অর্চি হক, ঢাকা
মানুষের কাছে পরিচিত ‘চিলড্রেন পার্ক’ নামে। তবে রাজধানীর মিরপুর ১ নম্বরের এ ব্লকের এই পার্কে শিশুদের খেলার কোনো উপকরণ নেই। ফাঁকা মাঠ। সেই মাঠের একাংশে ঢাকা ওয়াসার মডস জোন-৪-এর একটি পানির পাম্পস্টেশন। পাম্পটি বসেছে ২০০৯ সালের পর।
ওই এলাকার বাসিন্দা ওমর ফারুক বলেন, ছোটবেলায় ওই মাঠে খেলেছেন। এখনো যান। ১৩-১৪ বছর আগে সেখানে ওয়াসার পাম্প করায় মাঠের জায়গা কমে গেছে।
রাজধানীর খেলার মাঠ, উদ্যান দখলমুক্ত রাখতে দীর্ঘদিন ধরে কাজ করা স্থপতি ইকবাল হাবিব জানান, রাজধানীর ৭০-৭৫ শতাংশ মাঠেই ওয়াসার পাম্প বসেছে বা বসানো হচ্ছে। ফলে সংকুচিত হয়ে পড়ছে মাঠ। নব্বইয়ের দশক থেকে উন্মুক্ত স্থানে ওয়াসার পাম্প বসানো শুরু হয়। এখন নগরজুড়ে তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
নগর-পরিকল্পনাবিদ ও পরিবেশবাদীরা বলছেন, নগরবাসীকে বিশুদ্ধ পানি সরবরাহ করতে পাম্প নির্মাণ করা প্রয়োজন। তবে মাঠ বা পার্কের জায়গায় এমন স্থাপনা নাগরিক অধিকারে আঘাতের শামিল। তাই পাম্পের স্থান নির্বাচনে আরও গভীর চিন্তাভাবনা প্রয়োজন।
ঢাকা ওয়াসার তথ্য অনুযায়ী, রাজধানীতে বর্তমানে তাদের ৯৮০টি পাম্পস্টেশন রয়েছে। একেকটি স্টেশনের জন্য দেড় থেকে দুই কাঠা জায়গা নেওয়া হয়। সেখানে পাম্প রুম ছাড়াও একটি অবকাঠামো নির্মাণ করে অপারেটরদের আবাসনের ব্যবস্থা করা হয়। কেউ জায়গা না দেওয়ায় বাধ্য হয়েই মাঠ ও পার্কের জায়গায় পাম্প করা হচ্ছে।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) তথ্যমতে, ঢাকার দুই সিটি করপোরেশনের আয়তন ৩০৫ দশমিক ৪৭ বর্গকিলোমিটার। আয়তন বিবেচনায় এখানে খেলার মাঠ দরকার অন্তত ৬১০টি, অথচ রয়েছে মাত্র ২৩৫টি। তবে এগুলোও সম্পূর্ণ ব্যবহারের উপযোগী নয়।
পরিবেশবাদী সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে পার্ক বা উদ্যান ২৭টি। এগুলোর মধ্যে ৬টি পার্ক বাণিজ্যিক উদ্দেশ্যে ইজারা দেওয়া। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৪টি ওয়ার্ডে পার্ক রয়েছে ২৩টি। এগুলোর বেশির ভাগেই নেই সর্বসাধারণের প্রবেশাধিকার।
মাঠের সংকটের এই নগরে যে কয়েকটি মাঠ রয়েছে, সেগুলোর কিছু কিছু সংকুচিত হয়েছে ওয়াসার পাম্পে। মোহাম্মদপুরের বাঁশবাড়ি সোনালী সংঘ খেলার মাঠেও স্থাপিত হয়েছে ওয়াসার পাম্পস্টেশন। ওই মাঠে ছেলেকে খেলাতে নিয়ে আসা গৃহবধূ তাসলিমা ইসলাম বলেন, এই মাঠ এমনিতেই বেশি বড় নয়। পাম্প করে জায়গা আরও কমে গেছে।
নগরে ওয়াসার স্টেশনের জন্য যে জায়গা দরকার, পরিকল্পনার মাধ্যমে রাষ্ট্র সেই ব্যবস্থা রাখতে পারেনি। সেই ব্যর্থতা ঢাকতে পার্ক ও মাঠের জায়গাগুলোতে স্টেশন করছে। আদিল মুহাম্মদ খান, সভাপতি, বিআইপি
মোহাম্মদপুরের পাম্পস্টেশনগুলো ওয়াসার মডস জোন-৩-এর অধীনে। এই জোনে ১১৩টি পাম্পস্টেশন রয়েছে। জোনের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত সাহা আজকের পত্রিকাকে বলেন, সরকারি জায়গায় জনস্বার্থেই পাম্পগুলো করতে হয়। যেহেতু জায়গা পাওয়া যায় না, তাই যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই খেলার মাঠ বা পার্কে এগুলো করা হয়েছে।
খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০ অনুযায়ী পার্ক হিসেবে চিহ্নিত জায়গার শ্রেণি পরিবর্তন করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ। অথচ সিটি করপোরেশন মাঠ, পার্কে ওয়াসার পাম্প বসানোর অনুমতি দিচ্ছে, ওয়াসাও বসাচ্ছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরবান ও রিজিওনাল প্ল্যানিং বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সভাপতি আদিল মুহাম্মদ খান বলেন, নগরে ওয়াসার স্টেশনের জন্য যে জায়গা দরকার, পরিকল্পনার মাধ্যমে রাষ্ট্র সেই ব্যবস্থা রাখতে পারেনি। সেই ব্যর্থতা ঢাকতে পার্ক ও মাঠের জায়গাগুলোতে স্টেশন করছে। এতে রাষ্ট্র নিজে বেআইনি কাজের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে।
জানতে চাইলে ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম সহিদউদ্দিন বলেন, ‘আমরা পাম্প বসানোর জায়গা পাই না। পানির পাম্পের জন্য মানুষ জায়গা দিয়েছে, সেই সংখ্যা খুবই কম। বাধ্য হয়ে আমাদের পার্কে বা মাঠে পাম্প বসাতে হয়।’
মানুষের কাছে পরিচিত ‘চিলড্রেন পার্ক’ নামে। তবে রাজধানীর মিরপুর ১ নম্বরের এ ব্লকের এই পার্কে শিশুদের খেলার কোনো উপকরণ নেই। ফাঁকা মাঠ। সেই মাঠের একাংশে ঢাকা ওয়াসার মডস জোন-৪-এর একটি পানির পাম্পস্টেশন। পাম্পটি বসেছে ২০০৯ সালের পর।
ওই এলাকার বাসিন্দা ওমর ফারুক বলেন, ছোটবেলায় ওই মাঠে খেলেছেন। এখনো যান। ১৩-১৪ বছর আগে সেখানে ওয়াসার পাম্প করায় মাঠের জায়গা কমে গেছে।
রাজধানীর খেলার মাঠ, উদ্যান দখলমুক্ত রাখতে দীর্ঘদিন ধরে কাজ করা স্থপতি ইকবাল হাবিব জানান, রাজধানীর ৭০-৭৫ শতাংশ মাঠেই ওয়াসার পাম্প বসেছে বা বসানো হচ্ছে। ফলে সংকুচিত হয়ে পড়ছে মাঠ। নব্বইয়ের দশক থেকে উন্মুক্ত স্থানে ওয়াসার পাম্প বসানো শুরু হয়। এখন নগরজুড়ে তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
নগর-পরিকল্পনাবিদ ও পরিবেশবাদীরা বলছেন, নগরবাসীকে বিশুদ্ধ পানি সরবরাহ করতে পাম্প নির্মাণ করা প্রয়োজন। তবে মাঠ বা পার্কের জায়গায় এমন স্থাপনা নাগরিক অধিকারে আঘাতের শামিল। তাই পাম্পের স্থান নির্বাচনে আরও গভীর চিন্তাভাবনা প্রয়োজন।
ঢাকা ওয়াসার তথ্য অনুযায়ী, রাজধানীতে বর্তমানে তাদের ৯৮০টি পাম্পস্টেশন রয়েছে। একেকটি স্টেশনের জন্য দেড় থেকে দুই কাঠা জায়গা নেওয়া হয়। সেখানে পাম্প রুম ছাড়াও একটি অবকাঠামো নির্মাণ করে অপারেটরদের আবাসনের ব্যবস্থা করা হয়। কেউ জায়গা না দেওয়ায় বাধ্য হয়েই মাঠ ও পার্কের জায়গায় পাম্প করা হচ্ছে।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) তথ্যমতে, ঢাকার দুই সিটি করপোরেশনের আয়তন ৩০৫ দশমিক ৪৭ বর্গকিলোমিটার। আয়তন বিবেচনায় এখানে খেলার মাঠ দরকার অন্তত ৬১০টি, অথচ রয়েছে মাত্র ২৩৫টি। তবে এগুলোও সম্পূর্ণ ব্যবহারের উপযোগী নয়।
পরিবেশবাদী সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে পার্ক বা উদ্যান ২৭টি। এগুলোর মধ্যে ৬টি পার্ক বাণিজ্যিক উদ্দেশ্যে ইজারা দেওয়া। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৪টি ওয়ার্ডে পার্ক রয়েছে ২৩টি। এগুলোর বেশির ভাগেই নেই সর্বসাধারণের প্রবেশাধিকার।
মাঠের সংকটের এই নগরে যে কয়েকটি মাঠ রয়েছে, সেগুলোর কিছু কিছু সংকুচিত হয়েছে ওয়াসার পাম্পে। মোহাম্মদপুরের বাঁশবাড়ি সোনালী সংঘ খেলার মাঠেও স্থাপিত হয়েছে ওয়াসার পাম্পস্টেশন। ওই মাঠে ছেলেকে খেলাতে নিয়ে আসা গৃহবধূ তাসলিমা ইসলাম বলেন, এই মাঠ এমনিতেই বেশি বড় নয়। পাম্প করে জায়গা আরও কমে গেছে।
নগরে ওয়াসার স্টেশনের জন্য যে জায়গা দরকার, পরিকল্পনার মাধ্যমে রাষ্ট্র সেই ব্যবস্থা রাখতে পারেনি। সেই ব্যর্থতা ঢাকতে পার্ক ও মাঠের জায়গাগুলোতে স্টেশন করছে। আদিল মুহাম্মদ খান, সভাপতি, বিআইপি
মোহাম্মদপুরের পাম্পস্টেশনগুলো ওয়াসার মডস জোন-৩-এর অধীনে। এই জোনে ১১৩টি পাম্পস্টেশন রয়েছে। জোনের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত সাহা আজকের পত্রিকাকে বলেন, সরকারি জায়গায় জনস্বার্থেই পাম্পগুলো করতে হয়। যেহেতু জায়গা পাওয়া যায় না, তাই যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই খেলার মাঠ বা পার্কে এগুলো করা হয়েছে।
খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০ অনুযায়ী পার্ক হিসেবে চিহ্নিত জায়গার শ্রেণি পরিবর্তন করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ। অথচ সিটি করপোরেশন মাঠ, পার্কে ওয়াসার পাম্প বসানোর অনুমতি দিচ্ছে, ওয়াসাও বসাচ্ছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরবান ও রিজিওনাল প্ল্যানিং বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সভাপতি আদিল মুহাম্মদ খান বলেন, নগরে ওয়াসার স্টেশনের জন্য যে জায়গা দরকার, পরিকল্পনার মাধ্যমে রাষ্ট্র সেই ব্যবস্থা রাখতে পারেনি। সেই ব্যর্থতা ঢাকতে পার্ক ও মাঠের জায়গাগুলোতে স্টেশন করছে। এতে রাষ্ট্র নিজে বেআইনি কাজের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে।
জানতে চাইলে ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম সহিদউদ্দিন বলেন, ‘আমরা পাম্প বসানোর জায়গা পাই না। পানির পাম্পের জন্য মানুষ জায়গা দিয়েছে, সেই সংখ্যা খুবই কম। বাধ্য হয়ে আমাদের পার্কে বা মাঠে পাম্প বসাতে হয়।’
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
২ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে