সাভার (ঢাকা) প্রতিনিধি
ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের অ্যাডভান্সড পুলিশ টাউন এলাকায় যাত্রীবাহী বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বাধা দিতে গেলে ছিনতাইকারীদের ছুরির আঘাতে অন্তত ৩ যাত্রী আহত হয়েছেন। আহতদের রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে সাভার অ্যাডভান্সড পুলিশ টাউন এলাকার ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী বাসের যাত্রীরা জানান, মানিকগঞ্জ থেকে ঢাকার ফুলবাড়ীয়ার উদ্দেশে যাচ্ছিল শুভযাত্রা কো: প্রা: লি: পরিবহনের একটি বাস (মানিকগঞ্জ ব ১-১০০১৮)। চালক যাত্রী নেওয়ার উদ্দেশে বাসটি থামাতেই ধারালো চাকু হাতে দুজন ব্যক্তি বাসে ওঠেন। বাসে উঠেই তারা সামনের দিকের যাত্রীদের মুঠোফোন, মানিব্যাগ ছিনিয়ে নেন। পরে তারা কয়েকজন নারী যাত্রীর গলা থেকে চেইন ছিনিয়ে নেন।
ছিনতাইকারীরা বাসের পেছনের দিকে গেলে যাত্রীদের কয়েকজন তাদের বাধা দেন। এ সময় ছিনতাইকারীরা ধারালো ছুরি দিয়ে যাত্রীদের আঘাত করলে বেশ কয়েকজন আহত হন। একপর্যায়ে ছিনতাইকারীরা বাস থেকে নেমে পালিয়ে যায়।
আলকামা আজাদ নামে বাসের এক যাত্রী বলেন, সাভারের ব্যাংক টাউন থেকে পুলিশ টাউন এর মাঝামাঝি ব্রিজের কাছাকাছি যাত্রী নেওয়ার উদ্দেশে বাসটি দাঁড়িয়েছিল। এ সময় দুজন ছিনতাইকারী বাসে উঠেন। তাদের দুজনের হাতেই ছুরি ছিল। ছিনতাইকারীরা বাসের পেছনের দিকে গেলে কয়েকজন যাত্রী তাদের বাধা দেয়। যাত্রীরা ছিনতাইকারীদের ধরতে গেলে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে হেল্পারসহ তিনজন আহত হন। এ সময় বাসে ১৫-২০ জন যাত্রী ছিল।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, বাসে ছিনতাইয়ের ঘটনাটি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।
ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের অ্যাডভান্সড পুলিশ টাউন এলাকায় যাত্রীবাহী বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বাধা দিতে গেলে ছিনতাইকারীদের ছুরির আঘাতে অন্তত ৩ যাত্রী আহত হয়েছেন। আহতদের রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে সাভার অ্যাডভান্সড পুলিশ টাউন এলাকার ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী বাসের যাত্রীরা জানান, মানিকগঞ্জ থেকে ঢাকার ফুলবাড়ীয়ার উদ্দেশে যাচ্ছিল শুভযাত্রা কো: প্রা: লি: পরিবহনের একটি বাস (মানিকগঞ্জ ব ১-১০০১৮)। চালক যাত্রী নেওয়ার উদ্দেশে বাসটি থামাতেই ধারালো চাকু হাতে দুজন ব্যক্তি বাসে ওঠেন। বাসে উঠেই তারা সামনের দিকের যাত্রীদের মুঠোফোন, মানিব্যাগ ছিনিয়ে নেন। পরে তারা কয়েকজন নারী যাত্রীর গলা থেকে চেইন ছিনিয়ে নেন।
ছিনতাইকারীরা বাসের পেছনের দিকে গেলে যাত্রীদের কয়েকজন তাদের বাধা দেন। এ সময় ছিনতাইকারীরা ধারালো ছুরি দিয়ে যাত্রীদের আঘাত করলে বেশ কয়েকজন আহত হন। একপর্যায়ে ছিনতাইকারীরা বাস থেকে নেমে পালিয়ে যায়।
আলকামা আজাদ নামে বাসের এক যাত্রী বলেন, সাভারের ব্যাংক টাউন থেকে পুলিশ টাউন এর মাঝামাঝি ব্রিজের কাছাকাছি যাত্রী নেওয়ার উদ্দেশে বাসটি দাঁড়িয়েছিল। এ সময় দুজন ছিনতাইকারী বাসে উঠেন। তাদের দুজনের হাতেই ছুরি ছিল। ছিনতাইকারীরা বাসের পেছনের দিকে গেলে কয়েকজন যাত্রী তাদের বাধা দেয়। যাত্রীরা ছিনতাইকারীদের ধরতে গেলে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে হেল্পারসহ তিনজন আহত হন। এ সময় বাসে ১৫-২০ জন যাত্রী ছিল।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, বাসে ছিনতাইয়ের ঘটনাটি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।
রাজধানীর মিরপুরের পল্লবীতে মেট্রোরেল স্টেশনের পিলারে মোটরসাইকেলের ধাক্কা লেগে ইমন মোল্লা (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ১২টার দিকে পল্লবীতে মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ২টার...
৪ মিনিট আগেবিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
৩২ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
৩৭ মিনিট আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
৪১ মিনিট আগে