Ajker Patrika

মাদারীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

মাদারীপুরে মুখোশ পড়ে মুদি দোকানদার আব্দুল মতিন মৃধাকে (৫০) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া বাজারে এ ঘটনা ঘটেছে।

আহত আব্দুল মতিন মৃধা একই এলাকার মৃত মন্নান মৃধার ছেলে ও চরমুগরিয়া বাজারের মুদি ব্যবসায়ী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে নিজ দোকান থেকে পাশের দোকানে মোবাইলে টাকা রিচার্জ করতে যান আব্দুল মতিন। আগে থেকে ওত পেতে থাকা একদল মুখোশধারী দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এ সময় মতিনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে বাজারে অন্য ব্যবসায়ীরা মতিনকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতের মা জাহানারা বেগম বলেন, ‘আমার ছেলের সঙ্গে কারও শত্রুতা নেই। যারা হামলা চালিয়েছে তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’

আহত আব্দুল মতিন মৃধা বলেন, ‘মোবাইলে টাকা রিচার্জ করতে গেলে এই হামলা চালানো হয়। যারা হামলা চালিয়েছে তারা সবাই মুখোশপরা ছিল। আমি এই ঘটনার বিচার চাই।’

মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালের চিকিৎসক কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, আহত মতিনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। রক্ত বন্ধ করার জন্য প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, হামলার ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত