Ajker Patrika

টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরি, সাভারে পরিবেশ অধিদপ্তরের অভিযান

সাভার (ঢাকা) প্রতিনিধি
টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরি। ছবি: আজকের পত্রিকা
টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরি। ছবি: আজকের পত্রিকা

ঢাকার সাভারে অভিযান চালিয়ে পরিবেশ দূষণকারী টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরির অবৈধ চারটি কারখানাকে চার লাখ টাকা জরিমানাসহ কারখানা বন্ধের নির্দেশ জারি করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের হারুরিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস।

টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরি। ছবি: আজকের পত্রিকা
টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরি। ছবি: আজকের পত্রিকা

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস জানান, অসাধু ব্যবসায়ীরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চারটি কারখানায় অবৈধভাবে টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরি করে বাজারে বিক্রি করে আসছিল। যার ফলে এলাকার জীববৈচিত্র্য চরম হুমকির মুখে পড়ে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আজ সেখানে অভিযান পরিচালনা করে চারটা কারখানার মালিককে নগদ চার লাখ টাকা জরিমানা করা হয়।

এ সময় কারখানা চারটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কারখানাগুলো বন্ধ করার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি দ্রুত সময়ে মালামাল অপসারণের নির্দেশ দেওয়া হয়।

এ সময় সাভারের পরিবেশ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরে নিয়মিত নজরদারি থাকার কথা জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোটেলে নিয়ে ধর্ষণ: অতিরিক্ত রক্তক্ষরণে কিশোরীর মৃত্যুর অভিযোগ, দুই যুবক আটক

ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাসদর

গ্রেপ্তারি পরোয়ানায় মর‍াল এফেক্ট পড়েছে, তবে সেনাবাহিনী ন্যায়ের পক্ষে অটল: সেনাসদর

বিয়ের আংটি পরলেন ইশরাক

দূতাবাসে আফগানমন্ত্রীর সংবাদ সম্মেলনে নারীদের বাধা, ‘কোনো ভূমিকা নেই’ বলল ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত