Ajker Patrika

জুলাই আন্দোলন: হাসপাতালের দরজা খোলেনি নিরাপত্তাকর্মীরা, সিঁড়িতেই ইসমাইলের মৃত্যু

অনলাইন ডেস্ক
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ০০: ০৯
রামপুরার ডেল্টা হেলথকেয়ার হাসপাতালের সিঁড়িতে পড়ে থাকা রিকশাচালক ইসমাইল আলী। ছবি: সংগৃহীত
রামপুরার ডেল্টা হেলথকেয়ার হাসপাতালের সিঁড়িতে পড়ে থাকা রিকশাচালক ইসমাইল আলী। ছবি: সংগৃহীত

জুলাই গণ-আন্দোলনের সময় রাজধানীর রামপুরার ডেল্টা হেলথকেয়ার হাসপাতালের সামনে পুলিশের গুলিতে আহত হয়ে পড়ে ছিলেন রিকশাচালক ইসমাইল আলী। হামাগুড়ি দিয়ে নিজের জীবন বাঁচানোর জন্য সাহায্যের আকুতি জানান তিনি। কিন্তু হাসপাতালের নিরাপত্তাকর্মীরা দরজা খোলেননি। চিকিৎসাও দেননি। পরে অতিরিক্ত রক্তক্ষরণে সিঁড়ির ওপরেই প্রাণ হারান ইসমাইল।

ইসমাইলের সাহায্যের আকুতি জানানো সেই ছবি ক্যামেরাবন্দী করেছিলেন এক ফটোসাংবাদিক। প্রায় ৬ মাস পর সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সহমর্মিতা জানিয়ে সেই ছবি শেয়ার করেন অনেকে। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের নজরে আসার পর গতকাল বিকেলে ডেল্টা হাসপাতালে অভিযান চালিয়ে সে সময় দায়িত্বপালন করা একজন চিকিৎসকসহ পাঁচজনকে আটক করে হাতিরঝিল থানা-পুলিশ। হাতিরঝিল থানা-পুলিশের এসআই মো. তারেক বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক পাঁচজন। ছবি: সংগৃহীত
আটক পাঁচজন। ছবি: সংগৃহীত

থানা-পুলিশ সূত্র বলছে, ইসমাইল আলীর চিকিৎসা অবহেলাজনিত মৃত্যুর কারণেই তাঁদের আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, হাসপাতাল কর্তৃপক্ষের না চাওয়ার কারণেই সেদিন নিরাপত্তাকর্মীরা ইসমাইলকে সাহায্য করতে পারেননি। তাঁদের নামে মামলা করার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত