ঢামেক প্রতিবেদক
রাজধানীর খিলগাঁওয়ের সিপাহিবাগ এলাকার একটি বাসায় স্ত্রীর ওপর অভিমান করে আবু সাঈদ মাতুব্বর (৩০) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। ওই যুবক পেশায় রিকশাচালক ছিলেন।
আজ রোববার দুপুর দেড়টার দিকে সিপাহিবাগ নুরানী মসজিদ গলির বাসায় এই ঘটনাটি ঘটে। দেখতে পেয়ে স্বজনেরা মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
মৃত আবু সাঈদের চাচা মো. জসিম মাতব্বর জানান, তাদের বাড়ি মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ খাকছাড়া গ্রামে। তার বাবার নাম মো. জাহাঙ্গীর মাতব্বর। বর্তমানে খিলগাঁওয়ে সিপাইবাগ নূরানী মসজিদ গলি এলাকার একটি বাসার পাঁচতলার চতুর্থ তলায় ভাড়া থাকতেন।
তিনি আরও জানান, দুপুরের দিকে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় আবু সাঈদের। অভিমান করে রুমে গিয়ে দরজা বন্ধ করে দেন। পরে অনেকক্ষণ কোনো সাড়া-শব্দ না পেয়ে দরজা ভেঙে দেখা যায়, সাঈদ ফ্যানের সঙ্গ গলায় রশি পেঁচিয়ে ঝুলে আছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশে সহযোগিতার ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
এ বিষয়ে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহাগ বলেন, ‘আমরা খবর পেয়ে দুপুরের দিকে সিপাহিবাগের ওই বাসায় যাই। সেখানে ওই যুবককে ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ঝুলে থাকতে দেখা যায়। পরে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।’
তিনি আরও বলেন, ‘ওই যুবকের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, পারিবারিক কলহের জেরে ওই যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’
রাজধানীর খিলগাঁওয়ের সিপাহিবাগ এলাকার একটি বাসায় স্ত্রীর ওপর অভিমান করে আবু সাঈদ মাতুব্বর (৩০) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। ওই যুবক পেশায় রিকশাচালক ছিলেন।
আজ রোববার দুপুর দেড়টার দিকে সিপাহিবাগ নুরানী মসজিদ গলির বাসায় এই ঘটনাটি ঘটে। দেখতে পেয়ে স্বজনেরা মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
মৃত আবু সাঈদের চাচা মো. জসিম মাতব্বর জানান, তাদের বাড়ি মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ খাকছাড়া গ্রামে। তার বাবার নাম মো. জাহাঙ্গীর মাতব্বর। বর্তমানে খিলগাঁওয়ে সিপাইবাগ নূরানী মসজিদ গলি এলাকার একটি বাসার পাঁচতলার চতুর্থ তলায় ভাড়া থাকতেন।
তিনি আরও জানান, দুপুরের দিকে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় আবু সাঈদের। অভিমান করে রুমে গিয়ে দরজা বন্ধ করে দেন। পরে অনেকক্ষণ কোনো সাড়া-শব্দ না পেয়ে দরজা ভেঙে দেখা যায়, সাঈদ ফ্যানের সঙ্গ গলায় রশি পেঁচিয়ে ঝুলে আছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশে সহযোগিতার ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
এ বিষয়ে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহাগ বলেন, ‘আমরা খবর পেয়ে দুপুরের দিকে সিপাহিবাগের ওই বাসায় যাই। সেখানে ওই যুবককে ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ঝুলে থাকতে দেখা যায়। পরে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।’
তিনি আরও বলেন, ‘ওই যুবকের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, পারিবারিক কলহের জেরে ওই যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’
রাজশাহীতে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মার পানি। ফুলে-ফেঁপে ওঠা পদ্মার পানি বিভাগীয় এই শহরের বিপৎসীমা থেকে মাত্র ৭৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অবস্থায় শহরের টি-বাঁধে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সরিয়ে নিতে বলা হয়েছে দোকানপাট।
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহের মামলা করেছে ডিবি পুলিশ। সোমবার (১১ আগস্ট) দুপুরে খুলনার সোনাডাঙ্গা থানায় মামলাটি করেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায়।
২ ঘণ্টা আগের্যাব মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, ‘আমরা এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছি। র্যাব বিলুপ্ত হবে কি না এ নিয়ে চিন্তাভাবনা করছি না। এটি সরকার দেখবে।’
২ ঘণ্টা আগেসিলেটের এমসি কলেজ ছাত্রদলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ সামি এবং সাধারণ সম্পাদক হয়েছেন জুনেদুর রহমান জুনেদ। সোমবার কলেজ অডিটরিয়ামে দীর্ঘ ২১ বছর পর কাউন্সিলের মাধ্যমে ভোটারদের সরাসরি ভোটে তাঁরা নির্বাচিত হন। পরে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
৩ ঘণ্টা আগে