Ajker Patrika

মানুষের কষ্টের টাকায় তৈরি হয় একেকজন সায়েন্টিস্ট: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৫ জুন ২০২২, ১৭: ৩৮
মানুষের কষ্টের টাকায় তৈরি হয় একেকজন সায়েন্টিস্ট: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

সাভারে সড়ক দুর্ঘটনায় পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের তিন কর্মকর্তা ও এক গাড়িচালকের মৃত্যুর ঘটনায় আক্ষেপ প্রকাশ করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। তিনি বলেন, ‘কত মানুষের ট্যাক্সের টাকা, কষ্টের টাকা দিয়ে তৈরি করি একেকজন সায়েন্টিস্টকে। যেসব কর্মকর্তা মারা গেছেন, এর মধ্যে একজন তো খুবই সিনিয়র, বাকি দুজন মিড লেভেলের। তাঁদের তো রিপ্লেসমেন্ট নাই আমাদের কাছে। এই দুঃখের কথা কাকে বলব!’ 

আজ রোববার দুপুরে আহত কর্মকর্তা ও কর্মচারীদের দেখতে সশরীরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হন প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। 

শোকাহত স্বজন ও সহকর্মীদের সহমর্মিতা জানাতে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে আসেন তিনি। এ সময় শোকাহত স্বজনদের আর্তনাদ ও কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানো ও সহায়তার আশ্বাস দেন প্রযুক্তিমন্ত্রী। এ সময় তাঁর সঙ্গে বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় ও পরমাণু শক্তি কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সাভারের সড়ক দুর্ঘটনায় বিধ্বস্ত বাস-ট্রাকবৈজ্ঞানিক কর্মকর্তাদের এমন বিয়োগান্তে দুঃখ প্রকাশ করে মন্ত্রী আরও বলেন, ‘এটা খুবই দুঃখজনক যে আমরা রাস্তাঘাটে রেকলেসলি চালাই গাড়িগুলো। সেভাবে বলি হয় এসব সাধারণ মানুষ, যারা দেশকে কিছু দিতে পারেন, সেই মানুষগুলো সরে যাচ্ছেন। এটা খুবই দুঃখজনক ঘটনা। আমরা যত দূর পারি তাঁদের সহায়তা করব।’ 

এর আগে রোববার সকালে সাভারের বলিয়ারপুরে ঢাকা-আরিচা মহাসড়কে দুটি বাস ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের দুই বৈজ্ঞানিক কর্মকর্তা, একজন প্রকৌশলী ও একজন গাড়িরচালক নিহত হন। এ সময় তাঁদের আরও প্রায় ১০ জন সহকর্মী আহত হন বলে জানান পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের চিফ সায়েন্টিফিক অফিসার মো. সায়েম মাহমুদ। এর মধ্যে গুরুতর আহতদের ওই হাসপাতালে ভর্তি করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত