Ajker Patrika

বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইন্টারপা সম্মেলন’

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ১৩: ২৯
বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইন্টারপা সম্মেলন’

বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ প্রশিক্ষণ অ্যাকাডেমির প্রধানদের নিয়ে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব পুলিশ অ্যাকাডেমি সদস্যদের ‘১১তম ইন্টারপা সম্মেলন’। ইন্টারপা হচ্ছে পুলিশের ট্রেনিং ইনস্টিটিউটগুলোর সংগঠন।

‘ডিজিটালাইজেশন ইন পুলিশিং’ প্রতিপাদ্যে আগামী তিন দিনব্যাপী সম্মেলন হবে রাজধানীর কারওয়ান বাজারের প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে। ১২ সেপ্টেম্বর বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সম্মেলন উদ্বোধন করবেন।

শনিবার সকালে মিরপুরে পুলিশ স্টাফ কলেজে সংবাদ সম্মেলনের আয়োজন করে অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুক জানান, বিভিন্ন দেশের পুলিশের প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহের মধ্যে আন্তসম্পর্ক বৃদ্ধি, দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে অনুষ্ঠিত হবে এই ইন্টারপা সম্মেলন। পুলিশ স্টাফ কলেজের ব্যবস্থাপনায় এবার ১১তম সম্মেলন অনুষ্ঠিত হবে। 

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, এবারের সম্মেলনে অংশ নেবেন বাংলাদেশসহ ৪৪টি দেশের ১২৭ জন প্রতিনিধি। সম্মেলনটি পুলিশের কর্মদক্ষতা বাড়াতে কার্যকর ভূমিকা পালন করবে। ১৩ সেপ্টেম্বর কনফারেন্সে অংশ নেওয়া বিভিন্ন দেশের পুলিশ অ্যাকাডেমির প্রধানেরা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে যাবেন এবং শ্রদ্ধা নিবেদন করবেন। ১৪ সেপ্টেম্বর কনফারেন্সের শেষ দিন প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ পুলিশের প্রধান ড. বেনজীর আহমেদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত