নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সালমান এফ. রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সাইনোভিয়া ফার্মা পিএলসির ৩৮০ জন শ্রমিক-কর্মচারী তাদের ৩২ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানিয়েছেন। আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান।
‘সাইনোভিয়া ফার্মার সাধারণ শ্রমিক কর্মচারীবৃন্দ’ ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা দ্রুত বেতন পরিশোধের আহ্বান জানান এবং প্রতিষ্ঠানটির ম্যানেজমেন্টের আনা মিথ্যা অভিযোগের তীব্র প্রতিবাদ জানান।
সাইনোভিয়া ফার্মার সিনিয়র টেরিটরি ম্যানেজার মো. মাহমুদ হাসান লিখিত বক্তব্যে জানান, ৩৮০ জন কর্মী সাইনোভিয়া ফার্মার স্থায়ী কর্মচারী হিসেবে কাজ করছেন। তারা ৩২ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে গত ১২ আগস্ট থেকে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছেন। বিষয়টি শ্রম অধিদপ্তর ও অন্যান্য সরকারি দপ্তরকে জানানো হলেও এখনো কোনো সুরাহা হয়নি।
তিনি আরও বলেন, গত ২১ অক্টোবর ম্যানেজমেন্ট এক সংবাদ সম্মেলনে শ্রমিকদের অবস্থান কর্মসূচিকে বেআইনি ও অযৌক্তিক বলে দাবি করে। কিন্তু শ্রমিকেরা এ অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন উল্লেখ করেন এবং জানান যে, বেতন পরিশোধের দাবি সম্পূর্ণ আইনগতভাবে বৈধ এবং আদালত কর্তৃক সমর্থিত।
মাহমুদ হাসান অভিযোগ করেন, গত ২১ সেপ্টেম্বর ম্যানেজমেন্ট সহযোগিতায় শ্রমিকদের ওপর হামলা চালানো হয় এবং মূল ফটকে তালা লাগিয়ে অফিসে প্রবেশ বাধাগ্রস্ত করে। তিনি জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করলে প্রকৃত ঘটনা স্পষ্ট হয়ে যাবে।
আগামী ২৪ অক্টোবর ঢাকায় আপস মীমাংসার আরেকটি সভা অনুষ্ঠিত হবে। যেখানে সাইনোভিয়া ফার্মার মালিকপক্ষের প্রতিনিধি উপস্থিত থেকে শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাইনোভিয়া ফার্মা পিএলসি এর সিনিয়র টেরিটরি ম্যানেজার সঞ্জীব চক্রবর্তীসহ অনেক কর্মকর্তা-কর্মচারী।
সালমান এফ. রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সাইনোভিয়া ফার্মা পিএলসির ৩৮০ জন শ্রমিক-কর্মচারী তাদের ৩২ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানিয়েছেন। আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান।
‘সাইনোভিয়া ফার্মার সাধারণ শ্রমিক কর্মচারীবৃন্দ’ ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা দ্রুত বেতন পরিশোধের আহ্বান জানান এবং প্রতিষ্ঠানটির ম্যানেজমেন্টের আনা মিথ্যা অভিযোগের তীব্র প্রতিবাদ জানান।
সাইনোভিয়া ফার্মার সিনিয়র টেরিটরি ম্যানেজার মো. মাহমুদ হাসান লিখিত বক্তব্যে জানান, ৩৮০ জন কর্মী সাইনোভিয়া ফার্মার স্থায়ী কর্মচারী হিসেবে কাজ করছেন। তারা ৩২ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে গত ১২ আগস্ট থেকে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছেন। বিষয়টি শ্রম অধিদপ্তর ও অন্যান্য সরকারি দপ্তরকে জানানো হলেও এখনো কোনো সুরাহা হয়নি।
তিনি আরও বলেন, গত ২১ অক্টোবর ম্যানেজমেন্ট এক সংবাদ সম্মেলনে শ্রমিকদের অবস্থান কর্মসূচিকে বেআইনি ও অযৌক্তিক বলে দাবি করে। কিন্তু শ্রমিকেরা এ অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন উল্লেখ করেন এবং জানান যে, বেতন পরিশোধের দাবি সম্পূর্ণ আইনগতভাবে বৈধ এবং আদালত কর্তৃক সমর্থিত।
মাহমুদ হাসান অভিযোগ করেন, গত ২১ সেপ্টেম্বর ম্যানেজমেন্ট সহযোগিতায় শ্রমিকদের ওপর হামলা চালানো হয় এবং মূল ফটকে তালা লাগিয়ে অফিসে প্রবেশ বাধাগ্রস্ত করে। তিনি জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করলে প্রকৃত ঘটনা স্পষ্ট হয়ে যাবে।
আগামী ২৪ অক্টোবর ঢাকায় আপস মীমাংসার আরেকটি সভা অনুষ্ঠিত হবে। যেখানে সাইনোভিয়া ফার্মার মালিকপক্ষের প্রতিনিধি উপস্থিত থেকে শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাইনোভিয়া ফার্মা পিএলসি এর সিনিয়র টেরিটরি ম্যানেজার সঞ্জীব চক্রবর্তীসহ অনেক কর্মকর্তা-কর্মচারী।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেছে জাপানের ১১০ সদস্যের একটি বিনিয়োগকারী দল। ব্র্যাক ইপিএলের উদ্যোগে জাপানি প্রতিনিধিদলটি সোনারগাঁয়ের অনন্য স্থাপত্যকীর্তি প্রাচীন পানাম নগরী, বড় সরদার বাড়ি, শিল্পাচার্য জয়নুল আবেদিন লোক ও কারুশিল্প জাদুঘর পরিদর্শন করে।
১০ মিনিট আগেবগুড়ার আদমদীঘিতে মিনি ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৭০) নামের এক ব্যাটারিচালিত টমটমের চালক নিহত হয়েছেন। এ ছাড়া খন্দকার নিশাত নামের স্কুলশিক্ষক আহত হন। আজ মঙ্গলবার সকালে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাতে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে
১ ঘণ্টা আগেএ ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন আছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার চর শিবপুর এলাকার রুবেল মিয়ার মেয়ে সোহাগী (১৮), কালু মিয়ার স্ত্রী রাবেয়া (৫০) ও একই জেলার নবীনগর থানার আলিয়াবাগ এলাকার মোহাম্মদ আলীর ছেলে রিয়াদ (১০)।
১ ঘণ্টা আগে