িত্ব পালনকালে মোবাইল ফোনে ইউটিউবে ঘুরতে ঘুরতে খাদিজাতুল কুবরা ও মেজর (অব.) দেলোয়ার হোসেনের ভিডিও দেখতে পান। তারপর দুজনই নিজ নিজ থানায় বাদী হয়ে মামলা করেন।
দীর্ঘ প্রায় ১৫ মাস কারাভোগের পর গত ২০ নভেম্বর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। ট্রাইব্যুনালে হাজির ছিলেন খাদিজাতুল কুবরা।
উল্লেখ্য, অপর আসামি মেজর (অব.) দেলোয়ার হোসেনকেও কলাবাগান থানার মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নিউমার্কেট থানার মামলায়ও দুজনই আসামি। দেলোয়ার হোসেন পলাতক রয়েছেন।
ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা পৃথক দুই মামলার একটি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী খাদিজাতুল কুবরাকে অব্যাহতি দেওয়া হয়েছে। আরেক মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য ২৯ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।
আজ রোববার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এক মামলায় খাদিজাকে অব্যাহতি দিয়ে আরেক মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন।
ট্রাইব্যুনালের বিশেষ পিপি নজরুল ইসলাম শামীম ছুটিতে থাকায় তিনি অব্যাহতির বিষয়টি জানেন না বলে জানান। তবে তিনি শুনেছেন বলে জানান।
দুই মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। খাদিজাকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন তাঁর আইনজীবী। শুনানি শেষে কলাবাগান থানায় দায়ের করা মামলা থেকে খাদিজাকে অব্যাহতি দেওয়া হয়। অন্যদিকে নিউমার্কেট থানায় দায়ের করা মামলার শুনানির নতুন তারিখ ধার্য করেন।
অনলাইনে সরকারবিরোধী বক্তব্য প্রচার এবং বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে ২০২০ সালের অক্টোবরে খাদিজাতুল কুবরা এবং অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে কলাবাগান ও নিউমার্কেট থানায় পৃথক দুটি মামলা করে পুলিশ।
একটি মামলার বাদী নিউমার্কেট থানার এসআই খাইরুল ইসলাম এবং অন্যটির কলাবাগান থানার এসআই আরিফ হোসেন। দুই বাদীই দায়িত্ব পালনকালে মোবাইল ফোনে ইউটিউবে ঘুরতে ঘুরতে খাদিজাতুল কুবরা ও মেজর (অব.) দেলোয়ার হোসেনের ভিডিও দেখতে পান। তারপর দুজনই নিজ নিজ থানায় বাদী হয়ে মামলা করেন।
দীর্ঘ প্রায় ১৫ মাস কারাভোগের পর গত ২০ নভেম্বর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। ট্রাইব্যুনালে হাজির ছিলেন খাদিজাতুল কুবরা।
উল্লেখ্য, অপর আসামি মেজর (অব.) দেলোয়ার হোসেনকেও কলাবাগান থানার মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নিউমার্কেট থানার মামলায়ও দুজনই আসামি। দেলোয়ার হোসেন পলাতক রয়েছেন।
ঢাকা মহানগরের জন্য প্রণীত বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) সংশোধনের খসড়া চূড়ান্ত হয়েছে। সম্প্রতি গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রস্তুত খসড়াটি উপদেষ্টা পরিষদে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সব ঠিক থাকলে এক মাসের মধ্যেই গেজেট প্রকাশ করা হবে।
১ সেকেন্ড আগেরনির বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নে। তিনি ওই ইউনিয়নের বৃহত্তর রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃত মহিউদ্দিন আহমেদ সেলিমের ছোট ছেলে।
৬ মিনিট আগেগাইবান্ধা আদালতে দুই সন্তানের জনককে শিশু পরিচয়ে ভুয়া জন্মসনদ দেখিয়ে জামিনে মুক্ত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আদালতের নথি জালিয়াতি, আসামির পরিচয় পরিবর্তন এবং শিশু আদালতকে ভুল পথে পরিচালিত করার অভিযোগ উঠেছে। মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৫ জুলাই সেনাবাহিনীর অভিযানে গোবিন্দগঞ্জ উপজেলার তালুক কান
৬ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক প্রথম বর্ষের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) ক্লাস আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক
১৯ মিনিট আগে