Ajker Patrika

কালিয়াকৈরে করোনার টিকা নিয়ে অর্ধশতাধিক পোশাক কর্মী অসুস্থ

প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)
কালিয়াকৈরে করোনার টিকা নিয়ে অর্ধশতাধিক পোশাক কর্মী অসুস্থ

গাজীপুরের কালিয়াকৈরে করোনা টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ঘণ্টাখানেক পর অর্ধশতাধিক পোশাক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার উপজেলার মৌচাক এলাকার সাদমা গ্রুপের মৌচাক ফ্যাশন নামের একটি পোশাক কারখানায় এ ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মনস্তাত্ত্বিক কোনো কারণে শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়েছেন।

টিকা নেওয়ার পর শ্রমিকেরা অসুস্থ হয়ে গেলে কারখানাটিতে টিকা কার্যক্রম বন্ধ রাখা হয়। পরে তাঁদের কারখানার নিজস্ব পরিবহনে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।

জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টা মৌচাক এলাকায় সাদমা গ্রুপের মৌচাক ফ্যাশন কারখানায় শ্রমিকদের সিনোফার্মার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়। ঘণ্টাখানেক পর থেকে টিকা নেওয়া কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে একে একে আরও অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।

অসুস্থ শ্রমিকেরা জানান, টিকা নেওয়ার ঘণ্টা খানিক পর তাঁরা অসুস্থবোধ করেন। এরপর তাঁরা অচেতন হয়ে পড়েন। পরবর্তীতে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়।

সাদমা গ্রুপের পরিচালক মোহাম্মদ সোহেল রানা জানান, টিকা দেওয়ার কিছুক্ষণ পর থেকে শ্রমিকেরা অসুস্থ হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের বাসায় পাঠানো হয়েছে।

গাজীপুরের সিভিল সার্জন ডা. খাইরুজ্জামান জানান, সাইকোজেনিক বা মনস্তাত্ত্বিক কারণে শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়তে পারেন। যার ফলে তাঁরা ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছেন। ভয়ের কিছু নেই। তাঁরা চিকিৎসা নিচ্ছেন। আমরা আবারও টিকা কার্যক্রম শুরু করব। প্রাথমিক চিকিৎসার পর শ্রমিকেরা সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত