ঢামেক প্রতিবেদক
রাজধানীর দক্ষিণ কমলাপুরে দেবরের ছুরিকাঘাতে আয়েশা খানম মনি (৪৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ রোববার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ কমলাপুর কবরস্থান গলিতে নিহতের নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় স্বজনেরা ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত মাসুদ হাওলাদার (৪৭) পলাতক রয়েছেন।
নিহতের আরেক দেবর মো. আবু জাফর জানান, তাঁরা ৩ ভাই। তিনি ও তাঁর ছোট ভাই পরিবার নিয়ে ওই বাড়িতে থাকেন। আর তাঁর বড় ভাই স্ত্রী আয়েশা খানম মনি ও দুই সন্তানকে নিয়ে পাশের একটি বাড়িতে থাকেন। সকালে সেই বাড়ি থেকে শাশুড়িকে দেখতে আসছিলেন আয়েশা। এ সময় বাড়ির সামনেই তাঁদের মেজ ভাই মাসুদ আয়েশাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকেন। একপর্যায়ে আয়েশা মাটিতে লুটিয়ে পড়লে মাসুদ দৌড়ে পালিয়ে যায়।
আবু জাফরের স্ত্রী জেসমিন আক্তার এবং অন্যান্য স্বজনেরা দাবি করেন, মাসুদ মানসিক ভারসাম্যহীন। এর আগেও এলাকায় কয়েকজনকে মারধর করেছেন। তবে ভাবি আয়েশা খানমের সঙ্গে মাসুদের কোনো দ্বন্দ্ব ছিল না। তবে মাসুদ তাঁর স্ত্রীর সঙ্গে কারও কোনো কথা-কাটাকাটি বা ঝগড়া দেখলে তাঁকেই টার্গেট করত। এর বাইরে কোনো কারণ রয়েছে কি না সেটি জানাতে পারেনি কেউ।
নিহত আয়েশার স্বামী নাসির উদ্দিন মামুন একটি ব্যাংকে পিয়ন পদে চাকরি করেন। মেয়ে সিদ্ধেশ্বরী গার্লস কলেজে অনার্স ৩য় বর্ষে এবং ছেলে বিএএফ শাহিন কলেজের উচ্চমাধ্যমিক ১ম বর্ষের শিক্ষার্থী।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। নিহতের শরীরের কয়েক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
রাজধানীর দক্ষিণ কমলাপুরে দেবরের ছুরিকাঘাতে আয়েশা খানম মনি (৪৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ রোববার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ কমলাপুর কবরস্থান গলিতে নিহতের নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় স্বজনেরা ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত মাসুদ হাওলাদার (৪৭) পলাতক রয়েছেন।
নিহতের আরেক দেবর মো. আবু জাফর জানান, তাঁরা ৩ ভাই। তিনি ও তাঁর ছোট ভাই পরিবার নিয়ে ওই বাড়িতে থাকেন। আর তাঁর বড় ভাই স্ত্রী আয়েশা খানম মনি ও দুই সন্তানকে নিয়ে পাশের একটি বাড়িতে থাকেন। সকালে সেই বাড়ি থেকে শাশুড়িকে দেখতে আসছিলেন আয়েশা। এ সময় বাড়ির সামনেই তাঁদের মেজ ভাই মাসুদ আয়েশাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকেন। একপর্যায়ে আয়েশা মাটিতে লুটিয়ে পড়লে মাসুদ দৌড়ে পালিয়ে যায়।
আবু জাফরের স্ত্রী জেসমিন আক্তার এবং অন্যান্য স্বজনেরা দাবি করেন, মাসুদ মানসিক ভারসাম্যহীন। এর আগেও এলাকায় কয়েকজনকে মারধর করেছেন। তবে ভাবি আয়েশা খানমের সঙ্গে মাসুদের কোনো দ্বন্দ্ব ছিল না। তবে মাসুদ তাঁর স্ত্রীর সঙ্গে কারও কোনো কথা-কাটাকাটি বা ঝগড়া দেখলে তাঁকেই টার্গেট করত। এর বাইরে কোনো কারণ রয়েছে কি না সেটি জানাতে পারেনি কেউ।
নিহত আয়েশার স্বামী নাসির উদ্দিন মামুন একটি ব্যাংকে পিয়ন পদে চাকরি করেন। মেয়ে সিদ্ধেশ্বরী গার্লস কলেজে অনার্স ৩য় বর্ষে এবং ছেলে বিএএফ শাহিন কলেজের উচ্চমাধ্যমিক ১ম বর্ষের শিক্ষার্থী।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। নিহতের শরীরের কয়েক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
গত ২৮ জুলাই নাট্যকলা বিভাগের শিক্ষক নিয়োগের লিখিত, মৌখিক ও প্রেজেন্টেশন পরীক্ষায় তারা উত্তীর্ণ হন। পরে নিয়ম অনুযায়ী ডোপ টেস্টে অংশ নিলে দুজনের শরীরে গাঁজা জাতীয় মাদকের উপস্থিতি মেলে।
২ মিনিট আগেমুফিজুল হক সিকদার দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। শুক্রবার (৮ আগস্ট) আসরের নামাজের পর রাউজান উপজেলার নোয়াজিশপুর ইউনিয়নের ফতেহনগর গ্রামের ফতেহ মোহাম্মদ সিকদার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
৬ মিনিট আগেসুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থীসহ ৩ জনের প্রাণ কেড়ে নেওয়া ঘাতক বাসচালককে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব। বৃহস্পতিবার দিবাগত রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাকির আলম (৩৫) সিলেটের বিশ্বনাথের...
১ ঘণ্টা আগেমাদারীপুর সদর, রাজৈর, কালকিনি, শিবচর ও ডাসার উপজেলায় কাগজে-কলমে ১৭টি নদনদী থাকলেও বর্তমানে দৃশ্যমান ১০টি। এর মধ্যে পদ্মা, পালরদী, আড়িয়াল খাঁ, ময়নাকাটা, বিষারকান্দি ও কুমার নদ উল্লেখযোগ্য। এসব নদনদী ঘিরে জেলার ৫ উপজেলায় ৩৪টি স্লুইস গেট নির্মাণ করা হয়েছিল। এর মধ্যে ২৯টি পুরোপুরি অকেজো, আর বাকি ৫টিও
১ ঘণ্টা আগে