নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির নয়াপল্টনের কার্যালয়ের সামনের সড়কের দুই পাশের ব্যারিকেড তুলে নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে সড়কটি ছেড়ে দেয় পুলিশ। এরপর যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে বিএনপির কার্যালয়ের প্রধান ফটকে কড়া পুলিশ পাহারা বসানো হয়েছে। সড়ক ছেড়ে দেওয়ার পর পল্টন ছাত্রলীগ ও যুবলীগ একটি বিক্ষোভ মিছিল করেছে, তবে তাদের পুলিশ কোনো বাধা দেয়নি।
সরেজমিনে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে দেখা যায়, কাকরাইল নাইটিঙ্গেল মোড় ও ডলফিন মোড় থেকে ব্যারিকেড তুলে নেয় পুলিশ। এরপর যানচলাচল স্বাভাবিক হয়। রাস্তা খুলে দেওয়ার পর আওয়ামী লীগ ও দলটির অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা জামাত ও বিএনপির বিরুদ্ধে স্লোগান দিয়ে মিছিল করেছে। তবে বিএনপি কার্যালয় ও তার আশপাশের পুলিশ মোতায়েন আছে আগের মতোই।
ডিএমপির মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম সড়ক খুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে সড়কের মুখে ও বিএনপি কার্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। সেখানে সন্দেহভাজনদের তল্লাশি করা হবে।
সড়কটি খুলে দেওয়ার প্রায় আধা ঘণ্টা পর দখলে নেয় আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা। সন্ধ্যা ৫টা থেকে নয়াপল্টন রোডসহ আশপাশ এলাকাগুলোতে বিক্ষোভ মিছিল করে তারা ৷ বিক্ষোভ মিছিলে জামায়াত-শিবির ও বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে করে হুঁশিয়ারি স্লোগান দিতে থাকেন আওয়ামী লীগ কর্মীরা।
গতকাল বুধবার পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীর সঙ্গে সংঘর্ষের পর বন্ধ করে দেওয়া হয় পল্টন নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুলের রাস্তাটির দুপাশ। আজ বৃহস্পতিবার সকাল থেকেও রাস্তাটি ব্যারিকেড দিয়ে বন্ধ করে এলাকা নিয়ন্ত্রণে রাখেন আইন শৃঙ্খলা বাহিনী। এর মাঝে সকাল থেকে বিএনপির বিভিন্ন কর্মীরা এসে কয়েক দফা ভিড় জমিয়ে বিক্ষোভ শুরু করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে তাড়িয়ে দেয় ৷ দুপুর দুইটা পর্যন্ত এসব বিক্ষোভকারীদের তিনজনকে পুলিশ হেফাজতে নিতে দেখা গেছে।
বিএনপির নয়াপল্টনের কার্যালয়ের সামনের সড়কের দুই পাশের ব্যারিকেড তুলে নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে সড়কটি ছেড়ে দেয় পুলিশ। এরপর যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে বিএনপির কার্যালয়ের প্রধান ফটকে কড়া পুলিশ পাহারা বসানো হয়েছে। সড়ক ছেড়ে দেওয়ার পর পল্টন ছাত্রলীগ ও যুবলীগ একটি বিক্ষোভ মিছিল করেছে, তবে তাদের পুলিশ কোনো বাধা দেয়নি।
সরেজমিনে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে দেখা যায়, কাকরাইল নাইটিঙ্গেল মোড় ও ডলফিন মোড় থেকে ব্যারিকেড তুলে নেয় পুলিশ। এরপর যানচলাচল স্বাভাবিক হয়। রাস্তা খুলে দেওয়ার পর আওয়ামী লীগ ও দলটির অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা জামাত ও বিএনপির বিরুদ্ধে স্লোগান দিয়ে মিছিল করেছে। তবে বিএনপি কার্যালয় ও তার আশপাশের পুলিশ মোতায়েন আছে আগের মতোই।
ডিএমপির মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম সড়ক খুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে সড়কের মুখে ও বিএনপি কার্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। সেখানে সন্দেহভাজনদের তল্লাশি করা হবে।
সড়কটি খুলে দেওয়ার প্রায় আধা ঘণ্টা পর দখলে নেয় আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা। সন্ধ্যা ৫টা থেকে নয়াপল্টন রোডসহ আশপাশ এলাকাগুলোতে বিক্ষোভ মিছিল করে তারা ৷ বিক্ষোভ মিছিলে জামায়াত-শিবির ও বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে করে হুঁশিয়ারি স্লোগান দিতে থাকেন আওয়ামী লীগ কর্মীরা।
গতকাল বুধবার পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীর সঙ্গে সংঘর্ষের পর বন্ধ করে দেওয়া হয় পল্টন নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুলের রাস্তাটির দুপাশ। আজ বৃহস্পতিবার সকাল থেকেও রাস্তাটি ব্যারিকেড দিয়ে বন্ধ করে এলাকা নিয়ন্ত্রণে রাখেন আইন শৃঙ্খলা বাহিনী। এর মাঝে সকাল থেকে বিএনপির বিভিন্ন কর্মীরা এসে কয়েক দফা ভিড় জমিয়ে বিক্ষোভ শুরু করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে তাড়িয়ে দেয় ৷ দুপুর দুইটা পর্যন্ত এসব বিক্ষোভকারীদের তিনজনকে পুলিশ হেফাজতে নিতে দেখা গেছে।
রাজধানীর উত্তরা থেকে বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরার ৭ নম্বর সেক্টরের সাঙ্গাম মোড় এলাকা থেকে মঙ্গলবার (১২ আগস্ট) রাত পৌনে ১২টায় তাঁকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া নজরুল ইসলাম সওদাগর জামালপুরের পৌর যুবলীগের আহ্বায়ক বলেও জানা গেছে।
৩ ঘণ্টা আগেচট্টগ্রামের বাকলিয়ায় চাঁদা না দেওয়ায় এক চিকিৎসককে মেরে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। ঘটনার পর একটি ভবনের ভেতর রক্তাক্ত অবস্থায় অবরুদ্ধ থাকা ওই চিকিৎসক ফেসবুক লাইভে এসে বিষয়টি জানালে পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
৩ ঘণ্টা আগেগোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে হামলা-সংঘর্ষে পাঁচজনের নিহতের ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি কাজ শুরু করেছে। আজ মঙ্গলবার তদন্ত কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বীর মুক্তিযোদ্ধা ড. মো. আবু তারিকের নেতৃত্বে তদন্ত কমিটির সদস্যরা তদন্তকাজ শুরু করেছেন।
৩ ঘণ্টা আগেচট্টগ্রামের ফটিকছড়িতে স্কুলে ঢুকে এক শিক্ষককে পেটানোর অভিযোগ পাওয়া গেছে এক আওয়ামী লীগ নেতার ভাতিজার বিরুদ্ধে। আজ মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ৩টার দিকে উপজেলার পাইন্দং ইউপির হাইদ চকিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় প্রধান শিক্ষক সুনব বড়ুয়া বাধা দিতে গেলে তাঁকেও আঘাত করেন ওই ব্যক্তি।
৩ ঘণ্টা আগে