Ajker Patrika

‘লংমার্চ টু যমুনা’য় পুলিশের বাধা, ২৫ জবি শিক্ষার্থী আহত হয়ে ঢামেকে

ঢামেক প্রতিবেদকজবি প্রতিনিধি 
আপডেট : ১৪ মে ২০২৫, ১৫: ৩৪
জবিশিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ। ছবি: আজকের পত্রিকা।
জবিশিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ। ছবি: আজকের পত্রিকা।

৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত ও বাজেট বৃদ্ধিসহ ৩ দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে ‘লংমার্চ টু যমুনা’ কর্মসূচি পালনকালে পুলিশের লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপের ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৫ শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন।

আজ বুধবার (১৪ মে) দুপুরে তাঁরা আহতাবস্থায় হাসপাতালে যান। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, প্রায় ২৫ জন শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে এসেছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। জরুরি বিভাগে তাঁদের চিকিৎসা চলছে।

জবিশিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ। ছবি: আজকের পত্রিকা।
জবিশিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ। ছবি: আজকের পত্রিকা।

আহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে—রেদোয়ান (২৪), আসিফ (২০), রহমান (২২), শাকিব (২১), আরিফ (২২), রফিক (২৫), শফিক (২৪), ওমর ফারুক জীলন (২৪), মুজাহিদ বাপ্পী (২৪), মো. জিহাদ (২১), নাহিদ হাসান (২৩), মীর মো. রায়হান (২৩), জিহাদ (২১), আবু বক্কার (২১), নিউটন ইসলাম রিপন (২০), ফারুক হোসেন (২৩) ও দ্বীন মোহাম্মদ (২৩)।

আহত ছাত্ররা জানান, জবি থেকে পদযাত্রা নিয়ে কাকরাইল এলাকায় পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়েন তাঁরা। এ সময় পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে প্রায় অর্ধশত শিক্ষার্থী আহত হন।

জবিশিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ। ছবি: আজকের পত্রিকা।
জবিশিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ। ছবি: আজকের পত্রিকা।

দুপুর সাড়ে ১২টার দিকে ‘লংমার্চ টু যমুনা’ কাকরাইল মসজিদের সামনে গেলে বাধা দেয় পুলিশ। একপর্যায়ে পুলিশ লংমার্চে অংশগ্রহণকারীদের লাঠিপেটা শুরু করে। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে মৎস্য ভবন মোড়ের দিকে চলে যান।

লংমার্চে অংশ নেওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, এই ঘটনায় তাঁদের অনেকে আহত হয়েছেন। আহতদের মধ্যে শিক্ষক-শিক্ষার্থী ও ক্যাম্পাসের সাংবাদিকেরাও রয়েছেন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জবিশিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ। ছবি: আজকের পত্রিকা।
জবিশিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ। ছবি: আজকের পত্রিকা।

এর আগে বেলা সাড়ে ১১টায় ক্যাম্পাস থেকে ‘লংমার্চ টু যমুনা’ কর্মসূচি শুরু করেন জবি শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার (১৩ মে) তিন দফা দাবি আদায়ে বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত ‘জুলাই ঐক্য’ সংগঠনের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত