Ajker Patrika

বাকিতে সিগারেট নিয়ে বিরোধ, আহত তরুণের মৃত্যু

মুন্সিগঞ্জ প্রতিনিধি
মাহিম সরকার। ছবি: সংগৃহীত
মাহিম সরকার। ছবি: সংগৃহীত

বাকিতে সিগারেট নিয়ে বিরোধের জেরে মুন্সিগঞ্জ সদরের চরকেওয়ার ইউনিয়নে ছুরিকাঘাতে আহত তরুণ মারা গেছেন। আজ শুক্রবার রাজধানীর কাকরাইলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নাঈম সরকার (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত তরুণের নাম মাহিম সরকার (২০)। তিনি সদর উপজেলার বাঘাইকান্দি এলাকার সবুজ সরকারের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে নিজের মুদিদোকানে ঘুমিয়ে ছিলেন মাহিম। রাত ৩টার দিকে নাঈম সরকার দোকান থেকে দুটি সিগারেট নিয়ে টাকা না দিয়ে চলে যেতে চাইলে মাহিম বাধা দেন। এ নিয়ে বাগ্‌বিতণ্ডা হয়। পরদিন (বুধবার) দুপুরে মোবাইল ফোনে মাহিমকে গালাগাল করেন নাঈম এবং তাঁর বাবাসহ বাড়িতে আসতে বলেন।

পরে মাহিম তাঁর বাবাকে নিয়ে নাঈমের বাড়ির দিকে যাচ্ছিলেন। পথেই নাঈম ধারালো ছুরি দিয়ে মাহিমের বুকে আঘাত করেন। স্থানীয় লোকজন মাহিমকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে কাকরাইলের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করেন। আজ দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য ও মাহিমের খালাতো ভাই রাকিব হোসেন রকি বলেন, ‘সিগারেটের মতো তুচ্ছ বিষয়ের জেরে এমন হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না। আমরা দোষীদের সর্বোচ্চ শাস্তি চাই।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, ‘ঘটনার পরদিনই অভিযুক্ত নাঈমকে গ্রেপ্তার করা হয়েছে। শুরুতে হত্যাচেষ্টার মামলা হয়েছিল, মাহিমের মৃত্যুর পর সেটিকে হত্যা মামলায় রূপান্তর করা হবে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে, আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত