Ajker Patrika

মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ফয়সাল ৭ দিনের রিমান্ডে

মুন্সিগঞ্জ প্রতিনিধি
ফয়সাল বিপ্লব। ছবি: সংগৃহীত
ফয়সাল বিপ্লব। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ফয়সাল বিপ্লবকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার সকালে মুন্সিগঞ্জ আমলি আদালত-১-এর বিচারক আশিকুর রহমান পুলিশের করা রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

এর আগে সজল হত্যা মামলায় তদন্তের স্বার্থে পুলিশের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে ফয়সাল বিপ্লবকে আবারও মুন্সিগঞ্জ কারাগারে পাঠানো হয়।

গতকাল সোমবার ফয়সাল বিপ্লবকে ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে মুন্সিগঞ্জে আনা হয়। রাত সোয়া ৭টার দিকে মুন্সিগঞ্জ জেলা যুবদল ও ছাত্রদল তাঁর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করে। শহরের কাচারি এলাকা প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে মিছিলটি শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন জেলা যুবদলের সদস্যসচিব মো. মাসুদ রানা, মাকসুদুল আলম বাবু, শহর যুবদলের সদস্যসচিব রায়হান কবির, জেলা ছাত্রদলের সভাপতি আবুল হাশেম, সদর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সোহেল রানা এবং সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. অনিক প্রমুখ।

২০২৪ সালের পল্টন থানায় বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ফয়সাল বিপ্লবকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। তখন বিচারক মোস্তাফিজুর রহমান তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ ছাড়া ২০২৪ সালের ৪ আগস্ট মুন্সিগঞ্জ শহরের সুপার মার্কেট এলাকায় ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে’ গুলি ও বোমা হামলার ঘটনায় তিনজন নিহত এবং দুই শতাধিক আহত হন।

এ ঘটনায় দায়ের করা একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় ফয়সাল বিপ্লব অন্যতম আসামি। গত ২২ জুন রাতে তাঁকে রাজধানীর মণিপুরিপাড়ার বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তিনি আওয়ামী লীগ সরকার পতনের পর আত্মগোপনে ছিলেন।

মুন্সিগঞ্জের কোর্ট পুলিশের ইন্সপেক্টর মো. কামরুল ইসলাম মিয়া আজকের পত্রিকাকে জানান, সজল হত্যা মামলায় ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাকিব খানের নামের সঙ্গে ‘মেগাস্টার’ শব্দ নিয়ে জাহিদ হাসানের আপত্তি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তির পরই অস্ত্রের লাইসেন্স পান উপদেষ্টা আসিফ

দুদকের আতশ কাচের নিচে ছয় সাবেক মুখ্য সচিব

১৬ জুলাই নিয়ে নাটক করা হয়েছে: শহীদ আবু সাঈদের ভাই

গায়ের জোরে পদ্মা সেতুর দুর্নীতি মামলা বসিয়ে দেওয়া হয়: দুদক চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত