Ajker Patrika

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন ঘটবে না, সাদ্দাম-ইনানের প্রতিশ্রুতি

ঢাবি প্রতিনিধি
সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন ঘটবে না, সাদ্দাম-ইনানের প্রতিশ্রুতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত পেশাদার সাংবাদিক এবং ঢাবি সাংবাদিক সমিতির সদস্যদের পেশাদার দায়িত্ব পালনে কোনো ধরনের বিঘ্ন ঘটবে না বলে প্রতিশ্রুতি দেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান।

আজ বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎকালে এই প্রতিশ্রুতি দেন সাদ্দাম-ইনান। 

সাক্ষাৎকালে সমিতির পক্ষ থেকে সভাপতি মামুন তুষার ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রুবেল তাদের শুভেচ্ছা জানান। এ সময় সমিতির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং ঢাবিতে কর্মরত পেশাদার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

সাদ্দাম হোসেন বলেন, ‘ঢাবি সাংবাদিক সমিতি গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণে যুগোপযোগী ও সাহসী ভূমিকা পালন করে, সাংবাদিক সমিতি ইতিবাচক চিন্তা, গণতান্ত্রিক মনোভাব এবং মুক্তিযুদ্ধের চেতনা লালন করে। আমরা দায়িত্ব পালনকালে সাংবাদিক সমিতির সর্বোচ্চ সহযোগিতা পাব বলে আশা রাখছি।’ 

শেখ ইনান বলেন, ‘দায়িত্ব পালনকালে সাংবাদিকদের পেশাদার কাজে কোনো বিঘ্ন ঘটবে না বলে নিশ্চয়তা দিতে পারি। ছাত্রলীগের কোনো কর্মী যদি সাংবাদিকদের পেশাদার দায়িত্ব পালনকালে কোনো ধরনের বিঘ্ন ঘটায় তাহলে আমরা যথাযথ সাংগঠনিক ব্যবস্থা নেব। গঠনমূলক নেতিবাচক সংবাদের পাশাপাশি সাংগঠনিক ইতিবাচক সংবাদ পরিবেশনের জন্য সমিতির সদস্যদের অনুরোধ জানান শেখ ইনান।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

‘বেয়াদবি ছুটায় দেব’: সরি বলতে অসুবিধা নেই, বললেন সেই জামায়াত নেতা

সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডে স্থায়ী বসবাসের আবেদন করবেন যেভাবে

তিন ভোটে দায়িত্ব পালনকারীদের ‘যথাসম্ভব’ দূরে রাখতে হবে

‘ম্যামের মুখটা দেখলাম, মনে হলো—শুয়ে আছেন, কিছুই হয়নি তাঁর’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত