Ajker Patrika

জামায়াতকে কোনো কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হবে না: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ২২: ০৫
জামায়াতকে কোনো কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হবে না: ডিএমপি কমিশনার

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে রাজনৈতিক কোনো কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জামায়াতের ঢাকা মহানগরী শাখার বিক্ষোভ মিছিলের অনুমতির আবেদনের বিষয়ে জানতে চাইলে তিনি আজকের পত্রিকার কাছে এ মন্তব্য করেন।

কমিশনার বলেন, ‘তাদের আবেদন আমরা পেয়েছি। তবে তাদের কোনো অনুমতি দেওয়া হবে। তাদের কোনো কর্মসূচি পালনের অনুমতি নেই।’

এর আগে, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মজলিশে শুরার সদস্য ও আইনজীবী থানা সভাপতি অ্যাডভোকেট মাঈনুদ্দিনের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে যান। তাঁরা ১১ ফেব্রুয়ারি বেলা ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল করার অনুমতি চেয়ে ডিএমপির কার্যালয়ে একটি আবেদন জমা দেন।

আবেদনে বলা হয়, ‘পাঠ্যপুস্তকে বিভিন্ন অনৈসলামিক বিষয় সংযোজন, ইসলামকে হেয়প্রতিপন্ন করা, মুসলিম শাসকদের দস্যু হিসেবে প্রতিপন্ন করা, ইসলামের মৌলিক বিষয়কে হেয় করা, বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে তাঁরা বিক্ষোভ মিছিল করবেন।’

এতে আরও বলা হয়, ‘ওই দিন বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মগবাজার পর্যন্ত বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিক্ষোভ মিছিল করবেন।’

ডিএমপি কমিশনারের কার্যালয়ে আবেদন জমা দেওয়ার পর প্রতিনিধিদল উপস্থিত মিডিয়ার সামনে প্রেস ব্রিফিং করেন। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ১১ ফেব্রুয়ারি বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা বায়তুল মোকাররম মসজিদ থেকে মগবাজার চৌরাস্তা পর্যন্ত বিক্ষোভ মিছিলের জন্য অনুমতি চেয়ে আবেদন জমা দেওয়া হয়েছে। পুলিশ কমিশনারের কার্যালয় থেকে আবেদন গ্রহণ করে একটি অনুলিপি আমাদের দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত