নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুলিশের হেফাজতে মারা যাওয়া জনি হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি রাসেলকে মাদকসহ গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার বিকেলে রাসেলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মোরশেদ।
ওসি মোরশেদ জানান, লালবাগ থেকে হেরোইনসহ রাসেল ইসলাম নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৭৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য সাড়ে সাত লাখ টাকা।
তিনি বলেন, রাসেলকে গ্রেপ্তারের পর আমরা জানতে পেরেছি সে মিরপুরের জনি হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি। সে একসময় পুলিশের সোর্স হিসেবে কাজ করেছে। তার বিরুদ্ধে আরও দুইটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
ওসি মোরশেদ আরও বলেন, রাসেলকে গ্রেপ্তারের বিষয়টি পল্লবী থানাকে জানানো হয়েছে। তারা আদালতে শোন অ্যারেস্ট আবেদন করবেন। লালবাগ থানায় রাসেলের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের সঙ্গে আর কেউ জড়িত কি জানতে রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।
উল্লেখ্য, ২০১৪ সালের ৯ ফেব্রুয়ারি মিরপুরের ইরানি ক্যাম্পের এক গায়ে হলুদের অনুষ্ঠান থেকে জনিসহ আট যুবকে গ্রেপ্তার করে পল্লবী থানায় নিয়ে অমানুষিক নির্যাতন চালায় এসআই জাহিদসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সোর্স রাসেল। এ ঘটনায় পুলিশ হেফাজতে জনির মৃত্যু হয়।
এ ঘটনায় ছয় বছর আইনি লড়াই শেষে ২০২০ সালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কেএম ইমরুল কায়েসের আদালত এক ঐতিহাসিক রায় দেন। এতে এসআই জাহিদ, এএসআই রাশেদুল ও এএসআই কামরুজ্জামান মিন্টুর যাবজ্জীবন এবং পুলিশের দুই সোর্স সুমন ও রাসেলকে সাত বছর কারাদণ্ডের আদেশ দেন আদালত। পরে হাইকোর্টে আপিল করায় বর্তমানে মামলাটি উচ্চ আদালতে বিচারাধীন অবস্থায় রয়েছে। এ মামলার আসামি এএসআই কামরুজ্জামান মিন্টু ও পুলিশের সোর্স রাসেল পলাতক ছিলেন। অবশেষে রাসেলকে গ্রেপ্তার করল পুলিশ।
পুলিশের হেফাজতে মারা যাওয়া জনি হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি রাসেলকে মাদকসহ গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার বিকেলে রাসেলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মোরশেদ।
ওসি মোরশেদ জানান, লালবাগ থেকে হেরোইনসহ রাসেল ইসলাম নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৭৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য সাড়ে সাত লাখ টাকা।
তিনি বলেন, রাসেলকে গ্রেপ্তারের পর আমরা জানতে পেরেছি সে মিরপুরের জনি হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি। সে একসময় পুলিশের সোর্স হিসেবে কাজ করেছে। তার বিরুদ্ধে আরও দুইটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
ওসি মোরশেদ আরও বলেন, রাসেলকে গ্রেপ্তারের বিষয়টি পল্লবী থানাকে জানানো হয়েছে। তারা আদালতে শোন অ্যারেস্ট আবেদন করবেন। লালবাগ থানায় রাসেলের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের সঙ্গে আর কেউ জড়িত কি জানতে রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।
উল্লেখ্য, ২০১৪ সালের ৯ ফেব্রুয়ারি মিরপুরের ইরানি ক্যাম্পের এক গায়ে হলুদের অনুষ্ঠান থেকে জনিসহ আট যুবকে গ্রেপ্তার করে পল্লবী থানায় নিয়ে অমানুষিক নির্যাতন চালায় এসআই জাহিদসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সোর্স রাসেল। এ ঘটনায় পুলিশ হেফাজতে জনির মৃত্যু হয়।
এ ঘটনায় ছয় বছর আইনি লড়াই শেষে ২০২০ সালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কেএম ইমরুল কায়েসের আদালত এক ঐতিহাসিক রায় দেন। এতে এসআই জাহিদ, এএসআই রাশেদুল ও এএসআই কামরুজ্জামান মিন্টুর যাবজ্জীবন এবং পুলিশের দুই সোর্স সুমন ও রাসেলকে সাত বছর কারাদণ্ডের আদেশ দেন আদালত। পরে হাইকোর্টে আপিল করায় বর্তমানে মামলাটি উচ্চ আদালতে বিচারাধীন অবস্থায় রয়েছে। এ মামলার আসামি এএসআই কামরুজ্জামান মিন্টু ও পুলিশের সোর্স রাসেল পলাতক ছিলেন। অবশেষে রাসেলকে গ্রেপ্তার করল পুলিশ।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাগর আহমেদ লাভলুকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাতে বাঁশতৈল বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাগর আহমেদ লাভলু বাঁশতৈল ইউনিয়নের গাইরাবেতিল গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
১১ মিনিট আগে৫৫ হাজার টাকার মোবাইল কেনার বায়না ধরে সাব্বির মোল্লা (১৬) নামের এক স্কুলছাত্র কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছে। টের পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসাসেবায় সে প্রাণে বেঁচে যায়। তার এমন কর্মকাণ্ডে পরিবার ও এলাকাবাসী হতবাক।
১৩ মিনিট আগেপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পোড়াগাছা গ্রামের মিলন মাদবর দীর্ঘদিন ধরে ওমানপ্রবাসী। গ্রামের বাড়িতে কেউ না থাকায় মিলন মাদবরের বসতঘরটি পরিত্যক্ত অবস্থায় আছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে পাঁচটি বালতিতে রাখা ৩০টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়।
১৬ মিনিট আগেগাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় ৭ আগস্ট যে স্থানে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করেছিল, সেই একই স্থানে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এক শরবত বিক্রেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত ওই ব্যক্তিকে পরে হাসপাতালে ভর্তি করা হয়।
৩০ মিনিট আগে