Ajker Patrika

ভিড় বাড়ছে কমলাপুর রেলস্টেশনে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ জুন ২০২৩, ১২: ৩৮
ভিড় বাড়ছে কমলাপুর রেলস্টেশনে

ঈদযাত্রার তৃতীয় দিনে ভিড় বাড়ছে কমলাপুর রেলওয়ে স্টেশনে। প্রথম দুই দিন যাত্রীর চাপ ছিল স্বাভাবিক। অনলাইনে টিকিট কাটা থাকলেও স্ট্যান্ডিং টিকিটের জন্য ভিড় বেড়েছে। তাই সকাল থেকেই ঘরমুখী মানুষের ভিড় দেখা গেছে স্টেশনে। 

এদিকে টিকিটবিহীন যাত্রীদের ক্ষেত্রে এবার কড়াকড়ি থাকায় কোনো যাত্রী বিনা টিকিটে স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারছেন না। আজ সোমবার ঈদযাত্রার তৃতীয় দিনে রাজধানীর কমলাপুরের ঢাকা রেলওয়ে স্টেশনে এ চিত্র দেখা যায়। 

এবারও ঈদযাত্রায় আসনবিহীন বা স্ট্যান্ডিং টিকিট বিক্রি হবে মোট আসনের ২৫ শতাংশ। ঢাকা, ঢাকা ক্যান্টনমেন্ট, বিমানবন্দর ও জয়দেবপুর স্টেশন থেকে এসব টিকিট পাওয়া যাবে। শুধু যাত্রা শুরুর দিন আসনবিহীন টিকিট স্টেশনের কাউন্টার থেকে কেনা যাবে। 

রেলের তথ্য মতে, সোমবার ঈদযাত্রার অন্যদিনের মতো দিনের প্রথম আন্তনগর ধূমকেতু এক্সপ্রেস স্টেশন ছেড়ে গিয়েছে যথাসময়ে। তারপর অন্য ট্রেনগুলোও সঠিক সময়ে স্টেশন ছেড়ে গিয়েছে। 

ধূমকেতু এক্সপ্রেসের যাত্রী মোহাম্মদ আলী বলেন, শুনেছি ঈদযাত্রা স্বস্তির হচ্ছে। স্টেশনে এসেও তাই মনে হয়েছে। ঈদে ট্রেন বিলম্ব করছে না। 

অনলাইনে টিকিট কাটা থাকলেও স্ট্যান্ডিং টিকিটের জন্য ভিড় বেড়েছে। ছবি: আজকের পত্রিকাএবার ঈদযাত্রায় ঢাকা থেকে আন্তনগর ট্রেনে প্রতিদিন প্রায় ২৯ হাজার আসনের টিকিট বিক্রি হবে। আর কমিউটার ও আন্তনগর মিলে প্রায় ৫০ হাজারের অধিক মানুষ ঢাকা ছাড়বেন আজ। 

কমলাপুর রেলওয়ে স্টেশন ব্যবস্থাপক বলেন, সকাল থেকে ১৮টি ট্রেন ছেড়ে গেছে। সবগুলো ট্রেনেই শতভাগ টিকিট বিক্রি হয়েছে। যথাসময়েই প্রায় সবগুলো ট্রেন ছেড়ে গেছে। 

ব্যবস্থাপক বলেন, আন্তনগর ৩৮ জোড়া, মেইল ৬ জোড়া ও কমিউটার ৮ জোড়া ট্রেন ঢাকা থেকে ছেড়ে যাবে। এ ছাড়া ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ২ জোড়া ট্রেন চলাচল করছে। অর্থাৎ মোট ৫৪ জোড়া ট্রেন আজ চলাচল করছে। আজ থেকে ঢাকা স্টেশন থেকে ঢাকা-দেওয়ানগঞ্জ আরও একটি ঈদের স্পেশাল ট্রেন চলাচল করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত