Ajker Patrika

রাজধানীতে ছুরিকাঘাতে নারীর মৃত্যু, অভিযুক্ত দেবর পলাতক

ঢামেক প্রতিবেদক
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর দক্ষিণ কমলাপুরে দেবরের ছুরিকাঘাতে আয়েশা খানম মনি (৪৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ রোববার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ কমলাপুর কবরস্থান গলিতে নিহতের নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় স্বজনেরা ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত মাসুদ হাওলাদার (৪৭) পলাতক রয়েছেন।

নিহতের আরেক দেবর মো. আবু জাফর জানান, তাঁরা ৩ ভাই। তিনি ও তাঁর ছোট ভাই পরিবার নিয়ে ওই বাড়িতে থাকেন। আর তাঁর বড় ভাই স্ত্রী আয়েশা খানম মনি ও দুই সন্তানকে নিয়ে পাশের একটি বাড়িতে থাকেন। সকালে সেই বাড়ি থেকে শাশুড়িকে দেখতে আসছিলেন আয়েশা। এ সময় বাড়ির সামনেই তাঁদের মেজ ভাই মাসুদ আয়েশাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকেন। একপর্যায়ে আয়েশা মাটিতে লুটিয়ে পড়লে মাসুদ দৌড়ে পালিয়ে যায়।

আবু জাফরের স্ত্রী জেসমিন আক্তার এবং অন্যান্য স্বজনেরা দাবি করেন, মাসুদ মানসিক ভারসাম্যহীন। এর আগেও এলাকায় কয়েকজনকে মারধর করেছেন। তবে ভাবি আয়েশা খানমের সঙ্গে মাসুদের কোনো দ্বন্দ্ব ছিল না। তবে মাসুদ তাঁর স্ত্রীর সঙ্গে কারও কোনো কথা-কাটাকাটি বা ঝগড়া দেখলে তাঁকেই টার্গেট করত। এর বাইরে কোনো কারণ রয়েছে কি না সেটি জানাতে পারেনি কেউ।

নিহত আয়েশার স্বামী নাসির উদ্দিন মামুন একটি ব্যাংকে পিয়ন পদে চাকরি করেন। মেয়ে সিদ্ধেশ্বরী গার্লস কলেজে অনার্স ৩য় বর্ষে এবং ছেলে বিএএফ শাহিন কলেজের উচ্চমাধ্যমিক ১ম বর্ষের শিক্ষার্থী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। নিহতের শরীরের কয়েক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৌকীর-বিপাশা বিদেশে স্থায়ী হয়েছেন যে কারণে

ফিলিস্তিনকে আজই রাষ্ট্রের স্বীকৃতি দেবে আরও ৬ দেশ, বিরোধিতা ইসরায়েল–যুক্তরাষ্ট্রের

ধর্ষণের শিকার শিশুর স্বজনকে মারতে উদ্যত হওয়া সেই চিকিৎসক বরখাস্ত

আশ্বিনে ৯ ঘণ্টায় ১০৫ মিলিমিটার বৃষ্টি কি স্বাভাবিক, যা বলছে আবহাওয়া অধিদপ্তর

সখীপুরে বনপ্রহরীদের ওপর হামলা: ইউপি সদস্য, বিএনপি নেতাসহ ৭ জনের নামে মামলা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত