অনলাইন ডেস্ক
বন্ধুদের সঙ্গে হাসিমুখে শ্রেণিকক্ষ ত্যাগ করার একটু পরই বিকট শব্দ শুনতে পায় ফারহান হাসান। দেখতে পায়, একটি বিমান তাদের স্কুল প্রাঙ্গণে বিধ্বস্ত হয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ২৭ জন নিহত হয়েছে। বিবিসিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই ছাত্র বলে, ‘আমার চোখের সামনে জ্বলন্ত বিমানটি এসে পড়ল।’
রাজধানী ঢাকার উত্তরায় অবস্থিত স্কুলে বিমান বিধ্বস্ত হওয়ার ফুটেজে দেখা যায়, বিমানটি একটি দোতলা ভবনের ওপর আছড়ে পড়ার পর সেখানে বিশাল অগ্নিকাণ্ড ও ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে। এ দুর্ঘটনায় ১৭০ জনের বেশি আহত হয়েছে।
বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এফ-৭ বিজিআই মডেলের বিমানটি দুপুর ১টার কিছুক্ষণ পর প্রশিক্ষণ উড্ডয়নের সময় যান্ত্রিক ত্রুটির শিকার হয়। নিহতদের মধ্যে বিমানটির চালক ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামও রয়েছেন।
ফারহান বলেন, ‘আমার সবচেয়ে কাছের বন্ধু, যার সঙ্গে আমি পরীক্ষাকেন্দ্রে ছিলাম, সে আমার চোখের সামনে মারা গেল।’ সে আরও বলে, ‘আমার চোখের সামনে...বিমানটি ঠিক তার মাথার ওপর দিয়ে গেল। অনেক অভিভাবক ভেতরে দাঁড়িয়ে ছিলেন, কারণ ছোট বাচ্চারা স্কুল ছুটির পর বের হচ্ছিল...বিমানটি অভিভাবকদের অনেককেও সঙ্গে নিয়ে (মারা যাওয়া অর্থে) গেছে।’
কলেজের শিক্ষক রেজাউল ইসলাম বলেন, তিনি বিমানটিকে সরাসরি ভবনের ওপর আঘাত করতে দেখেছেন। আরেক শিক্ষক মাসুদ তারেক রয়টার্সকে বলেন, তিনি বিস্ফোরণের শব্দ শুনেছেন। তিনি বলেন, ‘যখন আমি পেছনে তাকিয়েছিলাম, তখন শুধু আগুন আর ধোঁয়া দেখেছিলাম...এখানে অনেক অভিভাবক ও বাচ্চা ছিল।’
জনবহুল আবাসিক এলাকায় দুর্ঘটনার কিছুক্ষণ পরই বহু মানুষ ঘটনাস্থলে ভিড় করে। উৎসুক জনতা আশপাশের ভবনের ছাদেও উঠে দুর্ঘটনার দৃশ্য দেখার চেষ্টা করে। চারদিকে ছোটাছুটির মধ্যে অ্যাম্বুলেন্স ও স্বেচ্ছাসেবকেরা আহত এবং নিহতদের উদ্ধারের চেষ্টা চালান। অন্তত ৩০টি অ্যাম্বুলেন্সকে হতাহতদের সরিয়ে নিতে দেখা যায়।
ঘটনাস্থলে আসা এক নারী বিবিসিকে জানান, তাঁর ছেলে দুর্ঘটনার পরপরই তাঁকে ফোন করেছিলেন, কিন্তু এরপর থেকে তিনি আর তার কোনো খবর পাননি।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের একজন চিকিৎসক জানান, শিশু ও প্রাপ্তবয়স্কসহ ৫০ জনের বেশি মানুষকে দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের ভেতরে নিহতদের পরিবারের সদস্য ও স্বজনদের ভিড় দেখা যায়। তাঁদের মধ্যে ছিলেন তানভীর আহমেদ নামক অষ্টম শ্রেণির এক ছাত্রের চাচা শাহ আলম। তানভীর এ দুর্ঘটনায় নিহত হয়েছে। তানভীরের বাবার হাত ধরে কান্নারত শাহ আলম বলেন, ‘আমার আদরের ভাতিজা এখন মর্গে।’
বার্ন ইনস্টিটিউটে ভর্তি হওয়াদের অধিকাংশই অপ্রাপ্তবয়স্ক এবং তাদের বেশির ভাগের বয়স ৯ থেকে ১৪ বছরের মধ্যে। সাধারণ মানুষও রক্তদানের জন্য হাসপাতালে ছুটে যান। এ ছাড়া, বাংলাদেশের দুটি প্রধান রাজনৈতিক দল—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জামায়াতে ইসলামীর বেশ কয়েকজন নেতাও হাসপাতাল পরিদর্শন করেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকার সাতটি হাসপাতালে হতাহতদের ভর্তি করা হয়েছে। এদিকে, অন্তর্বর্তী সরকার আজ মঙ্গলবার সারা দেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। আজ জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
বিমান বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় পাইলট জনবহুল এলাকা এড়িয়ে বিমানটিকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। তিনি রাজধানীর একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই এ দুর্ঘটনার শিকার হন। বিবৃতিতে আরও বলা হয়, এ ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস বলেছেন, ঘটনার কারণ অনুসন্ধানে ‘প্রয়োজনীয় পদক্ষেপ’ নেওয়া হবে এবং ‘সব ধরনের সহায়তা’ নিশ্চিত করা হবে। সামাজিক মাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে তিনি বলেন, ‘এটি জাতির জন্য গভীর শোকের মুহূর্ত। আমি আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং সংশ্লিষ্ট হাসপাতালসহ সব কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দিচ্ছি।’
আরও খবর পড়ুন:
বন্ধুদের সঙ্গে হাসিমুখে শ্রেণিকক্ষ ত্যাগ করার একটু পরই বিকট শব্দ শুনতে পায় ফারহান হাসান। দেখতে পায়, একটি বিমান তাদের স্কুল প্রাঙ্গণে বিধ্বস্ত হয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ২৭ জন নিহত হয়েছে। বিবিসিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই ছাত্র বলে, ‘আমার চোখের সামনে জ্বলন্ত বিমানটি এসে পড়ল।’
রাজধানী ঢাকার উত্তরায় অবস্থিত স্কুলে বিমান বিধ্বস্ত হওয়ার ফুটেজে দেখা যায়, বিমানটি একটি দোতলা ভবনের ওপর আছড়ে পড়ার পর সেখানে বিশাল অগ্নিকাণ্ড ও ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে। এ দুর্ঘটনায় ১৭০ জনের বেশি আহত হয়েছে।
বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এফ-৭ বিজিআই মডেলের বিমানটি দুপুর ১টার কিছুক্ষণ পর প্রশিক্ষণ উড্ডয়নের সময় যান্ত্রিক ত্রুটির শিকার হয়। নিহতদের মধ্যে বিমানটির চালক ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামও রয়েছেন।
ফারহান বলেন, ‘আমার সবচেয়ে কাছের বন্ধু, যার সঙ্গে আমি পরীক্ষাকেন্দ্রে ছিলাম, সে আমার চোখের সামনে মারা গেল।’ সে আরও বলে, ‘আমার চোখের সামনে...বিমানটি ঠিক তার মাথার ওপর দিয়ে গেল। অনেক অভিভাবক ভেতরে দাঁড়িয়ে ছিলেন, কারণ ছোট বাচ্চারা স্কুল ছুটির পর বের হচ্ছিল...বিমানটি অভিভাবকদের অনেককেও সঙ্গে নিয়ে (মারা যাওয়া অর্থে) গেছে।’
কলেজের শিক্ষক রেজাউল ইসলাম বলেন, তিনি বিমানটিকে সরাসরি ভবনের ওপর আঘাত করতে দেখেছেন। আরেক শিক্ষক মাসুদ তারেক রয়টার্সকে বলেন, তিনি বিস্ফোরণের শব্দ শুনেছেন। তিনি বলেন, ‘যখন আমি পেছনে তাকিয়েছিলাম, তখন শুধু আগুন আর ধোঁয়া দেখেছিলাম...এখানে অনেক অভিভাবক ও বাচ্চা ছিল।’
জনবহুল আবাসিক এলাকায় দুর্ঘটনার কিছুক্ষণ পরই বহু মানুষ ঘটনাস্থলে ভিড় করে। উৎসুক জনতা আশপাশের ভবনের ছাদেও উঠে দুর্ঘটনার দৃশ্য দেখার চেষ্টা করে। চারদিকে ছোটাছুটির মধ্যে অ্যাম্বুলেন্স ও স্বেচ্ছাসেবকেরা আহত এবং নিহতদের উদ্ধারের চেষ্টা চালান। অন্তত ৩০টি অ্যাম্বুলেন্সকে হতাহতদের সরিয়ে নিতে দেখা যায়।
ঘটনাস্থলে আসা এক নারী বিবিসিকে জানান, তাঁর ছেলে দুর্ঘটনার পরপরই তাঁকে ফোন করেছিলেন, কিন্তু এরপর থেকে তিনি আর তার কোনো খবর পাননি।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের একজন চিকিৎসক জানান, শিশু ও প্রাপ্তবয়স্কসহ ৫০ জনের বেশি মানুষকে দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের ভেতরে নিহতদের পরিবারের সদস্য ও স্বজনদের ভিড় দেখা যায়। তাঁদের মধ্যে ছিলেন তানভীর আহমেদ নামক অষ্টম শ্রেণির এক ছাত্রের চাচা শাহ আলম। তানভীর এ দুর্ঘটনায় নিহত হয়েছে। তানভীরের বাবার হাত ধরে কান্নারত শাহ আলম বলেন, ‘আমার আদরের ভাতিজা এখন মর্গে।’
বার্ন ইনস্টিটিউটে ভর্তি হওয়াদের অধিকাংশই অপ্রাপ্তবয়স্ক এবং তাদের বেশির ভাগের বয়স ৯ থেকে ১৪ বছরের মধ্যে। সাধারণ মানুষও রক্তদানের জন্য হাসপাতালে ছুটে যান। এ ছাড়া, বাংলাদেশের দুটি প্রধান রাজনৈতিক দল—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জামায়াতে ইসলামীর বেশ কয়েকজন নেতাও হাসপাতাল পরিদর্শন করেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকার সাতটি হাসপাতালে হতাহতদের ভর্তি করা হয়েছে। এদিকে, অন্তর্বর্তী সরকার আজ মঙ্গলবার সারা দেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। আজ জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
বিমান বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় পাইলট জনবহুল এলাকা এড়িয়ে বিমানটিকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। তিনি রাজধানীর একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই এ দুর্ঘটনার শিকার হন। বিবৃতিতে আরও বলা হয়, এ ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস বলেছেন, ঘটনার কারণ অনুসন্ধানে ‘প্রয়োজনীয় পদক্ষেপ’ নেওয়া হবে এবং ‘সব ধরনের সহায়তা’ নিশ্চিত করা হবে। সামাজিক মাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে তিনি বলেন, ‘এটি জাতির জন্য গভীর শোকের মুহূর্ত। আমি আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং সংশ্লিষ্ট হাসপাতালসহ সব কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দিচ্ছি।’
আরও খবর পড়ুন:
পুলিশ জানায়, ২০২৪ সালের ২৪ নভেম্বর রাজৈরে ভাঙচুর, বোমা বিস্ফোরণ ও লুটপাটের ঘটনায় পাঠানকান্দি গ্রামের এক বিএনপি কর্মীর দায়ের করা মামলায় শাজাহান মোল্লা এজাহারভুক্ত আসামি। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
১৬ মিনিট আগেশিবচরের সন্ন্যাসীরচর ইউনিয়নের রাজারচর আজগর হাওলাদারকান্দি গ্রামের শাহ আলম ও নাছিমা দম্পতির একমাত্র ছেলে ছিলেন হৃদয়। তিনি স্থানীয় একটি ফার্নিচারের কারখানায় কাজ করতেন। পড়াশোনা শেষ করে সৌদি আরবে থাকা চাচার সহায়তায় বিদেশে যাওয়ার স্বপ্ন ছিল তাঁর।
২১ মিনিট আগেজুলাই অভ্যুত্থানে চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় দোকান কর্মচারী শহীদুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলার অভিযোগপত্র দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। অভিযোগপত্রে মামলার আসামির সংখ্যা প্রায় ৫ গুণ বেড়ে ২৩১ জনে দাঁড়িয়েছে।
৩৬ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে সন্তানদের সামনে স্ত্রী কাকলিকে (৩২) হত্যার পর পালিয়ে যাওয়া স্বামী মেহেদী হাসানকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন (র্যাব-১৪) মেহেদীকে গ্রেপ্তার করে।
১ ঘণ্টা আগে