Ajker Patrika

আমিই যেন হত্যার শিকার শেষ সাংবাদিকের মেয়ে হই: নিহত সাংবাদিক নাদিমের মেয়ে 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ১৭: ৫১
আমিই যেন হত্যার শিকার শেষ সাংবাদিকের মেয়ে হই: নিহত সাংবাদিক নাদিমের মেয়ে 

আমি যেন হত্যার শিকার শেষ সাংবাদিকের মেয়ে হই। এরপর এই দেশে আর কোনো সাংবাদিক খুন যেন না হয়। আমার পর আর কোনো মেয়ে যেন তাঁর সাংবাদিক বাবাকে না হারায়। এমন দাবি জানান জামালপুরের নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের মেয়ে রাবেয়াতুল জান্নাত। 

আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের উদ্যোগে সাংবাদিক হত্যা, নির্যাতন বন্ধ ও দ্রুত বিচারের দাবিতে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। 
 
রাবেয়াতুল জান্নাত আরও বলেন, ‘আগেও আমার আব্বুর ওপর অনেকবার হামলা হয়েছে, কিন্তু তার কোনো বিচার হয়নি। যদি বিচার হতো তাহলে তাঁকে খুন হতে হতো না। ২২ আসামির মাত্র পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি ১৭ আসামিকেও যেন দ্রুত গ্রেপ্তার করা হয়। শুধু সিসিটিভি ফুটেজ দেখে নয়, এই হত্যার নেপথ্যে যারা আছে তাদেরও বিচারের আওতায় আনতে হবে।’ 

বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, ‘সাংবাদিক হত্যার বিচার না করা দেশের ভাবমূর্তির জন্য খারাপ। নাদিম হত্যার বিচার না করলে দেশের ভাবমূর্তির সর্বনাশ হবে। এর আগে যেসব সাংবাদিক হত্যার শিকার হয়েছেন, তার বিচার না হওয়ায় বিদেশেও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এই হত্যায় যদি আওয়ামী লীগেরও কেউ জড়িত থাকে তবে তাদেরও বিচার করতে হবে।’ 

বিএফইউজের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএফইউজের মহাসচিব দ্বীপ আজাদ, সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আক্তার হোসেনসহ অন্যরা। 

সমাবেশ শেষে বিএফইউজে ও ডিইউজের নেতারা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে একটি স্মারকলিপি প্রদান করতে সচিবালয়ে যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত