Ajker Patrika

রূপগঞ্জে গোসলে নেমে ২ বোনের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০২ মে ২০২২, ১৪: ৪৬
রূপগঞ্জে গোসলে নেমে ২ বোনের মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুরে গোসল করতে নেমে ডুবে কিশোরী দুই বোনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বড়ালু এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহতরা হলো রূপগঞ্জের তালাসপুর এলাকার জসীম উদ্দিনের মেয়ে চাঁদনী আক্তার (১৩) ও সায়মা আক্তার (১১)। তারা পরিবারের সঙ্গে বড়ালু এলাকায় ভাড়া থাকত।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার বিকেলে স্থানীয় গনি মিয়ার পুকুরে গোসল করতে যায় দুই বোন। তারা কেউই সাঁতার জানত না। ঘাট থেকে অসাবধানতায় এক বোন পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে আরেক বোনও পানিতে নামে। দুজনেই তলিয়ে যায় পুকুরে। পরে স্থানীয়রা উভয়কে নিস্তেজ অবস্থায় উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবীর মোল্লা বলেন, ‘হাসপাতাল থেকে মরদেহ বাড়িতে নিয়ে গেছে মৃতদের পরিবার। সন্ধ্যার পর স্থানীয়দের মাধ্যমে আমরা খবর পাই। নিহতের পরিবারের ভেতর বিষয়টি নিয়ে সন্দেহ থাকায় তারা অপমৃত্যু মামলা করেছেন। দুই বোনের মরদেহ ময়নাতদন্তের জন্য রাতেই নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত