জাবি প্রতিনিধি
‘হিস্টোরিসাইজিং ১৯৭১ জেনোসাইড: স্টেট ভার্সেস পারসন’ বইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির নিন্দা জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ। বইটির লেখক হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও জেনোসাইড স্টাডিজ সেন্টারের পরিচালক ইমতিয়াজ আহমেদ।
গতকাল রোববার রাতে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সদস্যসচিব অধ্যাপক বশির আহমেদের সই করা এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, অধ্যাপক ইমতিয়াজ বইতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চের ভাষণের পর ‘জয় বাংলার’ সঙ্গে ‘জয় পাকিস্তান’ বলেছিলেন বলে উল্লেখ করেন। এই বইতে একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক সৃষ্টি করেন এবং একাত্তরের গণহত্যার বিচার না হওয়ার জন্য বঙ্গবন্ধু ও তাঁর সরকারকে দায়ী করেন।
এতে আরও বলা হয়, ‘একাত্তরের গণহত্যার বিচারের ক্ষেত্রে ওই সময়ের বাঙালিদের হাতে বিহারিদের হত্যার বিচার হওয়া উচিত বলে এই বইতে দাবি করেন তিনি। তাই বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ অধ্যাপক ইমতিয়াজের ইতিহাস বিকৃতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং গ্রন্থটি আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।’
বিবৃতিতে সংগঠনটি আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বলে, ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ সর্বোপরি ইতিহাসকে বিকৃত করার অপচেষ্টার জন্য অনতিবিলম্বে অধ্যাপক ইমতিয়াজ আহমেদকে জেনোসাইড স্টাডিজ সেন্টারের পরিচালকের পদ থেকে অব্যাহতি এবং তাঁর বইটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘বইয়ে আলোচিত বিষয়গুলো ইতিমধ্যে রাষ্ট্রীয় ও একাডেমিকভাবে সমাধান হয়েছে। এগুলো নিয়ে নতুন করে বিতর্কের কোনো জায়গা নেই। ‘জয় বাংলা’ দিয়ে শেষ হওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ ইউনেসকো কর্তৃক বিশ্ব ঐতিহ্য দলিল হিসেবে স্বীকৃত। অধ্যাপক ইমতিয়াজ আহমেদের ‘জয় পাকিস্তান’ স্লোগানের দাবি ইতিহাসের অনস্বীকার্য বিকৃতি। তিনি আন্তর্জাতিক পরিসরে স্বীকৃত ‘জয় বাংলা’ সংবলিত ৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণটিকে চ্যালেঞ্জ করেছেন। অধ্যাপক আহমেদ তাঁর গ্রন্থে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে বিকৃতভাবে উপস্থাপন করে স্বাধীনতাবিরোধীদের দোসর হিসেবে কাজ করছেন।’
‘হিস্টোরিসাইজিং ১৯৭১ জেনোসাইড: স্টেট ভার্সেস পারসন’ বইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির নিন্দা জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ। বইটির লেখক হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও জেনোসাইড স্টাডিজ সেন্টারের পরিচালক ইমতিয়াজ আহমেদ।
গতকাল রোববার রাতে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সদস্যসচিব অধ্যাপক বশির আহমেদের সই করা এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, অধ্যাপক ইমতিয়াজ বইতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চের ভাষণের পর ‘জয় বাংলার’ সঙ্গে ‘জয় পাকিস্তান’ বলেছিলেন বলে উল্লেখ করেন। এই বইতে একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক সৃষ্টি করেন এবং একাত্তরের গণহত্যার বিচার না হওয়ার জন্য বঙ্গবন্ধু ও তাঁর সরকারকে দায়ী করেন।
এতে আরও বলা হয়, ‘একাত্তরের গণহত্যার বিচারের ক্ষেত্রে ওই সময়ের বাঙালিদের হাতে বিহারিদের হত্যার বিচার হওয়া উচিত বলে এই বইতে দাবি করেন তিনি। তাই বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ অধ্যাপক ইমতিয়াজের ইতিহাস বিকৃতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং গ্রন্থটি আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।’
বিবৃতিতে সংগঠনটি আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বলে, ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ সর্বোপরি ইতিহাসকে বিকৃত করার অপচেষ্টার জন্য অনতিবিলম্বে অধ্যাপক ইমতিয়াজ আহমেদকে জেনোসাইড স্টাডিজ সেন্টারের পরিচালকের পদ থেকে অব্যাহতি এবং তাঁর বইটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘বইয়ে আলোচিত বিষয়গুলো ইতিমধ্যে রাষ্ট্রীয় ও একাডেমিকভাবে সমাধান হয়েছে। এগুলো নিয়ে নতুন করে বিতর্কের কোনো জায়গা নেই। ‘জয় বাংলা’ দিয়ে শেষ হওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ ইউনেসকো কর্তৃক বিশ্ব ঐতিহ্য দলিল হিসেবে স্বীকৃত। অধ্যাপক ইমতিয়াজ আহমেদের ‘জয় পাকিস্তান’ স্লোগানের দাবি ইতিহাসের অনস্বীকার্য বিকৃতি। তিনি আন্তর্জাতিক পরিসরে স্বীকৃত ‘জয় বাংলা’ সংবলিত ৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণটিকে চ্যালেঞ্জ করেছেন। অধ্যাপক আহমেদ তাঁর গ্রন্থে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে বিকৃতভাবে উপস্থাপন করে স্বাধীনতাবিরোধীদের দোসর হিসেবে কাজ করছেন।’
নারায়ণগঞ্জে দুই সপ্তাহের ব্যবধানে জেলা বিএনপির আওতাধীন আট নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এসব আদেশের পেছনে রয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, খুন ও চাঁদাবাজির অভিযোগ। কিন্তু এভাবে একের পর এক বহিষ্কার করেও বিএনপির নেতা-কর্মীদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। উল্টো তাঁরা নতুন নতুন অভিযোগে প্রশ্নবিদ্ধ...
২ ঘণ্টা আগে২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে গত এক বছরে বগুড়ায় একের পর এক উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলেও জেলা পুলিশের সদস্যরা কোথাও লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল বা রাবার বুলেট চালানোর মতো বলপ্রয়োগ করেনি। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ৩৭ লাখ জনসংখ্যার এই জেলায় নানা ধরনের অপরাধ সংঘটিত হলেও গত বছরের ৫ আগস্টের পর...
৪ ঘণ্টা আগেফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরেরা উদ্দেশ্যমূলকভাবে বিচার বিভাগকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ফোরামের সভাপতি জয়নুল আবেদীন।
৪ ঘণ্টা আগেঅ্যানিমেল হাজবেন্ড্রি ও ডক্টর অব ভেটিরিনারি মেডিসিন উভয় ডিসিপ্লিনের সমন্বয়ে কম্বাইন্ড ডিগ্রি প্রদানের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ দাবিতে অ্যানিমেল হাজবেন্ড্রি বিভাগের শিক্ষার্থীরা এ
৪ ঘণ্টা আগে