জাবি প্রতিনিধি
সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কর্মকর্তাদের পদোন্নতি সংক্রান্ত চার দফা দাবি আগামী ৩০ মার্চের মধ্যে বাস্তবায়ন না হলে কর্মবিরতি পালনসহ কঠোর আন্দোলন গড়ে তোলার হুমকি দেওয়া হয়েছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির সাধারণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
অফিসার সমিতির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আজিম উদ্দিন রাতে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
চার দফা দাবির মধ্যে রয়েছে–সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুসারে প্রকাশিত অফিসারদের পদোন্নতি নীতিমালা বাতিল করা করা, পূর্বের নীতিমালা অনুযায়ী আপ-গ্রেডিং চালু রাখা, সমিতি কর্তৃক প্রস্তাবিত পদোন্নতি নীতিমালার সুপারিশ জরুরি সিন্ডিকেটের মাধ্যমে বাস্তবায়ন করা ও নতুন রিভিউ কমিটিতে কর্মকর্তা সমিতির সভাপতি–সাধারণ সম্পাদকের প্রতিনিধিত্ব নিশ্চিত করা।
এ ছাড়া প্রশাসন-২ শাখার ডেপুটি রেজিস্ট্রার এ বি এম কামরুজ্জামানকে ৩০ মার্চের মধ্যে রেজিস্ট্রার অফিস থেকে বদলির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়।
ডেপুটি রেজিস্ট্রার আজিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘গত ৯ মার্চ সিন্ডিকেটে গৃহীত পদোন্নতি নীতিমালার প্রেক্ষিতে অফিসারদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। সে প্রেক্ষিতে আমরা সাধারণ সভার মাধ্যমে এসব দাবি জানিয়েছি প্রশাসনের কাছে।’ এ জন্য কাল মঙ্গলবার উপাচার্যের কাছে লিখিত দেওয়া হবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, ‘আগামী ৩০ মার্চের মধ্যে পদোন্নতি সংক্রান্ত আমাদের চার দাবি বাস্তবায়নের না হলে অনির্দিষ্টকাল কর্মবিরতি পালন ও কঠোর আন্দোলন করা হবে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলম গণমাধ্যমকে বলেন, ‘আমি এখনো এসব বিষয়ে কিছু না জানায় মন্তব্য করতে পারছি না।’
সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কর্মকর্তাদের পদোন্নতি সংক্রান্ত চার দফা দাবি আগামী ৩০ মার্চের মধ্যে বাস্তবায়ন না হলে কর্মবিরতি পালনসহ কঠোর আন্দোলন গড়ে তোলার হুমকি দেওয়া হয়েছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির সাধারণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
অফিসার সমিতির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আজিম উদ্দিন রাতে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
চার দফা দাবির মধ্যে রয়েছে–সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুসারে প্রকাশিত অফিসারদের পদোন্নতি নীতিমালা বাতিল করা করা, পূর্বের নীতিমালা অনুযায়ী আপ-গ্রেডিং চালু রাখা, সমিতি কর্তৃক প্রস্তাবিত পদোন্নতি নীতিমালার সুপারিশ জরুরি সিন্ডিকেটের মাধ্যমে বাস্তবায়ন করা ও নতুন রিভিউ কমিটিতে কর্মকর্তা সমিতির সভাপতি–সাধারণ সম্পাদকের প্রতিনিধিত্ব নিশ্চিত করা।
এ ছাড়া প্রশাসন-২ শাখার ডেপুটি রেজিস্ট্রার এ বি এম কামরুজ্জামানকে ৩০ মার্চের মধ্যে রেজিস্ট্রার অফিস থেকে বদলির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়।
ডেপুটি রেজিস্ট্রার আজিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘গত ৯ মার্চ সিন্ডিকেটে গৃহীত পদোন্নতি নীতিমালার প্রেক্ষিতে অফিসারদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। সে প্রেক্ষিতে আমরা সাধারণ সভার মাধ্যমে এসব দাবি জানিয়েছি প্রশাসনের কাছে।’ এ জন্য কাল মঙ্গলবার উপাচার্যের কাছে লিখিত দেওয়া হবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, ‘আগামী ৩০ মার্চের মধ্যে পদোন্নতি সংক্রান্ত আমাদের চার দাবি বাস্তবায়নের না হলে অনির্দিষ্টকাল কর্মবিরতি পালন ও কঠোর আন্দোলন করা হবে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলম গণমাধ্যমকে বলেন, ‘আমি এখনো এসব বিষয়ে কিছু না জানায় মন্তব্য করতে পারছি না।’
মহান মে দিবসসহ সরকারি তিন দিনের ছুটিতে পর্যটনকেন্দ্র কুয়াকাটায় ভিড় করেছেন পর্যটকেরা। বুকিং রয়েছে কুয়াকাটার ৯০ শতাংশ হোটেল–মোটেল। বিক্রি বেড়েছে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে।
১১ মিনিট আগেময়মনসিংহের মুক্তাগাছায় শাশুড়িকে হত্যার অভিযোগ উঠেছে জামাইয়ের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার রাতে উপজেলার ১ নম্বর দুল্লা ইউনিয়নের হরিরামপুরে এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগেআজ মে দিবস। তবে মেহেরপুরের গাংনী উপজেলার অধিকাংশ দিনমজুর জানেন না মে দিবস কী। অধিকাংশ শ্রমিক বলছেন, ‘আমরা দিবস দিয়ে কী করব, না খাটলে যখন মুখে ভাত ওঠে না। তা ছাড়া আমরা দিবস–টিবস অত বুঝি না। দিনমজুর খেটে খেতে হবে এটাই বুঝি। কাজ করলে টাকা পাব, সেই টাকা দিয়ে পরিবারের মুখে ভাত তুলে দেব, আমরা এটাই বুঝি।
২৬ মিনিট আগেকুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা। আজ বৃহস্পতিবার উপজেলার নূরীতলা এলাকায় এ ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে