Ajker Patrika

যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া পলাতক আসামি ১৫ বছর পর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৪: ১৬
যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া পলাতক আসামি ১৫ বছর পর গ্রেপ্তার

মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া পলাতক আসামি খোন্দকার মাহফুজুর রহমানকে (৪৮) রাজধানীর শ্যামলী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। ১৫ বছর পলাতক থাকার পর গতকাল রোববার রাত ১০টার দিকে তিনি র‍্যাবের হাতে ধরা পড়েন। 

র‍্যাব-২-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. ফজলুল হক তাঁকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘খন্দকার মাহফুজুর রহমান (৪৮) একজন পেশাদার মাদক ব্যবসায়ী। ২০০৮ সালে বিপুল পরিমাণ মাদকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হন। পরে আসামির বিরুদ্ধে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানায় একটি মাদক মামলা হয়। এই মামলায় গ্রেপ্তার হয়ে ১৩ দিন জেলে আটক থাকার পর হাজিরা দেওয়ার শর্তে জামিনে মুক্তি নিয়ে পালিয়ে যান। তারপর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে ঢাকার বিভিন্ন এলাকায় ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে চলে যান।’ 

পরে গোপন তথ্যের ভিত্তিতে রোববার শ্যামলীতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‍্যাব জানায়, তিনি পলাতক থাকাকালীন রাজধানীর বিভিন্ন এলাকায় বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন এবং সর্বশেষ রাজধানীর শ্যামলী এলাকায় একটি খাবারের হোটেলে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। গ্রেপ্তারের পর তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত