Ajker Patrika

বুয়েটের কোয়ার্টারে শিক্ষার্থীর আত্মহত্যা

ঢামেক প্রতিনিধি
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৯: ০৪
বুয়েটের কোয়ার্টারে শিক্ষার্থীর আত্মহত্যা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কোয়ার্টারের একটি বাসায় তানিম সুবাইতা (১৭) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ সোমবার বিকেল ৪টার দিকে ওই শিক্ষার্থীকে স্বজনেরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

হাসপাতালে ওই শিক্ষার্থীর মা মালিহা পারভীন জানান, তাঁরা বুয়েট কোয়ার্টারের একটি বাসার তিনতলায় থাকে। সুবাইতার বাবা মো. সজিবুর রহমান বুয়েটের ডেপুটি কন্ট্রোলার প্রধান। তিনি নিজে শাহ আলী মহিলা কলেজের শিক্ষিকা। মেয়ে সুবাইতা বুয়েট ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছিল। তার বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ স্কুল অ্যান্ড কলেজে ভর্তির হওয়ার কথা ছিল। 

মালিহা পারভীন আরও জানান, সকালে সুবাইতা ও তাঁর বড় ভাই তানিম রহমানকে বাসায় রেখে কলেজে চলে যান। বাবাও অফিসে যান। বেলা ৩টার দিকে কলেজ থেকে বাসায় ফিরে দেখেন সুবাইতা নিজ রুমের দরজা বন্ধ করে রেখেছে। অনেক ডাকাডাকির পরও দরজা খুলছে না। পরে দরজা ভেঙে ভেতরে দেখতে পায় সুবাইতা ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলে আছে। দ্রুত তাকে নামিয়ে হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ষোষণা করে।

মালিহা পারভীন জানান, দুপুরে বড় ভাইয়ের সঙ্গে ঝগড়া হয়েছিল সুবাইতার। পরে নিজ রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, বুয়েট এলাকা থেকে ওই শিক্ষার্থীর স্বজনেরা তাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি চকবাজার থানা-পুলিশকে জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত