Ajker Patrika

আশুলিয়া-ঢাকা মহাসড়কে চাঁপাইনবাবগঞ্জ ছাত্রদলের সদস্যসচিবসহ আটক ৩১

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ১৮: ৪০
আশুলিয়া-ঢাকা মহাসড়কে চাঁপাইনবাবগঞ্জ ছাত্রদলের সদস্যসচিবসহ আটক ৩১

বিএনপির মহাসমাবেশে যাওয়ার পথে রাজধানীর তুরাগে বাস থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলার ছাত্রদলের সদস্যসচিব সাদ্দাম হোসেনসহ ৩১ জনকে আটক করেছে পুলিশ। 

আজ শনিবার ভোর পৌনে ৪টার দিকে আশুলিয়া-ঢাকা মহাসড়কের তুরাগের ধউর চেকপোস্টে তাঁদের আটক করা হয়। 

বাসে থাকা বিএনপির নেতা-কর্মীরা আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বিএনপির সমাবেশকে সফল করার জন্য যাচ্ছিলাম। আমরা ৩১ জন আছি। চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ রফিকুল ইসলাম এবং সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়েদ ফারহানের নেতৃত্বে বিএনপির সমাবেশে যাচ্ছিলাম। তারা অন্য একটি গাড়িতে করে চলে গেছে।’ 

তাঁরা বলেন, ‘গাড়িতে নেতৃত্ব দিচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য বুলবুল ও ছাত্রদলের সদস্যসচিব সাদ্দাম হোসেন। আমরা এখানে সবাই কর্মী। যাঁরা লিডার ছিলেন তাঁরা সবাই চলে গেছেন।’ 

চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সদস্যসচিব সাদ্দাম হোসেন আজকে পত্রিকাকে বলেন, ‘পুলিশ বলছে, আমাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু আমরা তো বুঝি, থানায় নিয়ে যাওয়া মানে গ্রেপ্তার।’ 

সাদ্দাম হোসেন আরও বলেন, ‘আমরা পুলিশকে বললাম আমাদের এখানে চেক করেন, যদি কিছু পান সে ক্ষেত্রে আমাদের থানায় নিয়ে যান। অন্যথায় আপনারা (পুলিশ) অবৈধভাবে বাধা দিচ্ছেন। যেহেতু আমাদের প্রশাসন অনুমতি দিয়েছে, সেহেতু আপনারা এটি করতে পারেন না।’ 

নাম প্রকাশে অনিচ্ছুক তুরাগ থানার একজন পুলিশ কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘পায়ে হেঁটে তিনজন বিএনপির নেতা-কর্মী পল্টনের দিকে যাচ্ছিলেন। সন্দেহ হলে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন তাঁরা আওয়ামী লীগের কর্মী বলে জানান। কিন্তু পরে তাঁদের মোবাইল ফোন চেক করা হলে জানা যায়, তাঁরা বিএনপির লোকজন। পরে তাঁদের আটক করে থানায় পাঠানো হয়।’

ঘটনাস্থলে থাকা উত্তরা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) জ্যোতির্ময় সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আমাদের নিয়মিত চেকপোস্ট কার্যক্রম চালাচ্ছি। আটক নেতা-কর্মীদের তুরাগ থানায় নিয়ে যাওয়া হচ্ছে।’ 

উত্তরায় মোট কতজনকে আটক করা হয়েছে এবং কয়টা পয়েন্টে চেকপোস্ট চলছে—এমন প্রশ্নের জবাবে এসি জ্যোতির্ময় সাহা বলেন, ‘এ বিষয়ে আমি বলতে পারব না। সিনিয়র স্যারদের সঙ্গে কথা বলতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত