Ajker Patrika

মেট্রোরেলের কর্মচারীদের সর্বাত্মক কর্মবিরতি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ১৮: ৪২
মেট্রোরেলের কর্মচারীদের সর্বাত্মক কর্মবিরতি ঘোষণা

ছয় দফা দাবিতে সর্বাত্মক কর্মবিরতি ঘোষণা করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ১০ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা। আজ বৃহস্পতিবার মেট্রোরেলের উত্তরা ডিপোর সামনে মানববন্ধন করে তাঁরা এসব দাবি করেন। 

মানববন্ধনে বলা হয়, বৈষম্যমূলক বেতন কাঠামোর ফলে প্রতিটি কর্মচারী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মেট্রোকর্মীরা প্রতিনিয়ত বঞ্চনা ও বৈষম্যের শিকার হচ্ছে, যা উন্নীত করে বৈষম্যে দূর করা প্রয়োজন। তাই ৬ দফা দাবি আদায় না হওয়া হলে ১০-২০তম গ্রেডে কর্মরত সব কর্মচারী অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতি পালন করবেন। 

এসব দাবি বাস্তবায়নে দৃশ্যমান উদ্যোগ গ্রহণ না করা হলে মেট্রোরেলের সুবিধা হতে ঢাকাবাসী বঞ্চনার জন্য সাবেক স্বৈরাচারী শাসকদের মদদপুষ্ট স্বেচ্ছাচারী, স্বৈরাচারী কর্তৃপক্ষ সম্পূর্ণভাবে দায়ী থাকবে বলেও জানানো হয়। 

তাঁদের দাবিগুলো হলো—১. বর্তমান বেতন কাঠামো অনুযায়ী ১-৯ম গ্রেড পর্যন্ত জাতীয় বেতন স্কেলের ২ দশমিক ৩ গুণ হারে এবং ১০-২০তম গ্রেড পর্যন্ত জাতীয় বেতন স্কেলের ২ গুণ হারে প্রদান করা হচ্ছে; যা পরিবর্তন করে বৈষম্যহীন বেতন কাঠামো। অর্থাৎ, সকল গ্রেডের একই রকম বেতন কাঠামো যা জাতীয় বেতন স্কেল-২০১৫–এর ২ দশমিক ৩ গুণ হারে যোগদানের তারিখ হতে বকেয়াসহ প্রদান করতে হবে। 

 ২. চাকরিতে যোগদানের তারিখ হতে বকেয়াসহ সিপিএফ সুবিধা প্রদান করতে হবে। 

 ৩. অন্য সব সরকারি মালিকানাধীন কোম্পানি ও অন্যান্য দেশের মেট্রোর সঙ্গে সমন্বয় করে পদোন্নতি ব্যবস্থা চালু করণসহ সব ধরনের ভাতাদি সংবলিত সার্ভিস রুলস দ্রুত সময়ের মধ্যে প্রদান করতে হবে। 

 ৪. শিক্ষানবিশকাল শেষে অন্য সব সরকারি মালিকানাধীন কোম্পানির মতো যোগদানের তারিখ হতে স্থায়ীকরণ (নিয়মিতকরণ) করতে হবে। 

 ৫. স্টেশন, ডিপোসহ সব স্থানে পর্যাপ্ত নিরাপত্তাসহ পরিবহনব্যবস্থা নিশ্চিত করে ডিউটি প্রদান করতে হবে।

৬. সর্বোপরি কর্মক্ষেত্রে স্বৈরাচারী মনোভাব ও বৈষম্যমূলক আচরণ এবং ব্যক্তিগত আক্রোশের বহিঃপ্রকাশ না ঘটানো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত