মুন্সিগঞ্জ প্রতিনিধি
বাকিতে সিগারেট নিয়ে বিরোধের জেরে মুন্সিগঞ্জ সদরের চরকেওয়ার ইউনিয়নে ছুরিকাঘাতে আহত তরুণ মারা গেছেন। আজ শুক্রবার রাজধানীর কাকরাইলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নাঈম সরকার (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত তরুণের নাম মাহিম সরকার (২০)। তিনি সদর উপজেলার বাঘাইকান্দি এলাকার সবুজ সরকারের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে নিজের মুদিদোকানে ঘুমিয়ে ছিলেন মাহিম। রাত ৩টার দিকে নাঈম সরকার দোকান থেকে দুটি সিগারেট নিয়ে টাকা না দিয়ে চলে যেতে চাইলে মাহিম বাধা দেন। এ নিয়ে বাগ্বিতণ্ডা হয়। পরদিন (বুধবার) দুপুরে মোবাইল ফোনে মাহিমকে গালাগাল করেন নাঈম এবং তাঁর বাবাসহ বাড়িতে আসতে বলেন।
পরে মাহিম তাঁর বাবাকে নিয়ে নাঈমের বাড়ির দিকে যাচ্ছিলেন। পথেই নাঈম ধারালো ছুরি দিয়ে মাহিমের বুকে আঘাত করেন। স্থানীয় লোকজন মাহিমকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে কাকরাইলের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করেন। আজ দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য ও মাহিমের খালাতো ভাই রাকিব হোসেন রকি বলেন, ‘সিগারেটের মতো তুচ্ছ বিষয়ের জেরে এমন হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না। আমরা দোষীদের সর্বোচ্চ শাস্তি চাই।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, ‘ঘটনার পরদিনই অভিযুক্ত নাঈমকে গ্রেপ্তার করা হয়েছে। শুরুতে হত্যাচেষ্টার মামলা হয়েছিল, মাহিমের মৃত্যুর পর সেটিকে হত্যা মামলায় রূপান্তর করা হবে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে, আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
বাকিতে সিগারেট নিয়ে বিরোধের জেরে মুন্সিগঞ্জ সদরের চরকেওয়ার ইউনিয়নে ছুরিকাঘাতে আহত তরুণ মারা গেছেন। আজ শুক্রবার রাজধানীর কাকরাইলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নাঈম সরকার (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত তরুণের নাম মাহিম সরকার (২০)। তিনি সদর উপজেলার বাঘাইকান্দি এলাকার সবুজ সরকারের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে নিজের মুদিদোকানে ঘুমিয়ে ছিলেন মাহিম। রাত ৩টার দিকে নাঈম সরকার দোকান থেকে দুটি সিগারেট নিয়ে টাকা না দিয়ে চলে যেতে চাইলে মাহিম বাধা দেন। এ নিয়ে বাগ্বিতণ্ডা হয়। পরদিন (বুধবার) দুপুরে মোবাইল ফোনে মাহিমকে গালাগাল করেন নাঈম এবং তাঁর বাবাসহ বাড়িতে আসতে বলেন।
পরে মাহিম তাঁর বাবাকে নিয়ে নাঈমের বাড়ির দিকে যাচ্ছিলেন। পথেই নাঈম ধারালো ছুরি দিয়ে মাহিমের বুকে আঘাত করেন। স্থানীয় লোকজন মাহিমকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে কাকরাইলের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করেন। আজ দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য ও মাহিমের খালাতো ভাই রাকিব হোসেন রকি বলেন, ‘সিগারেটের মতো তুচ্ছ বিষয়ের জেরে এমন হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না। আমরা দোষীদের সর্বোচ্চ শাস্তি চাই।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, ‘ঘটনার পরদিনই অভিযুক্ত নাঈমকে গ্রেপ্তার করা হয়েছে। শুরুতে হত্যাচেষ্টার মামলা হয়েছিল, মাহিমের মৃত্যুর পর সেটিকে হত্যা মামলায় রূপান্তর করা হবে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে, আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
১ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে