Ajker Patrika

বাসাবাড়িতে কার্যকর পয়োবর্জ্য ব্যবস্থাপনা করতে হবে: মেয়র আতিক 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাসাবাড়িতে কার্যকর পয়োবর্জ্য ব্যবস্থাপনা করতে হবে: মেয়র আতিক 

ঢাকার বাসাবাড়িতে কার্যকর পয়োবর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা ২০২২ সালের মধ্যে এই বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করব। ২০২৩ সালের মধ্যেই রাজধানীর অভিজাত এলাকার বাসিন্দাদের নিজস্ব উদ্যোগে বাসাবাড়িতে কার্যকর পয়োবর্জ্য ব্যবস্থাপনা থাকতে হবে।’ 

সোমবার রাজধানীর গুলশান-২ নম্বরে ডিএনসিসির প্রধান কার্যালয় নগর ভবনে আয়োজিত দুই দিন ব্যাপী চলমান ‘নিরাপদ পয়োবর্জ্য ব্যবস্থাপনা: আমাদের করণীয়’ শীর্ষক কর্মশালার শেষ দিনে সভাপতির বক্তব্যে মেয়র আতিকুল ইসলাম এসব কথা বলেন। 

ডিএনসিসির মেয়র বলেন, ‘লেকগুলি দূষিত, খালগুলি দূষিত, বৃষ্টির পানি নামার সাধারণ নর্দমা দিয়ে মানুষের পয়োবর্জ্য খালে-লেকে গিয়ে পড়ে। এতে রাজধানীর মানুষদের ভয়াবহ স্বাস্থ্যঝুঁকির মুখে পড়তে হচ্ছে। এটা আর চলতে দেওয়া যায় না।’ 

ডিএনসিসির খাল প্রসঙ্গে আতিকুল ইসলাম বলেন, ‘ডিএনসিসি আওতাধীন খালসমূহ ২০২৪ সালের মধ্যে দৃষ্টিনন্দন ও আধুনিক খালে রূপান্তর করা হবে। এটি করতে অন্যতম প্রধান চ্যালেঞ্জ পয়োবর্জ্য ব্যবস্থাপনা। জনসচেতনতা তৈরি করে এটি করতে হবে। লেক-খালগুলোকে আমরা রোগ জীবাণু ছড়ানোর কারখানায় পরিণত করতে পারি না।’

আতিকুল ইসলাম আরও বলেন, ‘পয়োবর্জ্য নিষ্কাশনে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও সংযুক্ত করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এ সমস্যা সমাধান সম্ভব।’ 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সাংসদ সালমান ফজলুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘যারা নিজ দায়িত্বে বাড়িতে পয়োবর্জ্য ব্যবস্থাপনা করবে তাদেরকে আর্থিক প্রণোদনা প্রদানের বিষয়টি বিবেচনার করা প্রয়োজন।’ 

সাংবাদিক মিথিলা ফারজানার সঞ্চালনায় প্যানেল আলোচনায় আরও অংশ গ্রহণ করেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল, ইউনিসেফের ওয়াশ বিভাগের প্রধান জাইদ জুরজি, রাজউকের চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নুরী, এফবিসিসিআই এর সভাপতি মো. জসিম উদ্দিন, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত