নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর বেইলি রোডে ডিমবোঝাই পর পর দুটি ভ্যানকে ধাক্কা দেওয়ার পর মালিকপক্ষের পরামর্শে চট্টগ্রামে বন্ধুর বাসায় আত্মগোপনে ছিলেন ট্রাকচালক জসিম (৩২)। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
এর আগে গতকাল বুধবার র্যাব-৩ ও র্যাব-৭ এর যৌথ অভিযানে চট্টগ্রামের চাঁদগাও এলাকা থেকে জসিমকে গ্রেপ্তার করা হয়।
খন্দকার আল মঈন জানান, গত সোমবার ভোরে রাজধানীর বেইলি রোডে একটি সিমেন্ট কোম্পানির ট্রাক ডিম বহনকারী দুটি ভ্যানকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে নূর আলম (৩৩) নামের এক ভ্যানচালক ট্রাকের নিচে চাপা পড়ে মারা যান এবং আরেক ভ্যানচালক তুহিন (৩০) রাস্তায় ছিটকে পড়ে আহত হন।
জসিমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে র্যাবের এই কর্মকর্তা বলেন, ‘তিনি প্রায় ১০ বছর ধরে গাবতলীর ট্রাক স্ট্যান্ড থেকে ইট/বালু বহনকারী ট্রাক চালাতেন। চলতি মাসের প্রথম দিকে একটি সিমেন্ট কোম্পানিতে মাসিক ৮ হাজার টাকা বেতনে ট্রাক চালক হিসেবে যোগদান করেন। গত রোববার রাতে সিমেন্ট ভর্তি ট্রাকটি নিয়ে মুন্সিগঞ্জ থেকে উত্তরায় যান। সিমেন্ট নামিয়ে ফেরার পথে গত সোমবার ভোরে বেইলি রোডে দুইটি ডিমবোঝাই ভ্যানে সজোরে ধাক্কা দিলে নূর আলম মারা যান।’
খন্দকার আল মঈন বলেন, দুর্ঘটনার পর তিনি ট্রাকটি রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে তার সিমেন্ট কোম্পানির সঙ্গে যোগাযোগ করেন। কর্তৃপক্ষের পরামর্শেই তিনি চট্টগ্রামে পালিয়ে বন্ধুর বাসায় আত্মগোপনে যান।
এক প্রশ্নের জবাবে কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘গত ১০ বছর ধরে ট্রাক চালিয়ে আসলেও জসিম ২০১৮ সালে লাইসেন্স করেন। আমরা মামলার ভিত্তিতে ঘাতক ট্রাকচালককে গ্রেপ্তার করেছি। মামলার তদন্তে তদন্তকারী কর্মকর্তা যদি ওই কোম্পানির সংশ্লিষ্টতা পান তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবেন।’
উল্লেখ্য, নিহত নূর আলম তেজগাঁও রেলস্টেশনের পাশে সপরিবারে ছোট একটি ঘর ভাড়া নিয়ে বসবাস করতেন। তিনি তেজগাঁওয়ের ডিমের আড়ত থেকে ডিম নিয়ে ভ্যানে করে যাত্রাবাড়ী ও জিনজিরায় দোকানে দোকানে ডিম সরবরাহ করে জীবিকা নির্বাহ করতেন। ঘটনার দিন তেজগাঁও আড়ত থেকে ডিম নিয়ে কেরানীগঞ্জের জিনজিরায় যাচ্ছিলেন।
রাজধানীর বেইলি রোডে ডিমবোঝাই পর পর দুটি ভ্যানকে ধাক্কা দেওয়ার পর মালিকপক্ষের পরামর্শে চট্টগ্রামে বন্ধুর বাসায় আত্মগোপনে ছিলেন ট্রাকচালক জসিম (৩২)। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
এর আগে গতকাল বুধবার র্যাব-৩ ও র্যাব-৭ এর যৌথ অভিযানে চট্টগ্রামের চাঁদগাও এলাকা থেকে জসিমকে গ্রেপ্তার করা হয়।
খন্দকার আল মঈন জানান, গত সোমবার ভোরে রাজধানীর বেইলি রোডে একটি সিমেন্ট কোম্পানির ট্রাক ডিম বহনকারী দুটি ভ্যানকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে নূর আলম (৩৩) নামের এক ভ্যানচালক ট্রাকের নিচে চাপা পড়ে মারা যান এবং আরেক ভ্যানচালক তুহিন (৩০) রাস্তায় ছিটকে পড়ে আহত হন।
জসিমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে র্যাবের এই কর্মকর্তা বলেন, ‘তিনি প্রায় ১০ বছর ধরে গাবতলীর ট্রাক স্ট্যান্ড থেকে ইট/বালু বহনকারী ট্রাক চালাতেন। চলতি মাসের প্রথম দিকে একটি সিমেন্ট কোম্পানিতে মাসিক ৮ হাজার টাকা বেতনে ট্রাক চালক হিসেবে যোগদান করেন। গত রোববার রাতে সিমেন্ট ভর্তি ট্রাকটি নিয়ে মুন্সিগঞ্জ থেকে উত্তরায় যান। সিমেন্ট নামিয়ে ফেরার পথে গত সোমবার ভোরে বেইলি রোডে দুইটি ডিমবোঝাই ভ্যানে সজোরে ধাক্কা দিলে নূর আলম মারা যান।’
খন্দকার আল মঈন বলেন, দুর্ঘটনার পর তিনি ট্রাকটি রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে তার সিমেন্ট কোম্পানির সঙ্গে যোগাযোগ করেন। কর্তৃপক্ষের পরামর্শেই তিনি চট্টগ্রামে পালিয়ে বন্ধুর বাসায় আত্মগোপনে যান।
এক প্রশ্নের জবাবে কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘গত ১০ বছর ধরে ট্রাক চালিয়ে আসলেও জসিম ২০১৮ সালে লাইসেন্স করেন। আমরা মামলার ভিত্তিতে ঘাতক ট্রাকচালককে গ্রেপ্তার করেছি। মামলার তদন্তে তদন্তকারী কর্মকর্তা যদি ওই কোম্পানির সংশ্লিষ্টতা পান তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবেন।’
উল্লেখ্য, নিহত নূর আলম তেজগাঁও রেলস্টেশনের পাশে সপরিবারে ছোট একটি ঘর ভাড়া নিয়ে বসবাস করতেন। তিনি তেজগাঁওয়ের ডিমের আড়ত থেকে ডিম নিয়ে ভ্যানে করে যাত্রাবাড়ী ও জিনজিরায় দোকানে দোকানে ডিম সরবরাহ করে জীবিকা নির্বাহ করতেন। ঘটনার দিন তেজগাঁও আড়ত থেকে ডিম নিয়ে কেরানীগঞ্জের জিনজিরায় যাচ্ছিলেন।
রংপুর বিভাগের আট জেলার ২ কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতাল রয়েছে ৬৫টি। এসব হাসপাতালে চিকিৎসকের মোট পদ ১ হাজার ২১৪টি। কিন্তু বর্তমানে কর্মরত ৫৩১ জন, পদ শূন্য ৬৮৩টি। চাহিদার অর্ধেকেরও কম জনবল থাকায় হাসপাতালগুলোয় চিকিৎসা কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে। সেবাপ্রার্থীদের বাধ্য...
২ ঘণ্টা আগেঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী টিকার সংকট দেখা দিয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন রোগীরা। নিরুপায় হয়ে কেউ কেউ চড়া দামে বাইরে থেকে কিনছেন, কেউ আবার টিকা না পাওয়ার ভুগছেন দুশ্চিন্তায়।
২ ঘণ্টা আগেঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ শুক্রবার। পদ্মার উজানে ভারতের ফারাক্কা ব্যারাজ তৈরি করে পানি প্রত্যাহারের প্রতিবাদে ১৯৭৬ সালের এই দিনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে বাংলাদেশের লক্ষাধিক মানুষ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জমায়েত হয়েছিলেন। এখান থেকেই সেদিন মরণ বাঁধ ফারাক্কা অভিমুখে...
২ ঘণ্টা আগে