Ajker Patrika

গাজীপুর কারাগারে বন্দীদের বিক্ষোভ, রাবার বুলেটে আহত ১৬

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ১৫: ৩৯
গাজীপুর কারাগারে বন্দীদের বিক্ষোভ, রাবার বুলেটে আহত ১৬

গাজীপুর জেলা কারাগারে থাকা মাদক ও হত্যা মামলার আসামিরা মুক্তির জন্য বিক্ষোভ করেছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কারাগারে এই বিদ্রোহ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ছোড়া হয়। তাতে ১৬ জন আহত হয়েছেন।

আহত ব্যক্তিদের মধ্যে ১৩ জন বন্দী ও তিনজন কারারক্ষী রয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর সদস্যরা কারাগারে অবস্থান নিয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বিক্ষোভের পর কারাগারের সামনে স্বেচ্ছাসেবীদের অবস্থান। ছবি: আজকের পত্রিকাকারা কর্তৃপক্ষ সূত্র জানায়, জয়দেবপুর-ঢাকা সড়কের পাশেই গাজীপুর জেলা কারাগারের অবস্থান। কয়েক দিন ধরে দেশের বিভিন্ন কারাগারে বন্দীদের বিক্ষোভের খবর গাজীপুর জেলা কারাগারে বন্দীরা জানতে পারেন। এদিকে ছাত্র ও রাজনৈতিক মামলার আসামিদের মুক্তি দিলে সেখানে থাকা মাদক ও হত্যা মামলার আসামিরাও মুক্তির দাবি জানান। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাঁরা বিক্ষোভ শুরু করেন। এ সময় তাঁদের নিয়ন্ত্রণ করতে রাবার বুলেট ছোড়া হয়।

এ বিষয়ে গাজীপুর জেলা কারাগারের চিকিৎসক মাকসুদা আজকের পত্রিকাকে বলেন, কারাগারে বন্দীরা বিদ্রোহ করেছেন। তাতে ১৬ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে কারও মাথা, কারও চোখ, কেউবা পায়ে আঘাত পেয়েছেন। তাঁদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে ১৩ জন বন্দী ও তিনজন কারারক্ষী রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত