নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আলোচিত চিত্রনায়িকা পরীমণি, মডেল পিয়াসা, মরিয়ম মৌ রাজ এবং হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রায় শেষ করেছে পুলিশে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আগামী এক থেকে দেড় মাসের মধ্যে মামলাগুলোর তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হবে।
মঙ্গলবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এ কথা জানিয়েছেন সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমান।
মাহবুবুর রহমান বলেন, 'সম্প্রতি র্যাব পুলিশের করা বেশ কয়েকটি অভিযানে গ্রেপ্তার মডেল নায়িকা বিরুদ্ধে করা ১৫টি মামলার তদন্ত করছে সিআইডি। মামলাগুলো আমরা গুছিয়ে এনেছি। আমরা খুব বেশি সময় নিবো না। আসামিদের জিজ্ঞাসাবাদ প্রায়ও শেষ। কয়েকজন সাক্ষীদের সঙ্গে কথা বলে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে অভিযোগ পত্র জমা দিয়ে দেব।
এর আগে আওয়ামী লীগের পদ হারানো হেলেনা জাহাঙ্গীরকে ২৯ জুলাই তাঁর বাসা থেকে গ্রেপ্তার করে র্যাব। তাঁর বিরুদ্ধে গুলশান থানায় দুটি ও পল্লবী থানায় একটি মামলা হয়। পরদিন গোয়েন্দা পুলিশ ফারিয়া মাহবুব পিয়াসা এবং মরিয়ম আক্তার মৌ নামে কথিত দুই মডেলকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর এবং গুলশান থানায় মাদকের মামলা হয়। সর্বশেষ র্যাব পরীমণি ও চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে বনানী থানায় মাদক মামলা ছাড়াও রাজের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে আরেকটি মামলা হয়। তিন সংস্থার হাত ঘুরে মামলা গুলোর তদন্ত করছে সিআইডি।
আলোচিত চিত্রনায়িকা পরীমণি, মডেল পিয়াসা, মরিয়ম মৌ রাজ এবং হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রায় শেষ করেছে পুলিশে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আগামী এক থেকে দেড় মাসের মধ্যে মামলাগুলোর তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হবে।
মঙ্গলবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এ কথা জানিয়েছেন সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমান।
মাহবুবুর রহমান বলেন, 'সম্প্রতি র্যাব পুলিশের করা বেশ কয়েকটি অভিযানে গ্রেপ্তার মডেল নায়িকা বিরুদ্ধে করা ১৫টি মামলার তদন্ত করছে সিআইডি। মামলাগুলো আমরা গুছিয়ে এনেছি। আমরা খুব বেশি সময় নিবো না। আসামিদের জিজ্ঞাসাবাদ প্রায়ও শেষ। কয়েকজন সাক্ষীদের সঙ্গে কথা বলে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে অভিযোগ পত্র জমা দিয়ে দেব।
এর আগে আওয়ামী লীগের পদ হারানো হেলেনা জাহাঙ্গীরকে ২৯ জুলাই তাঁর বাসা থেকে গ্রেপ্তার করে র্যাব। তাঁর বিরুদ্ধে গুলশান থানায় দুটি ও পল্লবী থানায় একটি মামলা হয়। পরদিন গোয়েন্দা পুলিশ ফারিয়া মাহবুব পিয়াসা এবং মরিয়ম আক্তার মৌ নামে কথিত দুই মডেলকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর এবং গুলশান থানায় মাদকের মামলা হয়। সর্বশেষ র্যাব পরীমণি ও চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে বনানী থানায় মাদক মামলা ছাড়াও রাজের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে আরেকটি মামলা হয়। তিন সংস্থার হাত ঘুরে মামলা গুলোর তদন্ত করছে সিআইডি।
সাংবাদিক মো. ফজলে রাব্বি বলেন, `আমরা পেশাগত দায়িত্ব থেকে তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করেছি। এ মামলা হয়রানিমূলক এবং সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা। অবিলম্বে এই হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’
৫ মিনিট আগে৫ মিনিট ২১ সেকেন্ডের ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শনিবার রাত ৯টার দিকে বুড়িরহাট উচ্চবিদ্যালয় মাঠে ভ্যানের ওপর শোয়া রুপলাল ও প্রদীপ লাল। ভ্যানটির তিন দিকে পুলিশ সদস্য। পুলিশ সদস্যরা হাত তুলে বাঁশিতে ফু দিয়ে লোকজনকে নিবৃত্ত করার চেষ্টা করছে। এতেই হৈ-চৈ বেড়ে যায়। পুলিশের সামনেই রুপলাল-প্রদীপকে মারধর শুর
১১ মিনিট আগেপানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, সকালে ৬টায় পানির উচ্চতা ছিল ৫২ দশমিক ২২ মিটার, যা ছিল বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে। সকাল ৯টার দিকে কিছুটা কমে তা এসে দাঁড়ায় বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে। বিপৎসীমা অতিক্রম করায় ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেয়া হয়েছে।
৩৬ মিনিট আগেসরেজমিনে জানা যায়, থানচিতে মোট চারটি গণশৌচাগার রয়েছে। এর মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিত দুটি শৌচাগার ব্যবসায়ীরা ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। একটি শৌচাগার বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে এবং আরেকটি তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে।
৩৯ মিনিট আগে