সাভার (ঢাকা) প্রতিনিধি
ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের অ্যাডভান্সড পুলিশ টাউন এলাকায় যাত্রীবাহী বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বাধা দিতে গেলে ছিনতাইকারীদের ছুরির আঘাতে অন্তত ৩ যাত্রী আহত হয়েছেন। আহতদের রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে সাভার অ্যাডভান্সড পুলিশ টাউন এলাকার ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী বাসের যাত্রীরা জানান, মানিকগঞ্জ থেকে ঢাকার ফুলবাড়ীয়ার উদ্দেশে যাচ্ছিল শুভযাত্রা কো: প্রা: লি: পরিবহনের একটি বাস (মানিকগঞ্জ ব ১-১০০১৮)। চালক যাত্রী নেওয়ার উদ্দেশে বাসটি থামাতেই ধারালো চাকু হাতে দুজন ব্যক্তি বাসে ওঠেন। বাসে উঠেই তারা সামনের দিকের যাত্রীদের মুঠোফোন, মানিব্যাগ ছিনিয়ে নেন। পরে তারা কয়েকজন নারী যাত্রীর গলা থেকে চেইন ছিনিয়ে নেন।
ছিনতাইকারীরা বাসের পেছনের দিকে গেলে যাত্রীদের কয়েকজন তাদের বাধা দেন। এ সময় ছিনতাইকারীরা ধারালো ছুরি দিয়ে যাত্রীদের আঘাত করলে বেশ কয়েকজন আহত হন। একপর্যায়ে ছিনতাইকারীরা বাস থেকে নেমে পালিয়ে যায়।
আলকামা আজাদ নামে বাসের এক যাত্রী বলেন, সাভারের ব্যাংক টাউন থেকে পুলিশ টাউন এর মাঝামাঝি ব্রিজের কাছাকাছি যাত্রী নেওয়ার উদ্দেশে বাসটি দাঁড়িয়েছিল। এ সময় দুজন ছিনতাইকারী বাসে উঠেন। তাদের দুজনের হাতেই ছুরি ছিল। ছিনতাইকারীরা বাসের পেছনের দিকে গেলে কয়েকজন যাত্রী তাদের বাধা দেয়। যাত্রীরা ছিনতাইকারীদের ধরতে গেলে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে হেল্পারসহ তিনজন আহত হন। এ সময় বাসে ১৫-২০ জন যাত্রী ছিল।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, বাসে ছিনতাইয়ের ঘটনাটি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।
ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের অ্যাডভান্সড পুলিশ টাউন এলাকায় যাত্রীবাহী বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বাধা দিতে গেলে ছিনতাইকারীদের ছুরির আঘাতে অন্তত ৩ যাত্রী আহত হয়েছেন। আহতদের রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে সাভার অ্যাডভান্সড পুলিশ টাউন এলাকার ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী বাসের যাত্রীরা জানান, মানিকগঞ্জ থেকে ঢাকার ফুলবাড়ীয়ার উদ্দেশে যাচ্ছিল শুভযাত্রা কো: প্রা: লি: পরিবহনের একটি বাস (মানিকগঞ্জ ব ১-১০০১৮)। চালক যাত্রী নেওয়ার উদ্দেশে বাসটি থামাতেই ধারালো চাকু হাতে দুজন ব্যক্তি বাসে ওঠেন। বাসে উঠেই তারা সামনের দিকের যাত্রীদের মুঠোফোন, মানিব্যাগ ছিনিয়ে নেন। পরে তারা কয়েকজন নারী যাত্রীর গলা থেকে চেইন ছিনিয়ে নেন।
ছিনতাইকারীরা বাসের পেছনের দিকে গেলে যাত্রীদের কয়েকজন তাদের বাধা দেন। এ সময় ছিনতাইকারীরা ধারালো ছুরি দিয়ে যাত্রীদের আঘাত করলে বেশ কয়েকজন আহত হন। একপর্যায়ে ছিনতাইকারীরা বাস থেকে নেমে পালিয়ে যায়।
আলকামা আজাদ নামে বাসের এক যাত্রী বলেন, সাভারের ব্যাংক টাউন থেকে পুলিশ টাউন এর মাঝামাঝি ব্রিজের কাছাকাছি যাত্রী নেওয়ার উদ্দেশে বাসটি দাঁড়িয়েছিল। এ সময় দুজন ছিনতাইকারী বাসে উঠেন। তাদের দুজনের হাতেই ছুরি ছিল। ছিনতাইকারীরা বাসের পেছনের দিকে গেলে কয়েকজন যাত্রী তাদের বাধা দেয়। যাত্রীরা ছিনতাইকারীদের ধরতে গেলে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে হেল্পারসহ তিনজন আহত হন। এ সময় বাসে ১৫-২০ জন যাত্রী ছিল।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, বাসে ছিনতাইয়ের ঘটনাটি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ২ নম্বর চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশুর নাম সাইম (৪) ও লাবিব (২)। তারা আপন দুই ভাই। তারা চরমজিদ গ্রামের রেনু বাজারের উত্তর পাশে কুট্টিয়াবাড়ির সাহেদের ছেলে।
৩৯ মিনিট আগেরাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
৭ ঘণ্টা আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
৮ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে ভূমি অফিসের সহায়ক রশিদুজ্জামান বিপ্লবের ঘুষ নেওয়ার ভিডিও দিয়ে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতিতে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও জামায়াত। ইতিমধ্যে অভিযুক্ত কর্মচারীকে অন্যত্র বদলি...
৮ ঘণ্টা আগে