নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সদ্য কারামুক্ত মাওলানা মামুনুল হক ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গিয়েছিলেন। আজ শনিবার বিকেলে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে প্রবেশ করে প্রায় আড়াই ঘণ্টা অবস্থান করেন তিনি। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে তিনি বের হন। বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, জব্দ মোবাইল ফেরত নিতে তিনি ডিবি কার্যালয়ে এসেছিলেন। তবে এ বিষয়ে ডিবির কর্মকর্তারা কোনো কথা বলেননি।
আজ বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ করেন মামুনুল হক।
ডিবি কার্যালয় থেকে বের হয়ে মামুনুল হক সাংবাদিকদের বলেন, ‘আমাকে যখন গ্রেপ্তার করা হয়েছিল, তখন মামলার আলামত হিসেবে মোবাইল ফোনটি জব্দ করা হয়েছিল। সেই মোবাইল ফোনটি নিতে আমি আজ ডিবি কার্যালয়ে এসেছি।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মামুনুল হক বলেন, ‘আমাকে ডিবি কর্মকর্তারা ডাকেননি এবং মামলা সংক্রান্ত কোনো বিষয়ে জিজ্ঞাসাবাদও করেননি। মামলার আলামত হিসেবে জব্দ করা আমার মোবাইল ফোনটি নিতে আমি ডিবি কার্যালয়ে এসেছিলাম।’
মোবাইল ফোনটি ফেরত পেয়েছেন কি না জানতে চাইলে, তিনি কোনো উত্তর না দিয়ে ব্যক্তিগত গাড়িতে উঠে পড়েন।
৩ মে মামুনুল হক কারাগার থেকে মুক্তি পান। তিনি বের হয়ে কারাফটকে এবং মোহাম্মদপুরে একাধিক পথসভায় বক্তব্য দেন। কয়েক দিন ধরে তিনি তাঁর বন্দিজীবন নিয়ে বিভিন্ন ওয়াজ মাহফিলে বক্তব্য দিচ্ছেন। এসব বক্তব্যে তাঁকে সরকারের সমালোচনা করতেও দেখা যায়।
তবে মামুনুল হকের ডিবি কার্যালয়ে আসা বিষয় নিয়ে পুলিশের কেউ কোনো বক্তব্য দিতে রাজি হননি।
হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সদ্য কারামুক্ত মাওলানা মামুনুল হক ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গিয়েছিলেন। আজ শনিবার বিকেলে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে প্রবেশ করে প্রায় আড়াই ঘণ্টা অবস্থান করেন তিনি। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে তিনি বের হন। বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, জব্দ মোবাইল ফেরত নিতে তিনি ডিবি কার্যালয়ে এসেছিলেন। তবে এ বিষয়ে ডিবির কর্মকর্তারা কোনো কথা বলেননি।
আজ বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ করেন মামুনুল হক।
ডিবি কার্যালয় থেকে বের হয়ে মামুনুল হক সাংবাদিকদের বলেন, ‘আমাকে যখন গ্রেপ্তার করা হয়েছিল, তখন মামলার আলামত হিসেবে মোবাইল ফোনটি জব্দ করা হয়েছিল। সেই মোবাইল ফোনটি নিতে আমি আজ ডিবি কার্যালয়ে এসেছি।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মামুনুল হক বলেন, ‘আমাকে ডিবি কর্মকর্তারা ডাকেননি এবং মামলা সংক্রান্ত কোনো বিষয়ে জিজ্ঞাসাবাদও করেননি। মামলার আলামত হিসেবে জব্দ করা আমার মোবাইল ফোনটি নিতে আমি ডিবি কার্যালয়ে এসেছিলাম।’
মোবাইল ফোনটি ফেরত পেয়েছেন কি না জানতে চাইলে, তিনি কোনো উত্তর না দিয়ে ব্যক্তিগত গাড়িতে উঠে পড়েন।
৩ মে মামুনুল হক কারাগার থেকে মুক্তি পান। তিনি বের হয়ে কারাফটকে এবং মোহাম্মদপুরে একাধিক পথসভায় বক্তব্য দেন। কয়েক দিন ধরে তিনি তাঁর বন্দিজীবন নিয়ে বিভিন্ন ওয়াজ মাহফিলে বক্তব্য দিচ্ছেন। এসব বক্তব্যে তাঁকে সরকারের সমালোচনা করতেও দেখা যায়।
তবে মামুনুল হকের ডিবি কার্যালয়ে আসা বিষয় নিয়ে পুলিশের কেউ কোনো বক্তব্য দিতে রাজি হননি।
রাজধানীর উত্তরা থেকে বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরার ৭ নম্বর সেক্টরের সাঙ্গাম মোড় এলাকা থেকে মঙ্গলবার (১২ আগস্ট) রাত পৌনে ১২টায় তাঁকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া নজরুল ইসলাম সওদাগর জামালপুরের পৌর যুবলীগের আহ্বায়ক বলেও জানা গেছে।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের বাকলিয়ায় চাঁদা না দেওয়ায় এক চিকিৎসককে মেরে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। ঘটনার পর একটি ভবনের ভেতর রক্তাক্ত অবস্থায় অবরুদ্ধ থাকা ওই চিকিৎসক ফেসবুক লাইভে এসে বিষয়টি জানালে পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
২ ঘণ্টা আগেগোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে হামলা-সংঘর্ষে পাঁচজনের নিহতের ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি কাজ শুরু করেছে। আজ মঙ্গলবার তদন্ত কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বীর মুক্তিযোদ্ধা ড. মো. আবু তারিকের নেতৃত্বে তদন্ত কমিটির সদস্যরা তদন্তকাজ শুরু করেছেন।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের ফটিকছড়িতে স্কুলে ঢুকে এক শিক্ষককে পেটানোর অভিযোগ পাওয়া গেছে এক আওয়ামী লীগ নেতার ভাতিজার বিরুদ্ধে। আজ মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ৩টার দিকে উপজেলার পাইন্দং ইউপির হাইদ চকিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় প্রধান শিক্ষক সুনব বড়ুয়া বাধা দিতে গেলে তাঁকেও আঘাত করেন ওই ব্যক্তি।
২ ঘণ্টা আগে