Ajker Patrika

ক্রোয়েশিয়ায় মানব পাচারের অভিযোগে রাজধানীতে গ্রেপ্তার ১ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ক্রোয়েশিয়ায় মানব পাচারের অভিযোগে রাজধানীতে গ্রেপ্তার ১ 

ক্রোয়েশিয়ায় মানব পাচারের অভিযোগে একেএম মাহফুজুর রহমান নামে এক ব্যক্তিকে রাজধানীর মতিঝিল এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ শনিবার র‍্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক দাবি করেছেন—একেএম মাহফুজুর রহমান ক্রোয়েশিয়ায় মানব পাচারকারী চক্রের মূল হোতা। 

মাহফুজুর রহমানের বাড়ি ফরিদপুরে। গত রোববার রাতে মতিঝিল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, ‘জনশক্তি রপ্তানির কোনো বৈধ লাইসেন্স না থাকা সত্ত্বেও তাঁরা ক্রোয়েশিয়ায় উচ্চ বেতনে চাকরি, বছরে দুটি বোনাস, থাকা খাওয়া ফ্রীসহ চাকরি দেওয়ার মতো লোভনীয় কথাবার্তা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।’ 

র‍্যাব কর্মকর্তা আরিফ মহিউদ্দিন আরও বলেন, ‘ক্রোয়েশিয়ায় পাঠানোর জন্য তারা প্রথমে বিভিন্ন ব্যক্তিকে টুরিস্ট ভিসায় ভারতে পাঠান। ভারতে তাদের একটি রুমে আটকে রেখে ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে মোটা লাখ লাখ টাকা দাবি করে। তাদের চাহিদা অনুযায়ী টাকা পাওয়ার পর ভুক্তভোগীকে ভারতের কোনো একটি স্থানে রেখে চক্রটি যোগাযোগ বন্ধ করে দেয়। এভাবে চক্রটি দেশের বিভিন্ন এলাকার সাধারণ লোকজনকে প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে মানব পাচার করে আসছিল।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

পাকিস্তান সেনাপ্রধানের পরমাণু যুদ্ধের হুমকির জবাবে যা বলল ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত