Ajker Patrika

অত লাফাইয়ো না, তুমি তো দেশেই আসতে পারবা না: তারেক রহমানকে কাদের সিদ্দিকী

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ১৭ মার্চ ২০২৩, ২২: ২৪
অত লাফাইয়ো না, তুমি তো দেশেই আসতে পারবা না: তারেক রহমানকে কাদের সিদ্দিকী

বিএনপির সমালোচনা করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ‘বিএনপি যে পরিমাণ লাফালাফি করতেছে, এদের একজন ইংল্যান্ড থেকেই লাফায়। ভাতিজা তারেক রহমান; অত লাফাইয়ো না, তুমি তো দেশেই আসতে পারবা না। এত লাফাইতেছ কিসের জন্য?’

আজ শুক্রবার বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কামালিয়াচালা মাদ্রাসামাঠে হাতীবান্ধা ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন। 

তারেক রহমানের উদ্দেশে কাদের সিদ্দিকী বলেন, ‘ওর চাইতে ওর মা ভালো ছিল, কিন্তু এই লোকটা (তারেক রহমান) ভালো না। বিএনপির এক নেতা বলেন, বাংলাদেশের চেয়ে পাকিস্তানই ভালো ছিল। আরে বেটা, আপনি পাকিস্তান চলে যান। বাংলাদেশ না হলে মানুষের বাড়িতে কাজও পেতেন না।’ 

কাদের সিদ্দিকী বলেন, ‘যদি বঙ্গবন্ধু ওই অসময়ে মরে না যেতেন, তবে এই দেশ আরও শতগুণ-হাজার গুণ উন্নত হতো। আমি মুক্তিযুদ্ধ করেছিলাম—এই দেশের মানুষ শান্তিতে থাকবে বলে। যার ক্ষমতা, সে গরিবের মাথার ওপর পা দিয়ে যাবে না। যদি কেউ গরিবের মাথায় পাড়া দেয়, তবে তার পা গুঁড়িয়ে দেওয়া হবে।’ 

জনসভায় কাদের সিদ্দিকী আরও বলেন, ‘আমি সারা জীবন আওয়ামী লীগ করেছি। কিন্তু আওয়ামী লীগ তাদের কথা রাখে নাই। আটিয়া বন অধ্যাদেশ বাতিল করা হবে বলা হয়েছিল, কিন্তু বাতিল করে নাই। এক কোটি লোকের চাকরি দেওয়ার কথা ছিল, ১০ লাখ লোকেরও চাকরি দিতে পারে নাই। এই কারণে আমি আওয়ামী লীগ ছেড়ে দিয়ে নতুন দল কৃষক শ্রমিক জনতা লীগ করেছিলাম। সারা দেশে হুসেইন মুহম্মদ এরশাদের একটি সিদ্ধান্তও এখন আর কার্যকর নেই, কিন্তু আমার পাহাড়ের আটিয়া বন অধ্যাদেশ এখনো আছে। এই সুযোগে বন কর্মকর্তা ঘর দিতে গেলে টাকা নেয়।’

বন কর্মকর্তাদের হুঁশিয়ার করে কাদের সিদ্দিকী বলেন, ‘এরপর কোনো কর্মকর্তা আমার পাহাড়ের মানুষের কাছে টাকা চাইলে তাদের খাওয়াদাওয়া বন্ধ করে দেওয়া হবে। একজন মানুষও তার কোনো কাজ করবে না। অথচ এ বিষয়ে আজ থেকে প্রায় দুই বছর আগে আইনের খসড়া হয়েছে, পাহাড়ের যে জায়গায় যেমন আছে তেমনি থাকবে। যত দিন জরিপ শেষ না হচ্ছে, তত দিন বন বিভাগ মানুষের বাড়িতে গিয়ে হস্তক্ষেপ করতে পারবে না।’ 

জনসভায় হাতীবান্ধা ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সভাপতিত্বে কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীর প্রতীক, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, দলটির জেলা কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হালিম সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ টি এম সালেক হিটলু, সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবদুস ছবুর খান, সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজিব, সানোয়ার হোসেন মাস্টার, দুলাল হোসেন, আশিক জাহাঙ্গীর প্রমুখ বক্তব্য দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত