আজকের পত্রিকা ডেস্ক
থার্টি ফার্স্ট নাইট ঘিরে রাজধানীসহ সারা দেশে তল্লাশি ও বিশেষ অভিযান চালিয়ে গত তিন দিনে বিদেশি মদ ও বিয়ারসহ ৩৯৩ জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রাজধানীতে ৮টি বিশেষ টিমসহ সারা দেশে টিম গঠন করে এই অভিযান চালানো হয়।
আজ বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, থার্টি ফার্স্ট নাইট ঘিরে রাজধানীসহ সারা দেশে তল্লাশি ও বিশেষ অভিযান চালানো হয়েছে। রাজধানীর অভিজাত এলাকায় হোটেল দ্য ওয়েস্টিনে পরিচালিত বিশেষ অভিযানে ১৩৬ বোতল বিদেশি মদ ও ৩২৬ ক্যান বিয়ার, হোটেল রেঁনেসায় বিদেশি মদ-৩২ বোতল, হোটেল রিজেন্সিতে অভিযান চালিয়ে মদ-৯১ বোতল ও ৩৬৭ ক্যান বিয়ার এবং ঢাকার শেরাটন, বনানী হতে ৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া উত্তরার কিং ফিশার রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ৬৭ বোতল বিদেশি মদ এবং ১৬ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে এবং মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ অব্যাহত রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে দেশব্যাপী ২৮-৩১ ডিসেম্বর পর্যন্ত ১ হাজার ৫০৬টি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩৬৮টি মামলা দায়েরপূর্বক ৩৯৩ জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযান পরিচালনাকালে ৪২ হাজার ৪১ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৫ বোতল ফেনসিডিল, ৩৭৬ বোতল বিভিন্ন ব্রান্ডের বিলাতি মদ, বিয়ার-৭০৯ ক্যান, টাপেন্টাডল ট্যাবলেট-১ হাজার ৯০৯ পিস, চোলাই মদ ৬৫২.৭ লিটার, ৬৬.২৪ কেজি গাঁজা এবং নগদ অর্থ ২ লাখ ৯৭ হাজার ৩৯৭ টাকা জব্দ করা হয়েছে।
থার্টি ফার্স্ট নাইট ঘিরে রাজধানীসহ সারা দেশে তল্লাশি ও বিশেষ অভিযান চালিয়ে গত তিন দিনে বিদেশি মদ ও বিয়ারসহ ৩৯৩ জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রাজধানীতে ৮টি বিশেষ টিমসহ সারা দেশে টিম গঠন করে এই অভিযান চালানো হয়।
আজ বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, থার্টি ফার্স্ট নাইট ঘিরে রাজধানীসহ সারা দেশে তল্লাশি ও বিশেষ অভিযান চালানো হয়েছে। রাজধানীর অভিজাত এলাকায় হোটেল দ্য ওয়েস্টিনে পরিচালিত বিশেষ অভিযানে ১৩৬ বোতল বিদেশি মদ ও ৩২৬ ক্যান বিয়ার, হোটেল রেঁনেসায় বিদেশি মদ-৩২ বোতল, হোটেল রিজেন্সিতে অভিযান চালিয়ে মদ-৯১ বোতল ও ৩৬৭ ক্যান বিয়ার এবং ঢাকার শেরাটন, বনানী হতে ৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া উত্তরার কিং ফিশার রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ৬৭ বোতল বিদেশি মদ এবং ১৬ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে এবং মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ অব্যাহত রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে দেশব্যাপী ২৮-৩১ ডিসেম্বর পর্যন্ত ১ হাজার ৫০৬টি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩৬৮টি মামলা দায়েরপূর্বক ৩৯৩ জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযান পরিচালনাকালে ৪২ হাজার ৪১ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৫ বোতল ফেনসিডিল, ৩৭৬ বোতল বিভিন্ন ব্রান্ডের বিলাতি মদ, বিয়ার-৭০৯ ক্যান, টাপেন্টাডল ট্যাবলেট-১ হাজার ৯০৯ পিস, চোলাই মদ ৬৫২.৭ লিটার, ৬৬.২৪ কেজি গাঁজা এবং নগদ অর্থ ২ লাখ ৯৭ হাজার ৩৯৭ টাকা জব্দ করা হয়েছে।
বুয়েট শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলায় সাজা ভোগ করা মুশফিক উদ্দীন টগরকে (৫০) লালবাগ থানার অস্ত্র আইনে দায়ের করা মামলায় দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শনিবার (২০ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক এই রিমান্ড মঞ্জুর করেন।
৩১ মিনিট আগেপিরোজপুরের ১৩ জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ভারতের কোস্টগার্ডের হাতে আটক হয়েছেন বলে দাবি করেছেন তাঁদের স্বজনেরা। আটক জেলেদের মধ্যে ইন্দুরকানী উপজেলার তিনজন এবং পার্শ্ববর্তী মোড়েলগঞ্জ উপজেলার চন্ডিপুর এলাকার ১০ জন রয়েছেন। স্বজনেরা বলছেন, জেলেরা পশ্চিমবঙ্গের কাটদ্বীপ জেল-হাজতে রয়েছেন।
৩৭ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা পুনর্বহালের ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনের সামনে এ ঘটনা ঘটে।
৪০ মিনিট আগেবাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা সেই দল, যারা উড়ে এসে জুড়ে বসিনি। আমরা লড়াই করে, সংগ্রাম করে এই বাংলাদেশে এসেছি।’
১ ঘণ্টা আগে