গাজীপুরের শ্রীপুরে বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে শ্রীপুর পৌর এলাকার উজিলাব গ্রামের ভাংনাহাটি সড়কের পাশ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে শ্রীপুর থানার পুলিশ।
গতকাল বুধবার দিবাগত রাতের কোনো এক সময় শ্রীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উজিলাব গ্রামের ন্যাশনাল পোলট্রি-সংলগ্ন ওই রাস্তায় ঘটনাটি ঘটে। স্থানীয়দের ধারণা, তার সঙ্গে আরও কেউ ছিলেন।
নিহত যুবকের নাম মো. হৃদয় (৩৫)। তিনি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের নইমুদ্দিনের ছেলে।
স্থানীয় বাসিন্দা মো. সবুজ মিয়া আজকের পত্রিকাকে জানান, আজ (বৃহস্পতিবার) ভোরে তিনি পাশের খেতে কৃষিকাজ করছিলেন। শিশুরা ন্যাশনাল পোলট্রি থেকে ভাংনাহাটি সড়ক দিয়ে হেঁটে মক্তবে যাচ্ছিল। শিশুরা কিতাব আলীর বাড়ির পাশে যাওয়া মাত্রই বিদ্যুতের খুঁটির নিচে এক যুবকের মরদেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করলে তিনি দৌড়ে ঘটনাস্থলে যান। সেখানে হৃদয়ের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন।
তিনি আরও জানান, বিদ্যুতের খুঁটির নিচে ট্রান্সফরমারের বিভিন্ন ধরনের যন্ত্রাংশ পড়ে ছিল। একটি ট্রান্সফরমারের বিভিন্ন যন্ত্রাংশ খোয়া গেছে।
সবুজ মিয়া বলেন, ‘আমরা ধারণা করছি, ওই ছেলে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে এসে বিদ্যুতায়িত হয়ে মারা গেছে। তাঁর সঙ্গে আরও কেউ ছিল। সহযোগীরা মালামাল নিয়ে গেলেও তাঁর লাশ ফেলে পালিয়েছে।’
শ্রীপুর পল্লী বিদ্যুতের ডিজিএম মো. রফিকুল আলম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আমাদের লোক পাঠানো হয়েছে। যতটা জানতে পেরেছি, তিনটি ট্রান্সফরমারের ভেতরের সব মালামাল খুলে নিয়েছে চোরেরা। সম্প্রতি উপজেলায় প্রতিনিয়ত ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছে।’
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনা জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ইতিমধ্যে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
গাজীপুরের শ্রীপুরে বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে শ্রীপুর পৌর এলাকার উজিলাব গ্রামের ভাংনাহাটি সড়কের পাশ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে শ্রীপুর থানার পুলিশ।
গতকাল বুধবার দিবাগত রাতের কোনো এক সময় শ্রীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উজিলাব গ্রামের ন্যাশনাল পোলট্রি-সংলগ্ন ওই রাস্তায় ঘটনাটি ঘটে। স্থানীয়দের ধারণা, তার সঙ্গে আরও কেউ ছিলেন।
নিহত যুবকের নাম মো. হৃদয় (৩৫)। তিনি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের নইমুদ্দিনের ছেলে।
স্থানীয় বাসিন্দা মো. সবুজ মিয়া আজকের পত্রিকাকে জানান, আজ (বৃহস্পতিবার) ভোরে তিনি পাশের খেতে কৃষিকাজ করছিলেন। শিশুরা ন্যাশনাল পোলট্রি থেকে ভাংনাহাটি সড়ক দিয়ে হেঁটে মক্তবে যাচ্ছিল। শিশুরা কিতাব আলীর বাড়ির পাশে যাওয়া মাত্রই বিদ্যুতের খুঁটির নিচে এক যুবকের মরদেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করলে তিনি দৌড়ে ঘটনাস্থলে যান। সেখানে হৃদয়ের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন।
তিনি আরও জানান, বিদ্যুতের খুঁটির নিচে ট্রান্সফরমারের বিভিন্ন ধরনের যন্ত্রাংশ পড়ে ছিল। একটি ট্রান্সফরমারের বিভিন্ন যন্ত্রাংশ খোয়া গেছে।
সবুজ মিয়া বলেন, ‘আমরা ধারণা করছি, ওই ছেলে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে এসে বিদ্যুতায়িত হয়ে মারা গেছে। তাঁর সঙ্গে আরও কেউ ছিল। সহযোগীরা মালামাল নিয়ে গেলেও তাঁর লাশ ফেলে পালিয়েছে।’
শ্রীপুর পল্লী বিদ্যুতের ডিজিএম মো. রফিকুল আলম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আমাদের লোক পাঠানো হয়েছে। যতটা জানতে পেরেছি, তিনটি ট্রান্সফরমারের ভেতরের সব মালামাল খুলে নিয়েছে চোরেরা। সম্প্রতি উপজেলায় প্রতিনিয়ত ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছে।’
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনা জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ইতিমধ্যে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
ভোলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার শ্রমিকের মধ্যে সংঘর্ষের জেরে জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। এতে করে আজ সোমবার সকাল থেকে অভ্যন্তরীণ পাঁচ পথে বাস চলাচল বন্ধ রয়েছে। ধর্মঘটের কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা।
৩ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদে ওসির নাম করে বিধান মৃধা নামের এক দোকানির কাছ থেকে দশ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে মো. মনির হোসেন নামের এক সাবেক ইউপি সদস্যর বিরুদ্ধে। মনির হোসেন উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের শেহাংগল গ্রামের বাসিন্দা। ওই ভুক্তভোগী একই ইউনিয়নের জুলুহার গ্রামের বাসিন্দা।
১৭ মিনিট আগেসিরাজগঞ্জের উল্লাপাড়ায় ব্যাটারিচালিত ভ্যান উল্টে ইশরাত জাহান (১৭) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছে। গতকাল রোববার রাত ১০টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
২৪ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) গুলিতে সাকিব (১৭) নামের এক তরুণ নিহত হয়েছে। আজ সোমবার (৫ মে) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। নিহত সাকিব উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা গুচ্ছগ্রামের মোতালেব হোসেনের ছেলে।
৩০ মিনিট আগে