Ajker Patrika

সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান হত্যা মামলায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৩: ৫৮
সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান হত্যা মামলায় গ্রেপ্তার

সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরীকে রাজধানীর আদাবর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ রোববার ঢাকা মহানগর হাকিম মেহেদী হাসান গ্রেপ্তার দেখানোর এই নির্দেশ দেন। 

সকালে মেহেদী হাসানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর উপস্থিতিতে শুনানি শেষে আদালত গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। 

ঢাকার আদালতের আদাবর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই হেলাল উদ্দিন গ্রেপ্তার দেখানোর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তার দেখানোর পর মেহেদী হাসান চৌধুরীকে আবার কারাগারে পাঠানো হয়েছে। 

আদাবর থানায় দায়ের করা পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাকিব আল হাসান, চিত্রনায়ক ফেরদৌস আহমেদসহ ১৫৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়। 

গত ২২ আগস্ট পোশাকশ্রমিক রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে আদাবর থানায় মামলাটি দায়ের করেন। 

মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, গত ৫ আগস্ট রুবেল আদাবরের রিং রোডে ছাত্র-জনতার প্রতিবাদী মিছিলে অংশ নেন। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, প্ররোচনা, সাহায্য, সহযোগিতা ও প্রত্যক্ষ মদদে মিছিলে গুলি ছোড়া হয়। এতে বুকে ও পেটে গুলিবিদ্ধ হন রুবেল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ আগস্ট মারা যান তিনি। 

মামলায় আসামির তালিকায় দল হিসেবে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, বাংলাদেশ তাঁতী লীগ, বাংলাদেশ কৃষক লীগ, বাংলাদেশ মৎস্যজীবী লীগের নামও রয়েছে। 

গ্রেপ্তার দেখানোর আবেদনে আদাবর থানার পুলিশ পরিদর্শক আব্দুল মালেক উল্লেখ করেছেন, এই মামলায় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলকে রিমান্ডে নেওয়া হবে। 

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর ভারতে পালানোর সময় ঝিনাইদহ পুলিশ মেহেদী হাসান চৌধুরীকে আটক করে। পরে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ১০ সেপ্টেম্বর তাঁকে ঝিনাইদহ কারাগারে রাখা হয়। এরপর ঢাকার আদালতের নির্দেশে তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

এলাকার খবর
Loading...