আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মানুষের যাতায়াতের অন্যতম ভরসা হয়ে দাঁড়িয়েছে ৩৭টি বাঁশের সাঁকো। বর্ষাকালে উপজেলার ১৪টি ইউনিয়নের প্রায় ১ লাখ মানুষের এক গ্রাম থেকে অন্য গ্রামে যোগাযোগের ক্ষেত্রে এসব সাঁকোই ভরসা। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় তাঁদের।
উপজেলা পরিষদ কার্যালয় সূত্রে জানা গেছে, চিত্রকোট ইউনিয়নে ৩টি, বয়রাগাদীতে ২টি, রাজানগরে ৩টি, কোলায় ২টি, শেখরনগরে ৩টি, বাসাইলে ৩টি, মালখানগরে ২টি, কেয়াইনে ৩টি, মধ্যপাড়ায় ২টি, রশুনিয়ায় ৩টি, লতব্দীতে ৩টি, জৈনসারে ২টি, বালুচরে ৩টি ও ইছাপুরা ইউনিয়নে ৩টি বাঁশের সাঁকো রয়েছে।
এদিকে ইছামতী শাখানদীসহ উপজেলার ওই সব ইউনিয়নের বিভিন্ন গ্রামের খাল পারাপারে মানুষের যাতায়াতে বাঁশের সাঁকোতে দুর্ভোগের চিত্র দেখা মিলবে পুরো বর্ষাজুড়ে। বর্ষার শুরুতেই এসব বাঁশের সাঁকো মেরামত শুরু করে দিয়েছেন স্থানীয় গ্রামের লোকজন। তবু মৌসুম পেরোতে গিয়ে অনেক সাঁকোই নড়বড়ে হয়ে যাতায়াতে হবে ভোগান্তি। শাখানদী ও খাল পারাপারে প্রতিদিন দুর্ভোগ ও ভোগান্তিকে সঙ্গী করেই চলতে হয় গ্রামের মানুষকে।
সম্প্রতি এসব এলাকা সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার রাজানগর ইউনিয়নের সৈয়দপুর বাজারসংলগ্ন ইছামতী শাখানদীর ওপর রয়েছে ১০০ ফুটের বেশি দৈর্ঘ্যের একটি বাঁশের সাঁকো। এটি শাখানদীর পাড়ের ফুলহার গ্রামের বাসিন্দাদের যাতায়াতে একমাত্র ভরসা। ওই গ্রামের হাজি ইস্পাহানি বলেন, ‘৫০ বছর ধরে দেখে আসছি এই বাঁশের সাঁকো। জনপ্রতিনিধিরা সেতু করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভোট নেন। এভাবে কত সরকার এল-গেল, কিন্তু এখানে সেতু হলো না। তাই আমরা এখন আর কারও প্রতিশ্রুতি চাই না, সেতু চাই।’
উপজেলার বাসাইল ইউনিয়নের উত্তর রাঙ্গামালিয়া গ্রামের খালের ওপর নির্মিত বাঁশের সাঁকোতে যাতায়াত করে থাকেন অর্ধশত পরিবার। বর্ষায় সাঁকো চলাচল করতে গিয়ে তাদের পড়তে হয় বিড়ম্বনায়।
অন্যদিকে উপজেলার শেখরনগর ইউনিয়নের ফইনপুর গ্রামে ইছামতী শাখানদী পারাপারের জন্য ১ কিলোমিটারের মধ্যে পৃথক দুটি বাঁশের সাঁকো রয়েছে। সাঁকো দুটি শতফুট দৈর্ঘ্য। আর ওই সাঁকোয় ইউনিয়নের ফইনপুর, কালসুর, কানাইনগর, হাটখোলা, কৃষ্ণনগর, খারসুলসহ অন্তত ১০টি গ্রামের মানুষ যুগের পর যুগ দুটি বাঁশের সাঁকো দিয়েই নদী পারাপার হচ্ছেন।
উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. আসিফ উল্লাহ বলেন, ‘যেসব জায়গা আমাদের মানদণ্ডের মধ্যে পড়ে, যেমন এক রাস্তা থেকে অন্য আরেকটি রাস্তায় সংযোগ দিতে হয়, সেসব স্থানে আমরা সেতু নির্মাণ করি। এ ছাড়া ছোট খালের ওপর যেগুলো পড়ে, সেগুলো উপজেলা পিআইও অফিস থেকে কালভার্টের আওতায় পড়ে। আমরা ইতিমধ্যে অনেক স্থানের জন্য সেতু নির্মাণের প্রস্তাব পাঠিয়েছি। অনুমোদন এলে কাজ শুরু করা হবে।’
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মানুষের যাতায়াতের অন্যতম ভরসা হয়ে দাঁড়িয়েছে ৩৭টি বাঁশের সাঁকো। বর্ষাকালে উপজেলার ১৪টি ইউনিয়নের প্রায় ১ লাখ মানুষের এক গ্রাম থেকে অন্য গ্রামে যোগাযোগের ক্ষেত্রে এসব সাঁকোই ভরসা। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় তাঁদের।
উপজেলা পরিষদ কার্যালয় সূত্রে জানা গেছে, চিত্রকোট ইউনিয়নে ৩টি, বয়রাগাদীতে ২টি, রাজানগরে ৩টি, কোলায় ২টি, শেখরনগরে ৩টি, বাসাইলে ৩টি, মালখানগরে ২টি, কেয়াইনে ৩টি, মধ্যপাড়ায় ২টি, রশুনিয়ায় ৩টি, লতব্দীতে ৩টি, জৈনসারে ২টি, বালুচরে ৩টি ও ইছাপুরা ইউনিয়নে ৩টি বাঁশের সাঁকো রয়েছে।
এদিকে ইছামতী শাখানদীসহ উপজেলার ওই সব ইউনিয়নের বিভিন্ন গ্রামের খাল পারাপারে মানুষের যাতায়াতে বাঁশের সাঁকোতে দুর্ভোগের চিত্র দেখা মিলবে পুরো বর্ষাজুড়ে। বর্ষার শুরুতেই এসব বাঁশের সাঁকো মেরামত শুরু করে দিয়েছেন স্থানীয় গ্রামের লোকজন। তবু মৌসুম পেরোতে গিয়ে অনেক সাঁকোই নড়বড়ে হয়ে যাতায়াতে হবে ভোগান্তি। শাখানদী ও খাল পারাপারে প্রতিদিন দুর্ভোগ ও ভোগান্তিকে সঙ্গী করেই চলতে হয় গ্রামের মানুষকে।
সম্প্রতি এসব এলাকা সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার রাজানগর ইউনিয়নের সৈয়দপুর বাজারসংলগ্ন ইছামতী শাখানদীর ওপর রয়েছে ১০০ ফুটের বেশি দৈর্ঘ্যের একটি বাঁশের সাঁকো। এটি শাখানদীর পাড়ের ফুলহার গ্রামের বাসিন্দাদের যাতায়াতে একমাত্র ভরসা। ওই গ্রামের হাজি ইস্পাহানি বলেন, ‘৫০ বছর ধরে দেখে আসছি এই বাঁশের সাঁকো। জনপ্রতিনিধিরা সেতু করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভোট নেন। এভাবে কত সরকার এল-গেল, কিন্তু এখানে সেতু হলো না। তাই আমরা এখন আর কারও প্রতিশ্রুতি চাই না, সেতু চাই।’
উপজেলার বাসাইল ইউনিয়নের উত্তর রাঙ্গামালিয়া গ্রামের খালের ওপর নির্মিত বাঁশের সাঁকোতে যাতায়াত করে থাকেন অর্ধশত পরিবার। বর্ষায় সাঁকো চলাচল করতে গিয়ে তাদের পড়তে হয় বিড়ম্বনায়।
অন্যদিকে উপজেলার শেখরনগর ইউনিয়নের ফইনপুর গ্রামে ইছামতী শাখানদী পারাপারের জন্য ১ কিলোমিটারের মধ্যে পৃথক দুটি বাঁশের সাঁকো রয়েছে। সাঁকো দুটি শতফুট দৈর্ঘ্য। আর ওই সাঁকোয় ইউনিয়নের ফইনপুর, কালসুর, কানাইনগর, হাটখোলা, কৃষ্ণনগর, খারসুলসহ অন্তত ১০টি গ্রামের মানুষ যুগের পর যুগ দুটি বাঁশের সাঁকো দিয়েই নদী পারাপার হচ্ছেন।
উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. আসিফ উল্লাহ বলেন, ‘যেসব জায়গা আমাদের মানদণ্ডের মধ্যে পড়ে, যেমন এক রাস্তা থেকে অন্য আরেকটি রাস্তায় সংযোগ দিতে হয়, সেসব স্থানে আমরা সেতু নির্মাণ করি। এ ছাড়া ছোট খালের ওপর যেগুলো পড়ে, সেগুলো উপজেলা পিআইও অফিস থেকে কালভার্টের আওতায় পড়ে। আমরা ইতিমধ্যে অনেক স্থানের জন্য সেতু নির্মাণের প্রস্তাব পাঠিয়েছি। অনুমোদন এলে কাজ শুরু করা হবে।’
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
১ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
৪ মিনিট আগেরাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
১৩ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
২৪ মিনিট আগে