Ajker Patrika

শ্রীপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৩: ৫২
শ্রীপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে শ্রীপুর পৌর এলাকার উজিলাব গ্রামের ভাংনাহাটি সড়কের পাশ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে শ্রীপুর থানার পুলিশ।

গতকাল বুধবার দিবাগত রাতের কোনো এক সময় শ্রীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উজিলাব গ্রামের ন্যাশনাল পোলট্রি-সংলগ্ন ওই রাস্তায় ঘটনাটি ঘটে। স্থানীয়দের ধারণা, তার সঙ্গে আরও কেউ ছিলেন।

নিহত যুবকের নাম মো. হৃদয় (৩৫)। তিনি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের নইমুদ্দিনের ছেলে।

স্থানীয় বাসিন্দা মো. সবুজ মিয়া আজকের পত্রিকাকে জানান, আজ (বৃহস্পতিবার) ভোরে তিনি পাশের খেতে কৃষিকাজ করছিলেন। শিশুরা ন্যাশনাল পোলট্রি থেকে ভাংনাহাটি সড়ক দিয়ে হেঁটে মক্তবে যাচ্ছিল। শিশুরা কিতাব আলীর বাড়ির পাশে যাওয়া মাত্রই বিদ্যুতের খুঁটির নিচে এক যুবকের মরদেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করলে তিনি দৌড়ে ঘটনাস্থলে যান। সেখানে হৃদয়ের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন।

ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়।তিনি আরও জানান, বিদ্যুতের খুঁটির নিচে ট্রান্সফরমারের বিভিন্ন ধরনের যন্ত্রাংশ পড়ে ছিল। একটি ট্রান্সফরমারের বিভিন্ন যন্ত্রাংশ খোয়া গেছে।

সবুজ মিয়া বলেন, ‘আমরা ধারণা করছি, ওই ছেলে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে এসে বিদ্যুতায়িত হয়ে মারা গেছে। তাঁর সঙ্গে আরও কেউ ছিল। সহযোগীরা মালামাল নিয়ে গেলেও তাঁর লাশ ফেলে পালিয়েছে।’

শ্রীপুর পল্লী বিদ্যুতের ডিজিএম মো. রফিকুল আলম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আমাদের লোক পাঠানো হয়েছে। যতটা জানতে পেরেছি, তিনটি ট্রান্সফরমারের ভেতরের সব মালামাল খুলে নিয়েছে চোরেরা। সম্প্রতি উপজেলায় প্রতিনিয়ত ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছে।’

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনা জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ইতিমধ্যে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত