Ajker Patrika

সাভারে ইটভাটা থেকে নিখোঁজ তরুণের লাশ উদ্ধার, গলায় আঘাতের চিহ্ন

নিজস্ব প্রতিবেদক, সাভার
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঢাকার সাভারে দেলোয়ার হোসেন (১৯) নামে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ । তেঁতুলঝোরা ইউনিয়নের উত্তর মেইটকা এলাকার একটি ইটভাটা থেকে গতকাল সোমবার রাতে তাঁর লাশ উদ্ধার করা হয়। তরুণের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দেলোয়ার হোসেন পরিবারের সঙ্গে তেঁতুলঝোরা ইউনিয়নের ঝাউচর এলাকায় থেকে রিকশাভ্যান চলাতেন । তাঁর বাবার নাম নূর নবী। গ্রামের বাড়ি নোয়াখালীর মাইজদী থানার চরকল্লা গ্রামে।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গত বৃহস্পতিবার থেকে দেলোয়ার হোসেন নিখোঁজ ছিলেন। স্থানীয়রা গতকাল সোমবার সন্ধ্যায় মেইটকা এলাকার এবিএম ইটভাটার উত্তর পাশের প্রাচীরের ভেতরে তাঁর লাশ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।’

ওসি মোহাম্মদ জুয়েল মিয়া আরও বলেন, ‘দেলোয়ার হোসেনের গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে তাঁকে হত্যার পর লাশ ইটভাটায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত