নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২০২৪ সালের ২৭ জুলাই রাজধানীর পল্টন মোড়ে কারফিউ ভেঙে ‘হামার বেটাক মারলু ক্যানে’ শীর্ষক নারীদের যে প্রতিবাদ সমাবেশ হয়েছিল, তার বর্ষপূর্তি স্মরণে এবার শাহবাগে তিন দফা দাবিতে নারী সংগঠনগুলোর পক্ষ থেকে সমাবেশ করা হয়েছে।
আজ সোমবার বিকেল ৫টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেয় বাম নারী সংগঠন, স্বতন্ত্র অধিকারকর্মী এবং প্রগতিশীল ছাত্র সংগঠনের প্রতিনিধিরা।
সমাবেশে অংশগ্রহণকারী নারীরা তিন দফা দাবি উত্থাপন করেন যার মধ্যে রয়েছে: তথ্য আপা প্রকল্পে কর্মরত নারীদের চাকরি দ্রুত রাজস্বখাতে অন্তর্ভুক্ত করা, কল্পনা চাকমা অপহরণ মামলা পুনরায় তদন্তের নির্দেশ ও লে. ফেরদৌসসহ অভিযুক্তদের বিচার। এ ছাড়া সমাবেশে উপস্থিত নারীরা পাহাড় ও সমতলের নারী ধর্ষণ, নিপীড়ন, ও মবসন্ত্রাসের বিচার এবং কারাগারে আটক সব বম নেতাকর্মীদের মুক্তি দাবি করেন।
সমাবেশে নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত বলেন, ‘গত বছরের ২৭ জুলাই নারীরা কারফিউ ভেঙে যে সাহসিকতা দেখিয়েছিল, আমরা সেই ঐতিহাসিক ঘটনার এক বছর পূর্তিতে আবারও দাঁড়িয়েছি। কিন্তু দুঃখের বিষয়, আমরা দেখছি যারা গণ-অভ্যুত্থানের সরকার দাবি করে তারাও পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারের পথই অনুসরণ করছে। নারী নিপীড়ন, ধর্মের নামে সংখ্যালঘু নির্যাতন সবই আবার শুরু হয়েছে।’
তিনি আরও বলেন, ‘মানুষ ভেবেছিল সরকার বদলালে শ্বাস ফেলার জায়গা পাবে। কিন্তু বাস্তবতা হলো; শুধু সরকার বদলেছে, বাস্তবতা বদলায়নি।’
সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট দীপাবলি। তিনি বলেন, ‘আওয়ামী লীগের আমলে যে বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছিল, আমরা ভেবেছিলাম তা এবার বদলাবে। কিন্তু বাস্তবতা হলো; শুধু সরকার গেছে, নীতিগত কিছুই পরিবর্তন হয়নি।’
এ সময় পাহাড়ি আদিবাসী নারী সংগঠন, বাম ছাত্র সংগঠনসহ একাধিক সংগঠনের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করেন।
২০২৪ সালের ২৭ জুলাই রাজধানীর পল্টন মোড়ে কারফিউ ভেঙে ‘হামার বেটাক মারলু ক্যানে’ শীর্ষক নারীদের যে প্রতিবাদ সমাবেশ হয়েছিল, তার বর্ষপূর্তি স্মরণে এবার শাহবাগে তিন দফা দাবিতে নারী সংগঠনগুলোর পক্ষ থেকে সমাবেশ করা হয়েছে।
আজ সোমবার বিকেল ৫টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেয় বাম নারী সংগঠন, স্বতন্ত্র অধিকারকর্মী এবং প্রগতিশীল ছাত্র সংগঠনের প্রতিনিধিরা।
সমাবেশে অংশগ্রহণকারী নারীরা তিন দফা দাবি উত্থাপন করেন যার মধ্যে রয়েছে: তথ্য আপা প্রকল্পে কর্মরত নারীদের চাকরি দ্রুত রাজস্বখাতে অন্তর্ভুক্ত করা, কল্পনা চাকমা অপহরণ মামলা পুনরায় তদন্তের নির্দেশ ও লে. ফেরদৌসসহ অভিযুক্তদের বিচার। এ ছাড়া সমাবেশে উপস্থিত নারীরা পাহাড় ও সমতলের নারী ধর্ষণ, নিপীড়ন, ও মবসন্ত্রাসের বিচার এবং কারাগারে আটক সব বম নেতাকর্মীদের মুক্তি দাবি করেন।
সমাবেশে নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত বলেন, ‘গত বছরের ২৭ জুলাই নারীরা কারফিউ ভেঙে যে সাহসিকতা দেখিয়েছিল, আমরা সেই ঐতিহাসিক ঘটনার এক বছর পূর্তিতে আবারও দাঁড়িয়েছি। কিন্তু দুঃখের বিষয়, আমরা দেখছি যারা গণ-অভ্যুত্থানের সরকার দাবি করে তারাও পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারের পথই অনুসরণ করছে। নারী নিপীড়ন, ধর্মের নামে সংখ্যালঘু নির্যাতন সবই আবার শুরু হয়েছে।’
তিনি আরও বলেন, ‘মানুষ ভেবেছিল সরকার বদলালে শ্বাস ফেলার জায়গা পাবে। কিন্তু বাস্তবতা হলো; শুধু সরকার বদলেছে, বাস্তবতা বদলায়নি।’
সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট দীপাবলি। তিনি বলেন, ‘আওয়ামী লীগের আমলে যে বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছিল, আমরা ভেবেছিলাম তা এবার বদলাবে। কিন্তু বাস্তবতা হলো; শুধু সরকার গেছে, নীতিগত কিছুই পরিবর্তন হয়নি।’
এ সময় পাহাড়ি আদিবাসী নারী সংগঠন, বাম ছাত্র সংগঠনসহ একাধিক সংগঠনের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করেন।
আলমগীর জানান, বাড়ির পাশের কুমড়োর খালের ধারে শূন্যরেখা বরাবর তাঁর একটি মাছের ঘের রয়েছে। অতিবৃষ্টিতে ঘেরটি তলিয়ে যাওয়ায় সোমবার ভোর সাড়ে ৪টার দিকে তিনি ঘেরে নেট দিতে গেলে ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের সদস্যরা ছররা গুলি ছোড়ে। এতে তাঁর মাথা, মুখ, ডান চোখসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে।
৬ মিনিট আগেঅন্তঃসত্ত্বা সাদিয়া দিশেহারা হয়ে গেলেন স্বামীর শেষ স্মৃতি গর্ভের সন্তানের নিরাপত্তার কথা ভেবে। পরিস্থিতি আরও খারাপ হওয়ায় বাবা শাহাব উদ্দিন ওরফে আব্দুর রাজ্জাক এসে তাঁকে নিয়ে গেলেন ঈশ্বরগঞ্জ উপজেলার পুনাইল গ্রামে নিজ বাড়িতে। এমন কঠিন দুঃসময়ে পাশে দাঁড়াননি শ্বশুরবাড়ির লোকজন। পাননি কোনো সান্ত্বনাও।
১০ মিনিট আগেসাংস্কৃতিক সংগঠক ও আওয়ামী লীগ নেতা কামাল পাশা চৌধুরীকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ করেছে তাঁর পরিবার।
৩১ মিনিট আগেশ্রীপুর পৌরসভার চৌরাস্তা এলাকার দুটি গুরুত্বপূর্ণ সড়কের এক কিলোমিটারজুড়ে পিচ উঠে গেছে, বেরিয়ে এসেছে নিচের পাথর। কোথাও কোথাও তৈরি হয়েছে বড় গর্ত, তাতে জমেছে বৃষ্টির পানি। ছোট গাড়ি থেকে শুরু করে কনটেইনারবাহী ট্রাক পর্যন্ত এসব গর্তের ভেতর দিয়ে হেলেধুলে চলাচল করছে। যানজটও লেগে থাকছে দীর্ঘ সময়।
১ ঘণ্টা আগে