Ajker Patrika

ফোন কল পেয়ে রাতে বের হন, সকালে মিলল হাত-পা বাঁধা লাশ

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২২ মার্চ ২০২৩, ১৭: ৩৮
ফোন কল পেয়ে রাতে বের হন, সকালে মিলল হাত-পা বাঁধা লাশ

মোবাইল ফোনে কল পেয়ে গতকাল মঙ্গলবার রাতে ঘর থেকে বের হন আতিয়ার রহমান (৫১)। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। আজ বুধবার সকালে তাঁর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া রূপায়ণ মাঠ এলাকায়।

নিহত আতিয়ার রংপুর সদরের উত্তর খলেয়ার হাজিপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে। তিনি আশুলিয়ার জামগড়া এলাকায় বসবাস করে প্রাইভেটকার চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। 

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ভজন চন্দ্র রায়। তিনি বলেন, ‘যে মোবাইল ফোন নম্বরের কলে আতিয়ারকে ডেকে নেওয়া হয় ওই নম্বরের সূত্র ধরে খোঁজ নেওয়া হচ্ছে। আসামি গ্রেপ্তার হলে হত্যাকাণ্ডের বিষয়টি স্পষ্ট হওয়া যাবে। নিহতের হাত ও পা বাঁধা ছিল। তাঁর শরীরে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’ 

আতিয়ারের স্ত্রী দুলালী বেগম জানান, আতিয়ার অন্যের প্রাইভেটকার ভাড়ায় চালাতেন। গতকাল রাত ৮টার দিকে মোবাইল ফোনে অজ্ঞাত ব্যক্তির কল পেয়ে গাড়ি চালানোর কথা বলে তিনি ঘর থেকে বের হন। এরপর আর ফিরে আসেননি। আজ সকালে স্থানীয় লোকজন আশুলিয়ার জামগড়া রূপায়ণ মাঠ এলাকায় হাত-পা বাঁধা অবস্থায় তাঁর লাশ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত