Ajker Patrika

অবরোধের কারণে পরীক্ষা বর্জন করলেন ঢাবি ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা 

ঢাবি প্রতিনিধি
আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ১৯: ২৬
অবরোধের কারণে পরীক্ষা বর্জন করলেন ঢাবি ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা 

বিএনপি, জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর টানা ৪৮ ঘণ্টা অবরোধের ফলে প্রথম দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের চতুর্থ সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার এ পরীক্ষা বর্জন করেন তাঁরা। 

এ বিষয়ে বিভাগের একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা হয় আজকের পত্রিকার এই প্রতিবেদকের। তাঁরা বলেন, ‘আজকে অবরোধের কারণে আমরা শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করিনি। অনেকেই অংশগ্রহণ করতে পারত না। অনেকেই রাস্তা দিয়ে আসতে আপত্তিও জানায়। পরে শুনলাম স্যাররা পরীক্ষা কেন্দ্রে এসে কাউকে না পেয়ে চলে গেছেন। তবে আমাদের (শিক্ষার্থী) সিদ্ধান্ত ছিল বিভাগের কেউ পরীক্ষা দেবে না, কিন্তু চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা দুপুরে পরীক্ষা দিয়েছে। আগামীকাল তৃতীয় বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের পরীক্ষা রয়েছে।’ 

সামনের পরীক্ষাগুলো বর্জন করবে কি না জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী বলেন, সেটি পরিস্থিতি বিবেচনায় দেখা যাবে। 

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন বলেন, ‘বিভাগে সকালে পরীক্ষা ছিল। সেটি নিতে গিয়ে দেখি পরীক্ষার কেন্দ্রে কেউ নেই। পরে শিক্ষকেরা কেন্দ্র থেকে চলে আসে।’ 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান বলেন, ‘অবরোধের কারণে আমাদের ক্লাস-পরীক্ষা কোনো কিছু স্থগিত নেই। বিভাগগুলো সুবিধা অনুযায়ী ক্লাস-পরীক্ষা চালিয়ে নিচ্ছে। ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করলে সেটি তাদের ক্ষতি হবে। একটা পরীক্ষা শিডিউল হয়ে গেলে সেটা রি-শিডিউল করা লংটাইম প্রসেস।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত