Ajker Patrika

ক্রেনের ধাক্কায় ট্রেন লাইনচ্যুত: প্রায় ৫ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ক্রেনের ধাক্কায় ট্রেন লাইনচ্যুত: প্রায় ৫ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক 

ঢাকা স্টেশনগামী তিতাস কমিউটার রাজধানীর তেজগাঁও এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের ধাক্কায় লাইনচ্যুত হওয়ার ৪ ঘণ্টা ৪০ মিনিট পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে বিকেল ৪টা থেকে কমলাপুরের ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়নি কোনো ট্রেন। এ পর্যন্ত ১০টি ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশন থেকে যথাসময়ে ছাড়তে পারেনি। 

বৃহস্পতিবার রাত ৯টা ৩৫ মিনিটের সময় ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ঢাকা থেকে তারাকান্দিগামী যমুনা এক্সপ্রেস (৭৪৫) রাত ৯টা ৩০ মিনিটে ছেড়ে গিয়েছে। দুর্ঘটনার পরে ছেড়ে যাওয়া প্রথম ট্রেন এটি। প্রথমে মিটারগেজ লাইনের ট্রেনগুলো ছেড়ে যাবে। ২০টার মতো অপেক্ষমাণ রয়েছে। যমুনা এক্সপ্রেস (৭৪৫) ট্রেনটি বিকেল ৪টা ৪৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল। 

এদিকে ঢাকা রেলওয়ে স্টেশনের অন বোর্ড স্ক্রিনে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে দেখা গিয়েছে, সিরাজগঞ্জগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস (৭৭৬) বিকেল ৪ টা ১৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি এখনো স্টেশনে অপেক্ষাধীন রয়েছে; চিলাহাটিগামী চিলাহাটি এক্সপ্রেস (৮০৫) বিকেল ৫টায় ছাড়ার কথা থাকলেও সেটি এখন অপেক্ষাধীন রয়েছে। জয়দেবপুরগামী তুরাগ কমিউটার (তুরাগ) ৫টা ২০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি অপেক্ষাধীন রয়েছে; আখাউড়াগামী তিতাস কমিউটার (৩৬) ৫টা ৪৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি দুর্ঘটনাস্থলে পড়ে আছে এবং টাঙ্গাইলগামী টাঙ্গাইল কমিউটার (১০৮) সন্ধ্যা ৬টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি এখনো ঢাকা রেলওয়ে স্টেশনে অপেক্ষাধীন রয়েছে। 

এই ট্রেনগুলো ছাড়ার পরে অন্য আরও ২০টি ট্রেন স্টেশন ছাড়বে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত